For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অস্ট্রেলিয়ার ওডিআই স্কোয়াড - ৯ বছর পর পুরনো মুখকে ফিরিয়ে চমক! ক্ষুব্ধ ওয়ার্ন বাছলেন নিজের দল

ভারতের বিরুদ্ধে আসন্ন ওডিআই সিরিজের জন্য দল ঘোষণা করল অস্ট্রেলিয়া। পিটার সিডল, উসমান খোয়াজা এবং নাথান লিয়নের প্রত্যাবর্তন ঘটল। 
 

Google Oneindia Bengali News

অস্ট্রেলিয়া বনাম ভারত টেস্ট সিরিজ একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। আগামী ১২ জানুয়ারি থেকে শুরু হয়ে যাবে একদিনের সিরিজ। সিডনিতে চতুর্থ তথা সিরিজের শেষ টেস্টের দ্বিতীয় দিনের শেষে আসন্ন ওডিআই সিরিজের ১৪ সদস্যের দল জানাল অস্ট্রেলিয়া। যাকে হাস্যকর বলে একহাত নিয়েছেন প্রাক্তন স্পিনার শেন ওয়ার্ন।

অস্ট্রেলিয়ার ওডিআই দলে প্রত্যাবর্তন তিন পুরনো মুখের

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচ খেলেছিল অস্ট্রেলিয়া। নভেম্বর মাসে ঘরের মাঠে ৩ ম্যাচের সেই সিরিজে ২-১ ফলে পরাজিত হয় অজিরা। সেই সিরিজের দলে তিনটি পরিবর্তন করা হয়েছে।

২০১০ সালের পর দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার পিটার সিডল। উসমান খোয়াজাও প্রায় ২ বছর পর ফিরেছেন একদিনের দলে। এছাড়া দলে প্রত্যাবর্তন হচ্ছে টেস্ট সিরিজে দুরন্ত ফর্মে থাকা স্পিনার নাথান লিয়নেরও। সাম্প্রতিক খারাপ ফর্মের জন্য বাদ পড়েছেন, অ্যাস্টন অ্যাগার, ট্রাভিস হেড, ক্রিস লিন ও ডার্সি শর্ট।

এছাড়া দলে কোনও বড় চমক নেই। মিচেল মার্শ ও উইকেটরক্ষক অ্যালেক্স কেরি থাকছেন দুই সহ-অধিনায়ক হিসেবে। টেস্ট দলের স্টার্ক , হ্যাজেলউড ও কামিন্স তিন পেসারকেই বিশ্রাম দেওয়া হয়েছে শ্রীলঙ্কার টেস্ট সিরিজের কথা ভেবে।

অস্ট্রেলিয়ার ১৪ সদস্যের ওডিআই দল - অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), উসমান খোয়াজা, শন মার্শ, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, মিচেল মার্শ, অ্যালেক্স কেরি (উইকেটক্ষক), ঝাই রিচার্ডসন, বিলি স্ট্যানলেক, জেসন বেহরেনডর্ফ, পিটার সিডল, নাথান লিয়ন, অ্যাডাম জাম্পা।

এদিকে অ্যাস্টন অ্যাগার, ডার্সি শর্ট-দের বাদ দেওযা ও পিটার সিডলদের মতো পুরনো মুখদের দলে নেওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কিংবদন্তি অজি লে স্পিনার শেন ওয়ার্ন। নির্বাচকদের একহাত নিয়ে তিনি বলেছেন এই 'হাস্যকর' দল নির্বাচন বন্ধ করা উচিত। শুধু তাই নয়, তিনি নিজের পছন্জের অস্ট্রেলিয় ওডিআই একাদশও বেছে দিয়েছেন।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Just saw the Aust ODI squad that was announced & was absolutely staggered at some of the players that were left out & some of the inclusions - they don’t make any sense whatsoever. I was asked by <a href="https://twitter.com/FoxCricket?ref_src=twsrc%5Etfw">@foxcricket</a> to give my team - so here it is ! Thoughts ? Agree ? <a href="https://t.co/4e6OMWWCWO">pic.twitter.com/4e6OMWWCWO</a></p>— Shane Warne (@ShaneWarne) <a href="https://twitter.com/ShaneWarne/status/1081018829373792256?ref_src=twsrc%5Etfw">January 4, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

English summary
Australia announced their squad for the upcoming ODI series against India. Peter Siddle, Usman Khawaja and Nathan Lyon have returned.&#13; &#13;
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X