For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিডনি টেস্টে বাদ ইশান্ত শর্মা! দলে থাকলেও অশ্বিনের খেলা নিয়ে সংশয়, ফিরলেন রাহুল-উমেশ

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি-তে চতুর্থ টেস্টের আগে শেষ মুহূর্তে ফিটনেস পরীক্ষা নেওয়া হবে আর অশ্বিনের। ভারতের ১৩ সদস্যের দল থেকে বাদ পড়েছেন ইশান্ত শর্মা।

  • |
Google Oneindia Bengali News

সিডনি টেস্টে ভারতীয় দল থেকে বাদ পড়লেন জোরে বোলার ইশান্ত শর্মা। সংশয় রইল আর অশ্বিনের খেলা নিয়েও। জানা গিয়েছে ম্য়াচের আগে তাঁর ফিটনেস পরীক্ষা নেওয়া হবে। রোহিত শর্মার জায়গায় দলে ফিরলেন প্রথম দুই টেস্টে ব্যর্থ ওপেনার কেএল রাহুলও। আর জাদেজার সঙ্গে ভারতের সিডনি টেস্টের ১৩ জনের দলে রয়েছেন কূলদীপ যাদবও।

সিডনি টেস্টে বাদ ইশান্ত শর্মা! দলে থাকলেও অশ্বিনের খেলা নিয়ে সংশয়, ফিরলেন রাহুল-উমেশ

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে সিডনি টেস্ট। তার আগের দিন ভারত এই টেস্টে তাদের ১৩ সদস্যের দল ঘোষণা করল। সবচেয়ে বড় চমক চতুর্খথ টেস্ট থেকে ইশান্ত শর্মার বাদ পড়া। এখনও পর্যন্ত অস্ট্রেলিয়া সফরে ভালই ল করেছএন ইশান্ত। শামি-বুমরার মতো সফল না হলেও ৩ টেস্টে তিনি ১১ উইকেট শিকার করেছেন। কিন্তু চতুর্থ টেস্টে তাঁর বদলে দলে নেওয়া হয়েছে উমেশ যাদবকে। পার্থ টেস্টে কিন্তু উমেশ মাত্র ১টি উইকেট পেয়েছিলেন।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">India name 13-man squad for SCG Test: Virat Kohli (C), A Rahane (VC), KL Rahul, Mayank Agarwal, C Pujara, H Vihari, R Pant, R Jadeja, K Yadav, R Ashwin, M Shami, Jasprit Bumrah, Umesh Yadav <br><br>A decision on R Ashwin's availability will be taken on the morning of the Test <a href="https://twitter.com/hashtag/AUSvIND?src=hash&ref_src=twsrc%5Etfw">#AUSvIND</a> <a href="https://t.co/4Lji2FExU8">pic.twitter.com/4Lji2FExU8</a></p>— BCCI (@BCCI) <a href="https://twitter.com/BCCI/status/1080299986443657218?ref_src=twsrc%5Etfw">January 2, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

মেলবোর্নে সিরিজে ২-১-এর লিড নেওয়ার পর শেষ টেস্টে বিরাট দল অপরিবর্তিত রাখবেন, এমনটাই আশা করা হয়েছিল। কিন্তু স্ত্রী রীতিকা কন্যা সন্তানের জন্ম দেওয়ায় দেশে ফিরে গিয়েছেন রোহিত শর্মা। তাই বাধ্যতামূলকভাবেই দলে একটি পরিবর্তন অন্তত করতেই হত। রোহিতের জায়গায় ভারতের প্রাথমিক ১৩ জনের দলে ফেরানো হয়েছে ব্যর্থ ওপেনার কেএল রাহুলকে।

তবে ১৩ জনের দলে থাকলেও সংশয় রয়েছে সিডনিতে আর অশ্বিনের খেলা নিয়ে। অ্যাডিলেজড টেস্টের পর কুঁচকির চোটের জন্য পার্থ ও মেলবোর্নে খেলতে পারেননি এই ভারতীয় অফস্পিনার। জানা গিয়েছে তিনি এখনও পুরোপুরি সুস্থ নন। প্রথমে অধিনায়ক বিরাট সিডনিতেও অশ্বিনকে পাওযা যাবে না, বলেই জানিয়েছিলেন। পরে অবশ্য তাঁকে ১৩ জনের দলে রাখা হয়। ঠিক হয়েছে ম্য়াচ শুরুর আগে আরও একবার ফিটনেস টেস্ট নিয়ে ঠিক করা হবে তাঁর ভাগ্য।

বিরাট কোহলি বলেন অশ্বিনের চোট তাঁল নিজের ও দলের জন্য অত্যন্ত হতাশাজনক। তবে পার্টটাইম স্পিনার হিসেবে হনুমা বিহারী ভাল ল করছেন বলেও জানান তিনি। সিডনিতে সাধারণত পিচ থেকে স্পিনাররা সাহায্য পান। সেই কথা মাথায় রেখেই সম্ভবত ১৩ জনের দলে জাদেজার সঙ্গে রাখা হয়েছে কূলদীপ যাদবকেও। শেষ পর্যন্ত সিডনিতে তাঁকে ও কেএল রাহুলকে খেলানো হয় কিনা সেটাই এখন দেখার।

সিডনি টেস্টের ভারতের ১৩ সদস্যের দল - হনুমা বিহারী, মায়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, ঋশভ পন্থ (উইকেটরক্ষক), কেএল রাহুল, আর অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরা, মহম্মদ শামি ও উমেশ যাদব।

English summary
R Ashwin has to face a late fitness test before the fourth Test against Australia in Sydney. Ishant Sharma has been dropped from the 13-man squad of India.&#13;
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X