For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশকে ঠকিয়েছেন ডিভিলিয়ার্স, খোঁচা আখতারের

বিশ্বকাপে টানা তিন ম্যাচে হার, যার জেরে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে এখন তোলপাড় অবস্থা।তার মাঝেই এবিডিকে লোভী বলে খোঁচা দিলেন প্রাক্তন পাক ক্রিকেটার শোয়েব আখতার।Shoaib Akhtar lashes out Villiers

  • |
Google Oneindia Bengali News

বিশ্বকাপে টানা তিন ম্যাচে হার, যার জেরে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে এখন তোলপাড় অবস্থা। প্রোটিয়া দলের ব্যাটিং দুর্দশা দেখে ক্রিকেটদুনিয়ার অনেকেই মনে করছেন, ইংল্যান্ড বিশ্বকাপে এ বি ডিভিলিয়ার্সকে প্রয়োজন ছিল প্রোটিয়াদের। এর মাঝেই চাঞ্চল্যকর খবর ফাঁস করেছেন এবিডি। বিশ্বকাপের দল নির্বাচনের আগের রাতেই নাকি দেশের প্রয়োজনে অবসর ভেঙে ইংল্যান্ড উড়ে যেতে চেয়েছিলেন তিনি। কোচ-অধিনায়ক এবিডি'র ইচ্ছাকে সম্মান না জানানোতেই নাকি বিশ্বকাপে খেলা হয়নি ডিভিলিয়ার্সের।

দেশকে ঠকিয়েছেন ডিভিলিয়ার্স, খোঁচা আখতারের

প্রোটিয়া ক্রিকেটের অন্দরমহলের এই দ্বন্দ্ব নিয়ে যখন আলোচনা তুঙ্গে তখনই দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ককে লোভী বলে খোঁচা দিলেন প্রাক্তন পাক ক্রিকেটার শোয়েব আখতার।

এবিডি প্রসঙ্গে এক সাক্ষাৎকারে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলেন, 'সম্প্রতি এবিডি উল্লেখ করেছেন, দেশের প্রয়োজনে তিনি অবসর ভেঙে বিশ্বকাপ খেলতে চেয়েছিলেন। একসময় এই এবিডি'ই পয়সার জন্য দেশের আগে টি-টোয়েন্টি লিগকে বেছে নিয়েছিলেন।' নিজের বক্তব্যের যুক্তি দিয়ে আখতার আরও বলেছেন,' বিশ্বকাপের এক বছর আগে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটের খারাপ সময় দলকে ফেলে অবসর ঘোষণা করে, মোটা অর্থের বিনিময়ে দিনের পর দিন টি-টোয়েন্টি লিগ খেলে গিয়েছেন এবিডি। বিশ্বকাপ নিয়ে তাঁর পরিকল্পনা থাকলে অনেক আগেই তিনি পিএসএল বা আইপিএলের চুক্তি বাতিল করে জাতীয় দলে যোগ দিতে পারতেন। সেটা না করে,জাতীয় দলের পরিবর্তে মোটা টাকার বিনিময়ে টি-টোয়েন্টি লিগগুলি বেছে নিয়ে দেশকে ঠকিয়েছেন এবিডি।'

প্রসঙ্গত ২০১৮ সালের ২৩ মে আন্তর্জাতিক ক্রিকেট থেকে পাকাপাকিভাবে অবসর ধোষণা করেন প্রোটিয়াদের প্রাক্তন অধিনায়ক। দেশের জার্সিতে ২০০৪ সালে অভিষেকের পর দীর্ঘ ১৪ বছরের ক্রিকেট কেরিয়ারে,১১৪ টেস্টে আট হাজারের বেশি রান করেছেন ক্রিকেটের মিস্টার ৩৬০ ডিগ্রি। পাঁচ দিনের ক্রিকেটে তাঁর ঝুলিতে ২২টি সেঞ্চুরি সহ ৪৬টি অর্ধশতরান রয়েছে। সেই সঙ্গে ২২৮টি ওয়ান ডে ম্যাচ খেলে ৯হাজারের বেশি রান করেছেন প্রোটিয়াদের মিডল অর্ডারের ক্রাইসিস ম্যান। দেশের জার্সিতে ৭৮টি টি-টোয়েন্টি ম্যাচে রয়েছে ১৬০০ বেশি রান। গত বিশ্বকাপে তাঁর অধিনায়কত্বে সেমিফাইনাল খেলেছিল দক্ষিণ আফ্রিকা।

English summary
AB De Villiers have chosen money over country, Shoaib Akhtar lashes out
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X