For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৫ বছর আগের ২৩ ডিসেম্বর ভারতীয় দলে ধোনির আগমন, নেটিজেনদের 'ধোনিযুগ'-র বার্তা

ভারতকে ২০০৭ সালের টি-টোয়েন্টি ও ২০১১-র ৫০ ওভারের বিশ্বকাপ দেওয়া মহেন্দ্র সিং ধোনি এই মুহূর্তে ক্রিকেট থেকে বেশি খানিকটা দূরে রয়েছেন।

  • |
Google Oneindia Bengali News

ভারতকে ২০০৭ সালের টি-টোয়েন্টি ও ২০১১-র ৫০ ওভারের বিশ্বকাপ দেওয়া মহেন্দ্র সিং ধোনি এই মুহূর্তে ক্রিকেট থেকে বেশি খানিকটা দূরে রয়েছেন। কবে তিনি ফের টিম ইন্ডিয়ার জার্সি গায়ে ওঠাবেন, তা নিয়ে জল্পনা অব্যাহত। এরই মধ্যে চলে এল সেই বিশেষ দিন। ১৫ বছর আগে আজকেরই দিনে ভারতীয় ক্রিকেট দলের হয়ে প্রথমবার মাঠে নেমেছিলেন মাহি। 'ধোনিযুগ'-কে স্মরণ করলেন নেটিজেনরা।

 সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক

সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক

বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে প্রথমবার ভারতীয় দলের জার্সি গায়ে দেওয়ার সুযোগ পেয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। ২০০৪ সালের ২৩ ডিসেম্বর বাংলাদেশের বিরুদ্ধে চট্টগ্রামে কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক ওয়ান ডে ম্যাচ খেলেছিলেন এমএস।

 গোল্ডেন ডাক

গোল্ডেন ডাক

কেরিয়ারের প্রথম ওয়ান ডে ম্যাচে শূণ্য রানে আউট হয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। রান আউট হয়েছিলেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে ওই সিরিজে মোট ১১ রান করেছিলেন ধোনি।

সৌরভের মাস্টার স্ট্রোক

সৌরভের মাস্টার স্ট্রোক

ওয়ান ডে কেরিয়ারের অভিষেক সিরিজে পুরোপুরি ব্যর্থ মহেন্দ্র সিং ধোনির ক্রিকেট কেরিয়ার সেখানেই শেষ হয়ে যেতে পারত, যদি না তাঁর পাশে দাঁড়াতেন ভারতের তৎকালীন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। দেশের মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে পরিবর্তি সিরিজে ধোনিকে রীতিমতো লড়াই করে দলে রাখেন মহারাজ। পাকিস্তানের বিরুদ্ধে বিশাখাপত্তনমের ওয়ান ডে-তে মাহিকে তিন নম্বরে ব্যাট করতে পাঠিয়ে ফাটকা খেলেন সৌরভ। তা দুর্দান্ত ভাবে কাজে লেগে যায়। সেই ম্যাচে ১২৩ বলে ১৪৮ রান করেছিলেন মাহি। বাকিটা ইতিহাস।

টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব

টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব

গ্রেগ চ্যাপেল ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের মধ্যে বিতর্কের পর বহু হাত ঘুরে ভারতীয় দলের অধিনায়কত্বের ব্যাটন মহেন্দ্র সিং ধোনির হাতে তুলে দেওয়া হয়। দায়িত্ব নিয়েই ২০০৭ সালে ভারতকে টি-টোয়েন্ট বিশ্বকাপ জেতান মাহি। ২০১১ সালের পঞ্চাশ ওভারের বিশ্বকাপ ও ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিও মাহির নেতৃত্বে জেতে ভারত।

এই দশকের সেরা অধিনায়ক

এই দশকের সেরা অধিনায়ক

এই মুহূর্তে ক্রিকেট থেকে দূরে থাকলেও পরিসংখ্যানের নিরিখে বিশ্বের অন্যতম সফল অধিনায়কের মর্যাদা পেয়েছেন মহেন্দ্র সিং ধোনি। এই দশকেই অনুজ বিরাট কোহলিকে টিম ইন্ডিয়ার অধিনায়ত্ব ছেড়ে বিচক্ষণতার পরিচয় দেন এমএস।

ধোনিকে শুভেচ্ছা সিএসকে-র

আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছর কাটিয়ে দেওয়া মহেন্দ্র সিং ধোনিকে টুইটারে শুভেচ্ছা জানিয়েছে তাঁর আইপিএলের দল চেন্নাই সুপাপর কিংস।

ধোনিকে ফ্যানদের শুভেচ্ছা

এই বিশেষ দিনে মহেন্দ্র সিং ধোনিকে শুভেচ্ছা জানাতে ভোলেননি তাঁর ভক্তরা।

English summary
15 years of MS Dhoni's international cricket career
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X