For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অস্ট্রেলিয়া বনাম ভারত, প্রথম টেস্ট: ইতিহাস গড়ার হাতছানি! অ্যাডিলেডে লেখা হবে প্রথম অধ্য়ায়

অ্যাডিলেডে অস্ট্রেলিয়া বনাম ভারত প্রথম টেস্টের প্রিভিউ ও সম্ভাব্য প্রথম একাদশ।
 

  • |
Google Oneindia Bengali News

ইতিহাস গড়ার হাতছানি বিরাট কোহলির ভারতের সামনে। এখনও অবধি অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জেতা হলেও সিরিজ জেতা হয়নি কোনও সফরকারী ভারতীয় দলেরই। বিরাটরা অস্ট্রেলিয়ায় পা রাখার বহু আগে থেকেই ক্রিকেট বিশেষজ্ঞরা কিন্তু আসন্ন সিরিজে বিরাট-বাহিনীকেই এগিয়ে রেখেছেন। আর সেই ইতিহাসের প্রথম অধ্যায় লেখা হতে পারে অ্যাডিলেড ওভালেই।

বলাই বাহুল্য অতীত পরিসংখ্য়ানে দুই দলের সম্মুখ সমরে অনেক এগিয়ে আছে অস্ট্রেলিয়া। বৃস্পতিবার থেকে শুরু হতে যাওয়া অ্যাডিলেড টেস্টের আগে পর্যন্ত দুই দল নিজেদের মধ্যে ৯৪টি টেস্ট খেলেছে। এরমধ্যে ভারত জিতেছে মাত্র ২৬বার। আর অস্ট্রেলিয়া ৪১ বার। ২৭টি টেস্ট ড্র হয়েছে।

একসঙ্গে ওয়াংখেড়ে স্টেডিয়ামে

একসঙ্গে ওয়াংখেড়ে স্টেডিয়ামে

কেকেআরের ম্যাচ দেখতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে একসঙ্গে শাহরুখ-দীপিকা।

অস্ট্রেলিয়ার ব্য়াটিং

অস্ট্রেলিয়ার ব্য়াটিং

ঘরের মাঠে ভারতের মুখোমুখি হওয়ার আগে সংযুক্ত আরব আমিরশাহিতে ২ টেস্টের সিরিজে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া। সেই সিরিজে ব্যাগি গ্রিন পক্ষে অনবদ্য খেলেছিলেন উসমান খোয়াজা ও অ্য়ারন ফিঞ্চ। সিরিজে দুজনের রান ছিল যথাক্রমে ২২৯ ও ১৮১। ভারতের বিরুদ্ধেও স্মিথ-ওয়ার্নারের অনুপস্থিতিতে স্কোরবোর্ডে বড় রান তোলার জন্য এই দুজনই অজিদের প্রদান ভরসা।

শন মার্শের কথাও মাথায় রাখতে হবে। অস্ট্রেলিয়ার মাটিতে ২০১-১৮ অ্যাসেজ সিরিজে কিন্তু সেরা রান সংগ্রহকারীদের একজন ছিলেন এই অভিজ্ঞ অজি ব্যাটসম্যান। আসন্ন সিরিজেও নিজের অভিজ্ঞতার ঝুলি থেকে কিছু বিশেষ ইনিংস বের করে আনতে পারেন তিনি।

তখন সুদিন

তখন সুদিন

ক্লান্ত শাহরুখের কাঁধে মাসাজ করে দিচ্ছেন দীপিকা।

অস্ট্রেলিয়ার বোলিং

অস্ট্রেলিয়ার বোলিং

স্মিথ-ওয়ার্নার নেই - এই বিষয়টি আসন্ন সিরিজে এত বেশি করে প্রচাীরের আলোয় রয়েছে, যে অনেক সময় মাথাতেই রাখা হচ্ছে না অস্ট্রেলিয়ার বিশ্বখ্যাত জোরে বোলিং ইইউনিটের শক্তি কিন্তু বিন্দুমাত্র কমেনি। প্য়াট কামিন্স ও মিচেল স্টার্কের জুটি যে কোনও ব্যাটিং লাইনআপের কাছে বিভীষিকা হয়ে উঠতে পারেন। এঁদের সঙ্গে আবার থাকছেন জশ হ্য়াজেলউড। এই তিন জনকে ভারতীয় ব্য়াটসম্যানরা কতটা সামলাতে পারেন, তার উপর শুধু অ্যাডিলেড টেস্ট নয়, নির্ভর করছে গোটা সিরিজের ভবিষ্যতই।

