For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লিতে ২ বছর আগের স্মৃতি ফিরিয়ে আনতে পারে ভারত-বাংলাদেশ টি-টোয়েন্টি

দিল্লিতে ২ বছর আগের স্মৃতি ফিরিয়ে আনতে পারে ভারত-বাংলাদেশ টি-টোয়েন্টি

  • |
Google Oneindia Bengali News

দিল্লিতে ক্রমে ভয়ঙ্কর হয়ে উঠছে বায়ু দূষণ। পরিবেশবিদদের আপত্তি সত্ত্বেও রাজধানীতেই ভারত ও বাংলাদেশের মধ্যে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ হবে, তা সাফ জানিয়ে দিয়েছে বিসিসিআই। এই অবস্থায় দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে (ফিরোজ শাহ কোটলা) দুই বছর আগের শ্রীলঙ্কা ম্যাচের স্মৃতি ফিরে আসতে পারে বলে মনে করছেন অনেকে।

কবে ম্যাচ

কবে ম্যাচ

৩ নভেম্বর অর্থাৎ রবিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে (ফিরোজ শাহ কোটলা) বাংলাদেশের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। ম্যাচ খেলতে ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছেছে দুই দল। অনুশীলনও শুরু করেছেন তাঁরা।

পরিবেশবিদদের আপত্তি

পরিবেশবিদদের আপত্তি

কড়াকড়ি সত্ত্বেও দীপাবলিতে দিল্লিতে প্রচুর পোড়ানো হয় এবারও। ফল স্বরূপ বাতাসে বেড়ে যায় দূষণের মাত্রা। সিস্টেম অফ এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চ বা সাফারের মানদণ্ড অনুযায়ী এয়ার কোয়ালিটি ইনডেক্সে মাত্রা ৫০ হলে যথার্থ। তা ১০০ ছুঁলেও মেনে নেওয়া যায়। তার ওপরে উঠলে পরিস্থিতি বিপজ্জনক। সেখানে দিল্লিতে ইতিমধ্যেই এয়ার কোয়ালিটি ইনডেক্সে মাত্রা ৪০০ ছাড়িয়েছে বলে জানানো হয়েছে। এমন পরিস্থিতিতে ম্যাচ অন্য শহরে করানোর দাবি জানিয়ে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে চিঠি লেখেন দিল্লির পরিবেশবিদরা। কিন্তু সেই অনুরোধ শোনেনি মহারাজ।

সৌরভের বক্তব্য

সৌরভের বক্তব্য

আগে থেকে ঠিক হয়ে থাকা কোনও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অন্যত্র সরানো অসুবিধাজনক বলে জানিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে এরপর থেকে ভেন্যু নির্বাচন নিয়ে বিসিসিআই আরও বেশি সতর্ক হবে বলেও জানিয়েছেন মহারাজ।

মাস্ক পরে অনুশীলনে

মাস্ক পরে অনুশীলনে

বিস্তর টানাপোড়েনর মধ্যেই বৃহস্পতিবার ও শুক্রবার দিল্লির মাঠে অনুশীলনে নামতে দেখা যায় বাংলাদেশের ক্রিকেটারদের। সেই দলেরই কয়েকজন সদস্যকে দূষণ রোধক মাস্ক পরে অনুশীলন করতে দেখা যায়। সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তা দেখে আশঙ্কিত হয়েছেন অনেকে। আবার কিছু নেটিজেনের মতে, এটা বাড়াবাড়ি ছাড়া আর কিছু নয়।

২ বছর আগের স্মৃতি

২ বছর আগের স্মৃতি

২০১৭ সালে ভারত সফরে এসেছিল শ্রীলঙ্কা। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে (তৎকালীন ফিরোজ শাহ কোটলা) দুই দলের মধ্যে টেস্ট ম্যাচ হয়েছিল। সেবারও তীব্র দূষণে ভরেছিল রাজধানীর বাতাস। বায়ু দূষণের হাত থেকে বাঁচতে ওই ম্যাচে শ্রীলঙ্কার ক্রিকেটাররা মাস্ক পরে মাঠে নেমেছিলেন।

একই ঘটনা ঘটতে পারে এবারও

শ্রীলঙ্কার মতো বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়েরাও রবিবার দিল্লির মাঠে ভারতের বিরুদ্ধে মাস্ক পরে টি-টোয়েন্টি খেলতে নামতে পারেন বলে মনে করা হচ্ছে।

English summary
2 years old incident will occur in India-Bangladesh match in Delhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X