For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইংল্যান্ডে ব্যর্থতা, পাকিস্তানের বিশ্বকাপ দলে আমির-ওয়াহাব-আসিফ

ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে হতাশাজনক প্রদর্শনের জেরে পাকিস্তানের বিশ্বকাপ দল থেকে বাদ পড়লেন পেসার জুনেইদ খান, ওপেনার আবিদ আলি ও অল-রাউন্ডার ফহিম আশরফ।

  • |
Google Oneindia Bengali News

ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে হতাশাজনক প্রদর্শনের জেরে পাকিস্তানের বিশ্বকাপ দল থেকে বাদ পড়লেন পেসার জুনেইদ খান, ওপেনার আবিদ আলি ও অল-রাউন্ডার ফহিম আশরফ। তাঁদের পরিবর্তে অভিজ্ঞ বাঁ-হাতি ফাস্ট বোলার মহম্মদ আমির, ওয়াহাব রিয়াজ এবং ব্যাটসম্যান আসিফ আলিকে বিশ্বকাপে খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের নির্বাচকরা।

ইংল্যান্ডে ব্যর্থতা, পাকিস্তানের বিশ্বকাপ দলে আমির-ওয়াহাব-আসিফ

উল্লেখ্য, বিশ্বকাপ শুরুর আগে ইংল্যান্ডে বিরুদ্ধে তাদেরই ঘরের মাঠে কড়া চ্যালেঞ্জ সামলাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। একটি মাত্র টি-টোয়েন্টি ম্যাচে প্রথম ইনিংসে ব্যাটসম্যানদের দাপটে পাকিস্তান ২০ ওভারে ১৭৩ রান তুললেও, বোলিং ব্যর্থতায় ম্যাচ জিতে যান ইয়ন মর্গ্যানরা। দুই দলের মধ্যে প্রথম একদিনের ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গেলেও দ্বিতীয় ওয়ান ডে-তে ফের কামাল দেখান পাকিস্তানের ব্যাটসম্যানরা। ইংল্যান্ডের পর্বত-প্রমাণ ৩৭৩ রান তাড়া করে ৩৬১ রান পর্যন্ত পৌঁছন তাঁরা। ১৩৮ রানের দুরন্ত ইনিংস খেলেন ফাখার জামান। তবু কোথাও যেন মনে হয়, বোলাররা কিছুটা ইকোনমিক হলে ওই ম্যাচ পাকিস্তানের দখলে থাকলেও থাকতে পারত।

পরের ওয়ান ডে-তে প্রথমে ব্যাট করে ইমাম-উল-হকের ১৫১ রানের ঝকঝকে ইনিংসের দৌলতে ইংল্যান্ডকে ৩৫৯ রানের লক্ষ্য দেয় পাকিস্তান। কিন্তু জুনেইদ খানদের বেহিসেবি বোলিংয়ে জনি বেয়ারস্টো, জেসন রয়রা ২৫ বল বাকি থাকতেই সেই লক্ষ্যে পৌঁছে যান। চতুর্থ একদিনের ম্যাচে পাক ব্যাটসম্যানরা ৩৪০ রান তুললেও বোলিং ব্যর্থতায় তাদের ভরাডুবি হয়। পঞ্চম ম্যাচে ইংল্যান্ডের ৩৫২ রান তাড়া করতে নেমে ২৯৭ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। ৫ ম্যাচের এই সিরিজ ইতিমধ্যেই ৪-০ ব্য়বধানে জিতে নিয়েছে ইংল্যান্ড।

এরপরেই সরফরাজ আহমেদের নেতৃত্বাধীন এই পাকিস্তান দলে কিছু পরিবর্তন করার সিদ্ধান্ত নেন নির্বাচকরা। মহম্মদ আমির যে ফের পাকিস্তানের বিশ্বকাপ দলে ফিরছেন, তা আগেই ঠিক ছিল। সেই তালিকায় এবার নতুন চমক আরো এক বাঁ-হাতি ফাস্ট বোলার ওয়াহাব রিয়াজ। ২০১৫-র বিশ্বকাপে ৩৩ বছরের ওয়াহাব ভালো বল করলেও, গত দুই বছর ধরে তিনি পাকিস্তানের জার্সিতে সীমিত ওভারের ম্যাচ খেলেন। তাই ক্রিকেট বিশ্ব ওয়াহাবের নির্বাচন নিয়ে অবাক হলেও, তাঁর উপর আস্থা রাখছে টিম ম্যানজমেন্ট ও পাক ক্রিকেট বোর্ড।

অন্যদিকে, ব্যাটিং অর্ডারে ছয় কিংবা সাত নম্বরে হার্ড হিটারকে রাখতে ব্যাটসম্যান আসিফ আলিকে পাকিস্তানের বিশ্বকাপ দলে রাখা হয়েছে।

পাকিস্তানের বিশ্বকাপের দল :

সারফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), ফকর জামান, ইমাম-উল-হক, বাবর আজম, শোয়েব মালিক, মহম্মদ হাফিজ, আসিফ আলি, শাদাব খান, ইমাদ ওয়াসিম, হরিস সোহেল, হাসান আলি, শাহিন আফ্রিদি, মহম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, মহম্মদ হাসনাইন।

English summary
Amir-Wahab-Asif included in Pakistan's World Cup squad after failure against England
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X