For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঠিক কী কারণে অস্ট্রেলিয় সংস্থার বিরুদ্ধে মামলা করেও পিছিয়ে এলেন সচিন তেন্ডুলকর!

ঠিক কী কারণে অস্ট্রেলিয় সংস্থার বিরুদ্ধে মামলা করেও পিছিয়ে এলেন সচিন তেন্ডুলকর!

  • |
Google Oneindia Bengali News

অস্ট্রেলিয় ব্যাট প্রস্তুতকারী সংস্থা স্পার্টানের বিরুদ্ধে মামলা করেও তা প্রত্যাহার করে নিলেন সচিন তেন্ডুলকর। ঠিক কী কারণে ওই সংস্থার বিরুদ্ধে এতবড় পদক্ষেপ করেও পিছিয়ে এলেন মাস্টার, এর পিছনে রয়েছে কোন কাহিনী, তা দেখে নেওয়া যাক।

২০১৬ সালে চুক্তি

২০১৬ সালে চুক্তি

২০১৬ সালে অস্ট্রেলিয়ার ব্যাট প্রস্তুতকারী সংস্থার সঙ্গে সচিন তেন্ডুলকরের এক চুক্তি হয়েছিল। সে অনুযায়ী ওই সংস্থা মাস্টার ব্লাস্টারের ছবি ও নাম নিজেদের সব সরঞ্জামে ব্যবহার করতে শুরু করেছিল। সংস্থার বিভিন্ন অনুষ্ঠানে প্রচারক হিসেবে উপস্থিত হতে শুরু করেছিলেন সচিনও।

চুক্তি বাতিল

চুক্তি বাতিল

সচিন তেন্ডুলকরের ছবি ও নাম ব্যবহার করে অস্ট্রেলিয় ব্যাট প্রস্তুতকারী সংস্থা স্পার্টানের তৈরি সরঞ্জামের বিক্রি বাড়লেও, চুক্তি অনুযায়ী টাকা পাচ্ছিলেন না মাস্টার ব্লাস্টার। বকেয়া বেড়ে যাওয়ায় অজি সংস্থার কাছে তা মিটিয়ে দেওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন সচিন। কোনও জবাব না পেয়ে ২০১৮ সালে স্পার্টানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন লিটল মাস্টার। বাতিল করে দেন চুক্তি।

স্পার্টানের বিরুদ্ধে মামলা

স্পার্টানের বিরুদ্ধে মামলা

অভিযোগ, চুক্তি বাতিল হওয়ার পরেও সচিন তেন্ডুলকরের অনুমতি ছাড়াই তাঁর ছবি ও নাম নিজেদের সরঞ্জামে ব্যবহার করতে থাকে স্পার্টান। তা জানার পরেই সিডনির এক আদালতে ওই অজি সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের করেন মাস্টার। তা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়।

ক্ষমা চাইল সংস্থা

ক্ষমা চাইল সংস্থা

পরিস্থিতির গুরুত্ব বুঝে শেষমেশ সচিন তেন্ডুলকরের কাছে ক্ষমাই চেয়ে নিল অস্ট্রেলিয় ব্যাট প্রস্তুতকারী সংস্থা স্পার্টান। এক বিবৃতি জারি করে জানিয়ে দিল, নিজেদের কোনও সরঞ্জামে তারা আর সচিনের ছবি ও নাম ব্যবহার করবে না। পাশাপাশি মাস্টার ব্লাস্টার তাদের আয়োজিত সব অনুষ্ঠানে প্রচারক হিসেবে হাজির হয়েছেন বলেও স্বীকার করে নিয়েছে স্পার্টান। এরপর ওই অস্ট্রেলিয় সংস্থার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে নিয়েছেন সচিন তেন্ডুলকর।

আইপিএলের ইতিহাসে ৫টি উল্লেখযোগ্য ঘটনার দিকে নজর ফেরানো যাকআইপিএলের ইতিহাসে ৫টি উল্লেখযোগ্য ঘটনার দিকে নজর ফেরানো যাক

English summary
Australian bat manufacturing company apologises to Sachin Tendulkar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X