For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মেলবোর্নে প্রাণবন্ত পিচের আশা করছেন কোহলি! ম্যাচের আগের দিন আর কী বললেন ভারত অধিনায়ক

বুধবার (২৬ ডিসেম্বর) থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরু হতে চলা তৃতীয় টেস্টের আগে ভারত অধিনায়ক বিরাট কোহলি মেলবোর্নে একটি প্রাণবন্ত পিচ হবে বলে আশা করছেন।
 

  • |
Google Oneindia Bengali News

ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে ক্রিকেট-আলোচনার একটা বড় অংশ দখল করছে পিচ। পার্থ টেস্টের পিচকে আইসিসি 'গড়পড়তা' বলার পর তা নিয়ে মতামত প্রকাশ করেছেন দুই দেশেরই প্রাক্তন ক্রিকেটাররা। এরপর, মেলবোর্নে বক্সিং ডে টেস্টের আগেও আলোচনার সিংহভাগ জুড়ে রয়েছে এই টেস্ট কেন্দ্রের পিচ।

২০১৪ সালে শেষবার অস্ট্রেলিয়া-ভারত টেস্টে পিচ ছিল একেবারে পাটা। দুই দলই প্রচুর রান পেয়েছিল। ম্য়াচ ছিল অমিমাংসিত। ২০১৭ সালে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড টেস্টের কাহিনীও ছিল একরকম। এরপর সমালোচনার মুখে পড়ে নতুন করে গড়ে তোলা হয়েছে এখানকার পিচ।

ম্যাচের আগের দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারত অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছেন, এবারের পিচে অনেক বেশি ঘাস আছে। তাই তিনি আশা করছেন পিচ প্রাণবন্তই হবে। সিরিজ ১-১ থাকা অবস্থায় অস্ট্রেলিয়ার মোকাবিলা করতে নামার আগে আর কী কী বললেন তিনি দেখে নেওয়া যাক একনজরে।

এমসিজির পিচ প্রসঙ্গে

এমসিজির পিচ প্রসঙ্গে

কোহলি জানিয়েছেন, তিনি সোমবার (২৪ ডিসেম্বর) পিচ দেখেছেন। গত সফরের পিচের থেকে বেশি ঘাস আছে। তবে তার নিচের মাটি বেশ শুকনো। তবে ঘাস থাকাতেই পিচ খুব একটা ভাঙবে না বলেই আশা করছেন তিনি। তাঁর ধারণা ম্যাচের পাঁচদিনই বোলাররা উইকেট থেকে সাহায্য পাবেন। প্রথম দুই টেস্টে যেরকম ফলাফল হয়েছে, বক্সিং ডে টেস্টও কোনও এক দলের জয় বা হারেই শেষ হবে বলে আশা তাঁর।

ভারতের ব্যাটিং

ভারতের ব্যাটিং

কোহলির মতে তাঁরা ব্যাটিং ইউনিট হিসেবে ভালই খেলেছেন, কিন্তু এখনও পর্যন্ত স্কোরবোর্ডে যথেষ্ট রান তুলতে পারেননি। তিনি সাফ জানিয়েছেন এমন স্কোর হাতে থাকলে এর থেকে বেশি কিছু করতে পারবেন না বোলাররা। কাজেই প্রথমে ব্য়াট করলে এমন রান করতে হবে যাতে বোলাররা দলকে একটা শক্তিশালী জায়গায় পৌঁছে দিতে পারেন। আর পরে ব্য়াট করলে দলকে লিড নিতে হবে, অথবা অন্তত অজিদের প্রথম ইনিংসের রানের খুব কাছাকাছি পৌঁছতে হবে। কাজেই ব্যাটসম্য়ানদের আরও ভাল খেলতেই হবে।

কঠিন পরিস্থিতিতে তাঁর ব্য়াটিং

কঠিন পরিস্থিতিতে তাঁর ব্য়াটিং

বিরাট জানিয়েছেন কঠিন পরিস্থিতিতেও তাঁর সাবলীল ব্যাট করে যাওয়ার পিছনে কোনও গুপ্ত বিদ্যা নেই। মানসিকভাবে ইতিবাচক থাকার চেষ্টা করেন তিনি। ত কঠিনই পরিস্থিতি হোক না কেন, মনকে অচঞ্চল রাখেন। তিনি জানান গতি বাউন্স দেখে মনে ভয় চলে এলে ব্যর্থতাও আসবেই। তবে এই মানসিক কাঠিন্য একদিনে আসা সম্ভব নয়, দীর্ঘ নিয়মিত অনুশীলনে তা তিনি রপ্ত করেছেন।

পরের দুই টেস্টে দলের মানসিকতা

পরের দুই টেস্টে দলের মানসিকতা

ভারত অধিনায়ক জানিয়েছেন, পরের দুই টেস্টে তাঁরা আগে কি হয়েছে ভুলে বর্তমানে থাকতে চান। তিনি জানিয়েছেন প্রতিটা সেশন, প্রতিটা ওভার, প্রতিটা বলে তাঁরা সজাগ থাকবেন। প্রতি মুহূর্তে ভাল ক্রিকেট খেলার চেষ্টা চালিয়ে যাবেন। ধারাবাহিকতা বজায় রাখাতেই দলের ফোকাস থাকবে।

English summary
Indian captain Virat Kohli hopes for a lively Melbourne pitch ahead of the 3rd test against Australia starting here on Wednesday (Dec 26). 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X