For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছোট দলের বিরুদ্ধে সিংহ, বড় দল পড়লেই ইঁদুর! রায়ডুই কি আদর্শ 'নাম্বার ফোর' - কী বলছে পরিসংখ্যান

ক্রিকেট বিশ্বের ছোট দলগুলির বিরুদ্ধে আম্বাতি রায়ডুর পরিসংখ্যান অত্যন্ত ভাল। কিন্তু বড় দলগুলির বিরুদ্ধে তাঁর পরিসংখ্যান ব্যাপকভাবে পড়ে যায়।

Google Oneindia Bengali News

বিশ্বকাপের আগে ভারতের হাতে আর মাত্র ১টি আন্তর্জাতিরক ম্য়াচ পড়ে আছে। কিন্তু এখনও ভারতের মিডল অর্ডার বিশেষ করে 'নাম্বার ফোর' নিয়ে সমস্যা মেটেনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি ওডিআই সিরিজের ৪ ম্য়াচ কেটে গেলেও রান পাননি রায়ডু। বস্তুত ছোট দলগুলির বিরুদ্ধে সফল হলেও বড় দলগুলির বিরুদ্ধে কিন্তু ব্যর্থতাই রায়ডুর সঙ্গী।

ভারতীয় দলে রায়ডু ঢুকেছিলেন ২০১৮ সালের আইপিএল-এ ভাল পারফরম্য়ান্সের জোরে। সিএসকে-র হয়ে তিনি ১৬ ম্য়াচে ৬০২ রান করেছিলেন। তারপর ইংল্য়ান্ড সফরে ইয়ো ইয়ো টেস্টে ব্যর্থ হয়ে জায়গা না পেলেও এশিয়া কাপ থেকে তিনি নিয়মিত খেলে যাচ্ছেন। তাঁর পরিসংখ্যান কিন্তু বলছে ভারতের মতো দলের 'নাম্বার ফোর' হিসেবে তিনি বেমানান।

ছোট দলগুলির বিরুদ্ধে রায়ডু

ছোট দলগুলির বিরুদ্ধে রায়ডু

শ্রীলঙ্কা, ওয়েস্টইন্ডিজ, জিম্বাবোয়ে, আফগানিস্তান, হংকং-এর মতো দেশগুলির বিরুদ্ধে ২৬ ম্যাচে রায়ডু ৬৮.৫৩ গড়ে ১০২৮ রান করেচেন। স্ট্রাইক রেট ৮৪.২৬।

ছোটদের বিরুদ্ধে শতরান ও অর্ধশতরান

ছোটদের বিরুদ্ধে শতরান ও অর্ধশতরান

এই দলগুলির বিরুদ্ধে রায়ডুর মোট ৩টি শতরান ও ৬টি অর্ধশতরান রয়েছে।

বড় দলগুলির বিরুদ্ধে রায়ডু

বড় দলগুলির বিরুদ্ধে রায়ডু

অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান ও বাংলাদেশের বিরুদ্ধে রায়ডু ২৯ ম্য়াচে করেছেন ৬৬৬ রান। গড় মাত্র ৩১.৭১, স্ট্রাইক রেট ৭২.১৫। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এখনও খেলেননি।

বড়দের বিরুদ্ধে শতরান ও অর্ধশতরান

বড়দের বিরুদ্ধে শতরান ও অর্ধশতরান

শতরান একটিও নেই, অর্ধশতরান ৪টি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এখনও একটিও ম্য়াচ না খেললেও পরিসংখ্যানের গতিপ্রকৃতিই বলে দিচ্ছে ফলাফল কি হতে পারে।

অর্থাত দেখা যাচ্ছে ছোট দলের সামনে রায়ডুর পরিসংখ্যান সিংহের মতো হলেও বড় দল সামনে পড়লেই তিনি মুষিক হয়ে যান। তাঁর গড় বা স্ট্রাইক রেট কোনটাই প্রভাবিত করার মতো নয়। বিশ্বকাপে কিন্তু 'নাম্বার ফোর'-এর লড়াইয়ে দীনেশ কার্তিক, বিজয় শঙ্কর, ঋষভ পন্থ, এমনকী মনীশ পাণ্ডে, শ্রেয়স আইয়ার-রাও রয়েছেন।

English summary
Ambati Rayudu has great statistics against the minor teams of cricket world. But his statistics decrease drastically versus the top teams. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X