For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অপরাজিত ১২২, নিঃশব্দে সৌরভকে টপকে গেলেন রোহিত

কেরিয়ারে মোট ২৩টি সেঞ্চুরি করে নিঃশব্দে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে (২২টি) টপকে গেলেন হিটম্যান।

  • |
Google Oneindia Bengali News

শুরুটাই যে খুব ভালো হয়, তেমনটা কিন্তু নয়। বরং প্রথম পাঁচ ওভার কাগিসো রাবাডা, ক্রিস মরিসের ভয়ঙ্কর পেস, বাউন্স, সুইংয়ের সামনে নড়বড়েই দেখাচ্ছিল তাঁকে। কিন্তু যখন লাগাম ধরলেন, ধরাছোঁয়ার বাইরে চলে গেলেন। একার কাঁধে ইংল্যান্ড বিশ্বকাপে ভারতকে প্রথম জয় এনে দিলেনই শুধু নয়, অপরাজিত ১২২ রানের ইনিংস খেলে সদম্ভে মাঠ ছাড়লেন। বিশ্বকাপের শুরুতে টিম ইন্ডিয়ার বাকি খেলোয়াড়দের সামনে দৃষ্টান্তও স্থাপন করলেন দলের সহ-অধিনায়ক।

 অপরাজিত ১২২, নিঃশব্দে সৌরভকে টপকে গেলেন রোহিত

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই পারফরম্যান্সের পর ওয়ান ডে ক্রিকেটে নতুন নজিরের মালিক হলেন রোহিত শর্মা। কেরিয়ারে মোট ২৩টি সেঞ্চুরি করে নিঃশব্দে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে (২২টি) টপকে গেলেন হিটম্যান। সেই মহারাজই রোহিতের পারফরম্যান্সে উচ্ছ্বসিত হয়ে বললেন, মাইলস টু গো ইয়ং ম্যান।

একই সঙ্গে ওয়ান ডে-তে ভারতীয়দের মধ্যে সেঞ্চুরির তালিকায় তিন নম্বরে উঠে এলেন এই মুম্বইকর। রোহিতের সামনে রয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি (৪১টি) এবং মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর (৪৯টি)। যদিও সেসব নিয়ে মাথা ঘামাতে রাজি নন ওয়ান ডে-র এক ইনিংসে সর্বোচ্চ ২৬৪ রানের মালিক। ভারতকে ইংল্যান্ড বিশ্বকাপের শিখরে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য বলে জানিয়েছেন হিটম্যান।

সাউদাম্পটনে যুজবেন্দ্র চাহল ও জসপ্রীত বুমরার দুর্ধর্ষ বোলিংয়ে বেলাইন হয়ে ২২৭ রানেই গুটিয়ে যায় টসে জিতে শুরুতে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকার ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনিং পার্টনার শিখর ধাওয়ানকে (৮) হারান রোহিত শর্মা। ক্রিজে বেশিক্ষণ স্থায়ী হননি টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলিও (১৮)। কেএল রাহুল (২৬) আউট হওয়ার পর রোহিতকে কিছুটা সঙ্গ দেন মহেন্দ্র সিং ধোনি (৩৪)। ইনিংসের বাকিটা অংশ জুড়ে শুধু হিটম্যানের ক্যারিশমাই বলা চলে।

আইপিএলে অ্যাভারেজ ফর্মে থাকা রোহিত শর্মা বিশ্বকাপের প্রথম দুটি প্রস্তুতি ম্যাচে হতশ্রী পারফরম্যান্সের পর সমালোচনায় বিদ্ধ হয়েছিলেন। কিন্তু আজীবন প্রচারের আলো থেকে তফাতেই থাকা রোহিতের ব্যাট যে সঠিক সময়েই জ্বলে উঠতে পারে, তা আরো একবার প্রমাণ হল।

English summary
23rd one day century for Rohit Sharma, crossed Sourav Ganguly.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X