ফারহার সঙ্গে দুজনে

ফারহার সঙ্গে দুজনে

সিনেমার শ্যুটিংয়ের ফাঁকে পরিচালক ফারহা খানের সঙ্গে দুজনে।

অস্ট্রেলিয়ার সম্ভাব্য প্রথম একাদশ

অস্ট্রেলিয়ার সম্ভাব্য প্রথম একাদশ

উসমান খোয়াজা, অ্যারন ফিঞ্চ, শন মার্শ, মিচেল মার্শ, ট্রাভিস হেড, পিটার হ্যান্ডসকম্ব, টিম পেইন (অধিনায়ক ও উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, নাথান লিয়ন, জশ হ্যাজেলউড, প্যাট কামিন্স।

চেন্নাই এক্সপ্রেস

চেন্নাই এক্সপ্রেস

চেন্নাই এক্সপ্রেস ছবির শ্যুটিংয়ের ফাঁকে শাহরুখ-দীপিকা।

ভারতের ব্যাটিং

ভারতের ব্যাটিং

পৃথ্বী শ চোট পেয়ে ছিটকে গিয়েছেন। অনুশীলন ম্য়াচের পারফরম্যান্স বিচার করলে মুরলি বিজয় একপ্রকার ওপেনার হিসাবে দলে নিশ্চিত। কিন্তু দ্বিতীয় ওপেনার হিসাবে লোকেশ রাহুল না রোহিত শর্মা - কাকে খেলাবেন বিরাট তা নিয়ে এখনও কিছুটা অনিশ্চয়তা রয়েছে। বিরাট কোহলি আরও একবার অস্ট্রেলিয়ার মাটিতে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের পুরনরাবৃত্তি ঘা, এটাই প্রত্যাশা করা হচ্ছে। তবে ইংল্যান্ডের মাটিতে শেষ টেস্টে শতরান করা উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থ অস্ট্রেলিয়ায় ভারতীয় ব্যাটিং লাইনআপে দুর্দান্ত চমক হতে পারেন।

পার্টির ফাঁকে

পার্টির ফাঁকে

একটি লেট নাইট পার্টিতে একসঙ্গে শাহরুখ-দীপিকা পাড়ুকোন।

ভারতের বোলিং

ভারতের বোলিং

এই প্রথম একটি দুর্দান্ত জোরে বোলিং ইউনিট নিয়ে অস্ট্রেলিয়ায় এসেছে ভারত। যাদের জন্যই ভারতকে পেসের কড়াইতে ফেলার আগে দুইবার ভাবতে হচ্ছে অজিদের। কারণ পেস সহায়ক পিচ হলে মহম্মদ শামি, ভূবনেশ্বর কুমারদের সৌজন্যে তা তাদের পক্ষে আত্মঘাতি হয়ে যেতে পারে। লাল বলের ক্রিকেটে এই দুজনের দাপট এর আগে বেশ কয়েকটি সিরিজে দেখা গিয়েছে। এঁদের সঙ্গে থাকছেন নিখুঁত বুমরা। এছাড়া স্পিনার অশ্বিনেরও অস্ট্রেলিয়ার মাটিতে খেলার অভিজ্ঞতা থাকায়, তিনিও বলে প্রয়োজনীয় অদল-বদল ঘটিয়ে নিয়েছেন বলে শোনা যাচ্ছে।

খুনসুটিতে ব্যস্ত

খুনসুটিতে ব্যস্ত

শাহরুখ-দীপিকা দুজনেই মজার মানুষ। একটি প্রমোশনের কাজের ফাঁকে বলিউড বাদশার সঙ্গে খুনসুটি দীপিকার।

ভারতের সম্ভাব্য প্রথম একাদশ

ভারতের সম্ভাব্য প্রথম একাদশ

লোকেশ রাহুল, মুরলি বিজয়, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, হনুমা বিহারী, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), আর অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি, জসপ্রিত বুমরা।

হাত ধরে একসঙ্গে

হাত ধরে একসঙ্গে

একটি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে একসঙ্গে শাহরুখ-দীপিকা।

হ্যাপি নিউ ইয়ার

হ্যাপি নিউ ইয়ার

হ্যাপি নিউ ইয়ারের অভিনেতাদের সঙ্গে শাহরুখ-দীপিকা।

অ্যাওয়ার্ড অনুষ্ঠানে

অ্যাওয়ার্ড অনুষ্ঠানে

একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ক্যাটরিনা ও দীপিকার সঙ্গে একমঞ্চে শাহরুখ।

ছবির প্রমোশনে একসঙ্গে

ছবির প্রমোশনে একসঙ্গে

চেন্নাই এক্সপ্রেস সিনেমার প্রমোশনে একসঙ্গে হুল্লোড় শাহরুখ-দীপিকার।

নাচের তালে

নাচের তালে

'বিল্লু বার্বর' সিনেমায় বিশেষ গানের দৃশ্যে শাহরুখ ও দীপিকা।

English summary
Preview and predicted playing XI of the first test between Australia vs India in Adelaide.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X