For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের স্বপ্ন চুরমার, অস্ট্রেলিয়ার জয়ে নতুন চ্যাম্পিয়ন পেল ১৯৮৭-র বিশ্বকাপ

ক্রিকেট বিশ্বকাপের প্রথম তিন আসর বসেছিল ইংল্যান্ডে। তারপর চতুর্থ বিশ্বকাপের আসর বসেছিলে ভারত ও পাকিস্তানে। ভারতের বিশ্বজয়ের পরবর্তী বছরেই উপমহাদেশে প্রথমবার বসছে বিশ্বকাপের আসর।

Google Oneindia Bengali News

ক্রিকেট বিশ্বকাপের প্রথম তিন আসর বসেছিল ইংল্যান্ডে। তারপর চতুর্থ বিশ্বকাপের আসর বসেছিলে ভারত ও পাকিস্তানে। ভারতের বিশ্বজয়ের পরবর্তী বছরেই উপমহাদেশে প্রথমবার বসছে বিশ্বকাপের আসর। তাই টান টান উত্তেজনা ছিলই। ঘরের মাটিতে আরও একবার বিশ্বকাপ জয়ের হাতছানি কপিল দেবের ভারতের সামনে।

ভারতের স্বপ্ন চুরমার, অস্ট্রেলিয়ার জয়ে নতুন চ্যাম্পিয়ন পেল ১৯৮৭-র বিশ্বকাপ

অনেক আশা ভারতীয় ক্রিকেটে। কিন্তু সেমিফাইনালেই স্বপ্ন থেমে যায় সেবার। ওভার সংখ্যা কমিয়ে ৫০ করা হয়েছিল ৬০ থেকে। দল সংখ্যা ছিল একই- সেই আট। এবার কিন্তু বিশ্বকাপ উঠল অ্যালান বর্ডারের অস্ট্রেলিয়ার হাতে। ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়নশিপের শিরোপা ওঠে বর্ডার-বুনদের মাথায়।

কপিল দেবের ভারত ১৯৮৭-র বিশ্বকাপে চ্যাম্পিয়নের মতোই খেলা শুরু করেছিল। সেমিফাইনালে উঠেছিল অস্ট্রেলিয়ার সঙ্গে। অন্য গ্রুপ থেকে সেমিফাইনালে ওঠে পাকিস্তান ও ইংল্যান্ড। সেমিফাইনালে ভারত বনাম ইংল্যান্ড আর অস্ট্রেলিা বনাম পাকিস্তান। কিন্তু সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নিতে হয় ভারতকে।

অপর সেমিফাইনালে পাকিস্তানকে ১৬ রানে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় অস্ট্রেলিয়া। দুই আয়োজক দেশই বিদায় নেয় সেমিফাইনালে হেরে। ফাইনালে মুখোমুখি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। উভয় দলের কাছেই প্রথমবার বিশ্বকাপ জয়ের সুযোগ। শেষপর্যন্ত ইংল্যান্ডকে হারিয়ে চতুর্থ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া।

১৯৮৭-র ৪ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সের ফাইনালে অস্ট্রেলিয়া প্রথম ব্যাট করে ৫০ ওভারে ৫ উইকেটে ২৫৩ রান কর। ডেভিড বুনের ৭৫ রান করেন। শেষপর্যন্ত টানটান উত্তেজনার ম্যাচে অ্যালান বর্ডার ইতিহাস গড়েন মাত্র সাত রানে মাইক গ্যাটিংয়ের ইংল্যান্ডকে হারিয়ে। দুবার ফাইনালে উঠেও চ্যাম্পিয়ন হতে ব্যর্থ হয় ইংল্যান্ড।

English summary
1987’s World Cup gets new champion as Australia. Australia wins World Cup first time to defeat England in final,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X