For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এক নজরে দেখে নিন সবকটি দলের বিশ্বকাপ স্কোয়াড

কাল অর্থাই বৃহস্পতিবার থেকে ইংল্যান্ডে শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বকাপ। প্রতিযোগীতায় অংশগ্রহণ করছে দশটি দল। প্রতিটি দলই এবার একে অপরকে কড়া টক্কর দেবে বলেই ধারণা ক্রিকেট বিশেষজ্ঞদের।

  • |
Google Oneindia Bengali News

কাল অর্থাই বৃহস্পতিবার থেকে ইংল্যান্ডে শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বকাপ। প্রতিযোগীতায় অংশগ্রহণ করছে দশটি দল। প্রতিটি দলই এবার একে অপরকে কড়া টক্কর দেবে বলেই ধারণা ক্রিকেট বিশেষজ্ঞদের। এক নজরে দেখে নেওয়া যাক সবকটি দলের ১৫ জনের স্কোয়াড।

আফগানিস্তান

আফগানিস্তান

গুলবাদিন নাইব (অধিনায়ক), মহম্মদ শাহাজাদ (উইকেটরক্ষক), আফতাব আলম, রেহমত শাহ, সামিউল্লা শিনওয়ারি, মহম্মদ নবি, নূর আলি জারদান, আজগর আফগান, নাজিবুল্লাহ জারদান, হাজরাতুল্লাহ জাজাই, হাসমাতুল্লাহ শাহিদি, রশিদ খান, মুজিব-উর-রহমান, হামিদ হাসান, দৌলত জারদান।

অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া

অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যালেক্স কারে (উইকেটরক্ষক), স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার, উসমান খোওয়াজা, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইনিস, মিচেল স্টার্ক, প্যাট কমিন্স, নাথান কাউল্টার-নাইল, কেন রিচার্ডসন, জেসন বেহরেনড্রফ, নাথান লিয়ন, অ্যাডাম জাম্পা।

বাংলাদেশ

বাংলাদেশ

মাশরাফি মুর্তোজা (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), লিটন দাস, মহম্মদ মিঠুন, তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মহম্মদুল্লাহ, মোসাদ্দেক হুসেন, মেহিদি হাসান, মহম্মদ সাইফুদ্দিন, রুবেল হুসেন, মোস্তাফিজুর রহমান, আবু জায়েদ।

ইংল্যান্ড

ইংল্যান্ড

ইয়ন মর্গ্যান (অধিনায়ক), জোস বাটলার (উইকেটরক্ষক), জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), জেসন রয়, জো রুট, জেমস ভিন্স, বেন স্টোকস, মইন আলি, ক্রিস ওকস, টম কুরান, লিয়াম ডাওসন, জোফ্রা আর্চার, লিয়াম প্লাঙ্কেট, মার্ক উড, আদিল রশিদ।

ভারত

ভারত

বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, কেএল রাহুল, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পাণ্ডিয়া, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, বিজয় শঙ্কর, জসপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার, মহম্মদ সামি, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহল।

নিউজিল্যান্ড

নিউজিল্যান্ড

কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, মার্টিন গুপটিল, টম লাথাম (উইকেটরক্ষক), হেনরি নিকোলাস, টম ব্লুন্দেল, জেমস নিসহাম, কলিন ডে গ্রান্ডহোম, কলিন মুনরো, মিচেল সান্টনার, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ইশ সোধি।

পাকিস্তান

পাকিস্তান

সারফারাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), ফাকার জামান, ইমাম-উল-হক, বাবর আজাম, আসিফ আলি, শোয়েব মালিক, মহম্মদ হাফিজ, হারিস সোহেল, ইমাদ ওয়াসিম, শাবাদ খান, মহম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, হাসান আলি, শাহিন আফ্রিদি, মহম্মদ হাসনাইন।

দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকা

ফাফ ডুপ্লেসি (অধিনায়ক), হাসিম আমলা, ডেভিড মিলার, এইডেন মার্করাম, রেইসে ভ্যান ডার ডুসেন, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), জেপি ডুমিনি, ক্রিস মরিস, ডোয়াইন প্রিটোরিয়াস, আনদিলে ফেলুকাওয়া, ডেল স্টেইন, ইমরান তাহির, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি, তাবারেজ শামসি।

শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা

দিমুথ করুণারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, আভিষ্কা ফার্নান্দো, কুশল পেরেরা (উইকেটরক্ষক), কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), অ্যাঞ্জেলো ম্যাথেউস, থিসারা পেরেরা, জীবন মেন্ডিস, ইসুরু উড়ানা, ধনঞ্জয় ডি সিলভা, মিলিন্ডা শ্রীওয়ার্ধানা, লাসিথ মালিঙ্গা, সুরাঙ্গা লাকমাল, নুয়ান প্রদীপ, জেফ্রি ভান্ডেরসে।

ওয়েস্ট ইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজ

জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রিস গেইল, এভিন লুইস, শিমরন হেটমের, ডারেন ব্রাভো, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), শাই হোপ (উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, ফাবিয়ান আলেন, কার্লোস ব্রেথওয়েট, কেমার রোচ, আশলে নার্স, ওসেন থমাস, শান্নন গ্যাব্রিয়েল, শেলডন কোট্টরেল।

English summary

 All squads and teams of World Cup 2019, just look at a glance
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X