For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বক্সিং ডে টেস্টে দারুণ জয়, সন্তুষ্ট নন ক্যাপ্টেন কোহলি! অধরা এখনও ইতিহাস

মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টেস্ট জয়ের মাধ্যমে বর্ডার-গাভাস্কার ট্রফি ধরে রাখার পরও বিরাট কোহলি জানিয়েছেন ভারতের কাজ এখনও শেষ হয়নি।
 

  • |
Google Oneindia Bengali News

বক্সিং ডে টেস্টে ১৩৭ রানে দারুণ জয় পেয়েছে ভারত। সিরিজে ২-১ ফলে এগিয়ে গিয়েছে। ফলে বর্ডার-গাভাস্কার ট্রফি ধরে রাখা নিশ্চিত হয়েছে বিরাট-বাহিনীর। কিন্তু তাতেও সন্তুষ্ট নন অধিনায়ক বিরাট কোহলি। তিনি মনে করিয়ে দিচ্ছেন সিডনিতে অপেক্ষা করে আছে ইতিহাস। জিতলে বা নিদেন পক্ষে ড্র করলেও প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতবে ভারত। তাই মেলবোর্নে জিতে উঠেই তিনি মনে করিযে দিচ্ছেন, কাজ এখনও বাকি আছে।

জিতেও সন্তুষ্ট নন ক্যাপ্টেন, সিডনিতে অপেক্ষায় ইতিহাস

বক্সিং ডে টেস্টের পর বিরাট জানান, 'আমরা এখানেই থামব না। এই জয় আমাদের সিডনিতে আরও ইতিবাচক ক্রিকেট খেলার আত্মবিশ্বাস জোগাবে। যে দুটি ম্যাচ আমরা জিতেছি, দুটি ম্যাচেই সব বিভাগে আমরা স্মার্ট ক্রিকেট খেলেছি। ট্রফি ধরে রাখা নিশ্চিত হয়েছে। কিন্তু আমাদের কাজ এখনও শেষ হয়নি।'

তিনি আরও জানিয়েছেন বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকা সফর থেকেই ভারতীয় দল সিরিজের সব ম্যাচ জিততে চেয়েছে। ফলাফল যাই হোক তাতে সেই মানসিকতায় পরিবর্তন আনতে চান না তিনি। তাঁর মতে জিতলেই প্রসন্ন হওয়ার কিছু নেই।

এই টেস্টে ৮৬ রান দিয়ে ৯ উইকেট নিয়েছেন জোরে বোলার জসপ্রিত বুমরা। তাঁকেই ম্যাচের সেরা ঘোষণা করা হয়েছে। তবে কোহলির মুখে শুধু বুমরা নয়, আরও একবার সামগ্রিক বোলিং উইনিটের প্রশংসা শোনা গিয়েছে। তিনি জানিয়েছেন, তাঁদের বোলিং আক্রমণে কেউ কাউকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করেন না। বরং দলের প্রয়োজন অনুযায়ী একে অপরকে সাহায্য় করে যায়। এরকম একটি বোলিং আক্রমণের অধিনায়ক হওয়ার জন্য তিনি গর্বিত বলে জানিয়েছেন ভারত অধিনায়ক।

English summary
Virat Kohli insisted the job was not done yet for India despite retaining the Border-Gavaskar Trophy by winning the third Test against Australia in Melbourne. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X