For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অস্ট্রেলিয়া বনাম ভারত, বক্সিং ডে টেস্ট: সমস্যায় জর্জরিত ভারত! ৪৮ ঘন্টা আগেও মিলছে না ধাঁধার উত্তর

মেলবোর্নে অস্ট্রেলিয়া বনাম ভারত তৃতীয় টেস্ট শুরু হতে মাত্র দুই দিন আগেও একগাদা সমস্যা জর্জরিত ভারত।

Google Oneindia Bengali News

অ্যাডিলেডে টেস্ট জয়ের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পার্থ টেস্টের ধরাশায়ী হয়েছে ভারত। সিরিজের ফল এখন ১-১। পার্থ-এর হারের অন্যতম কারণ হিসাবে বলা হয়েছিল প্রথম একাদশ বাছাইয়ে ভুল। মেলবোর্নে কোথায় সিরিজে প্রত্যাবর্তনের কথা ভাববে ভারত, কিন্তু তৃতীয় টেস্ট শুরুর দুদিন আগেও বেশ কিছু সমস্যায় জর্জরিত ভারতীয় দল।

অস্ট্রেলিয়ায় এই মুহূর্তে ভারতের ১৯ জনের স্কোয়াড রয়েছে। কিন্তু তার থেকে প্রথম একাদশ বেছে নিতে সমস্যায় পড়েছে টিম ম্যানেজমেন্ট। রবীন্দ্র জাদেজা যদি ফিট সার্টিফিকেট পেয়েও যান, তার পরেও একাধিক ক্রিকেটার রয়েছেন চোট-আঘাতের কবলে। কারোর রিহ্যাবিলিটেশন এখনও চলছে, আবার কেউ কেউ অস্ট্রেলিয়ার মাটিতে একেবারে নতুন। ভারতের সামনে পার্থ টেস্টের আগে হঠাত করেই বেশ কিছু উত্তরহীন প্রশ্ন এসে হাজির হয়েছে।

রবীন্দ্র জাদেজা

রবীন্দ্র জাদেজা

রবিবারই ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রী স্বীকার করেছেন ভারত থেকে চোট নিয়েই এসেছিলেন জাদেজা। ৭০-৮০ শতাংশ ফিট থাকায় তাঁকে ইনজেকশনও দেওয়া হয়। কিন্তু সাস্ত্রী আরও জানান, মেলবোর্নে ৮০ শতাংশ ফিট থাকলেও এই অরাউন্ডারকে খেবানো হবে। সম্পূর্ণ ফিট না থাকা ক্রিকেটারকে খেলালে কি ফল হতে পারে তা ইংল্যান্ডে অশ্বিনকে দেখে বোঝা গিয়েছিল। এখন আবারও সেরকম ঝুঁকি নেবে কিনা ভারতকে সেই সিদ্ধান্ত নিতে হবে।

আর অশ্বিন

আর অশ্বিন

কুঁচকির পেশিতে চোটের জন্য পার্থ টেস্টে খেলেননি অশ্বিন। তারপর থেকে তাঁর ফিটনেস নিয়ে কোনও আপডেটও দেওয়া হয়নি। জানা গিয়েছে তিনি নেটে কিছু বল করেছেন, এবং থ্রোডাউন নিয়েছেন। কিন্তু তিনি মেলবোর্ন টেস্ট খেলার মতো অবস্থায় পৌঁছেছেন কিনা সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়।

রোহিত শর্মা

রোহিত শর্মা

পিঠের ব্যথার দজন্য পার্থ টেস্টে খেলননি রোহিতও। অশ্বিনের মতোই তাঁরও ফিটনেস নিয়ে কোনও আপ়েট আসেনি এখনও। শাস্ত্রীর কথায় ইঙ্গিত মিলেছে এই মুম্বইকর এখন অনেকটাই সুস্থ। কিন্তু তিনি মেলবোর্নে খেলবেন কিনা, খেললে মিডল অর্ডারে না ওপেনে এই সব প্রশ্নগুলি এখনও উত্তরহীন।

হার্দিক পাণ্ডিয়া

হার্দিক পাণ্ডিয়া

এশিয়া কাপের সময় চোট পেয়ে ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন হার্দিক পাণ্ডিয়া। তারপর একটি দীর্ঘ রিহ্যাবিলিটেশনের মধ্য দিয়ে গিয়েছেন তিনি। তারপর থেকে তিনি শুধু বরোদার হয়ে মুম্বইয়ের বিরুদ্ধে একটি রঞ্জি ম্য়াচ খেলেছেন। পাণ্ডিয়াকে খেলালে ভারত ৫ বোলারে খেলার সুযোগ পাবে। তাই তাঁকে খেলাতে মুখিয়ে থাকবে ম্য়ানেজমেন্ট। কিন্তু, এই কঠিন টেস্টের ধধকল নেওয়ার জন্য পাণ্ডিয়া কি তৈরি? এর উত্তর নিয়ে এখনও ধন্দে ভারত।

মায়াঙ্ক আগরওয়াল

মায়াঙ্ক আগরওয়াল

সিরিজ শুরুর আগেই পৃথ্বীর চোটে ওপেনার নিয়ে সমস্যায় পড়েছিল ভারত। দুই টেস্ট হয়ে যাওয়ার পর সেই সমস্যা আরোই বেড়েছে। ভারতের দুই ওপেনার রাহুল ও বিজয় ৪ ইনিংসে করেছেন যথাক্রমে ৪৮ ও ৪৪ রান। এই অবস্থায় বক্সিং ডে টেস্টের আগে দেশ থেকে উড়িয়ে আনা হয়েছে তরুণ ওপেনার মায়াঙ্ক আগরওয়ালকে। সিরিজ যেখানে ১-১ অবস্থায় রয়েছে সেখানে মেলবোর্নে এই তরুণের টেস্ট অভিষেক ঘটানোটা একটা কঠিন পদক্ষেপ হতে পারে। শেষ পর্।যন্ত তা নেওয়া হবে, নাকি রাহুল-বিজয় জুটিই আরেকটি সুযোগ পাবেন ৪৮ ঘন্টার মধ্যেই কিন্তু তা ঠিক করে ফেলতে হবে কোহলি-শাস্ত্রীকে।

English summary
Australia vs India third Test at Melbourne is just two days away and India now looks a unit riddled with problems aplenty.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X