For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নেই শাকিব, ভারত সফরে বাংলাদেশের অধিনায়ক মহম্মদুল্লা ও মোমিলুল হক

দুর্নীতির দায়ে আইসিসি শাকিব আল হাসানকে নির্বাসনে পাঠানোর পর ভারত সফরের জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে নতুন করে সাজাল বিসিবি। শাকিবের পরিবর্তে টি-টোয়েন্টি ও টেস্টে দলের অধিনায়ক যথাক্রমে মহম্মদুল্লা ও মোমিন

  • |
Google Oneindia Bengali News

দুর্নীতির দায়ে আইসিসি শাকিব আল হাসানকে নির্বাসনে পাঠানোর পর ভারত সফরের জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে নতুন করে সাজাল বিসিবি। শাকিবের পরিবর্তে টি-টোয়েন্টি ও টেস্টে দলের অধিনায়ক যথাক্রমে মহম্মদুল্লা ও মোমিনুল হককে বাছা হয়েছে।

নেই শাকিব, ভারত সফরে বাংলাদেশের অধিনায়ক মহম্মদুল্লা ও মোমিলুল হক

উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট দলের নিয়মিত অধিনায়ক শাকিব আল হাসানকে দুর্নীতির দায়ে দুই বছরের জন্য নির্বাসনে পাঠায় আইসিসি। নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ মেনে নেওয়ায় শাকিবের শাস্তি এক বছর কমিয়েও দেয় বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা। এর অর্থ, ২০২০ সালের ২৯ অক্টোবর থেকে ফের আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারবেন বাংলাদেশের অধিনায়ক।

অভিযোগ, বছর দুই আগে শাকিব আল হাসানের কাছে এক বুকির তরফে ২০১৮ সালে ম্যাচ ফিক্সিংয়ের জন্য তিনবার প্রস্তাব আসে। সবকটি প্রস্তাব নাকি খারিজ করে দেন শাকিব। কিন্তু সেই ঘটনা তিনি আইসিসি-র কাছ থেকে লুকিয়ে যান বলে অভিযোগ। এমনকী তাঁকে ম্যাচ ফিক্সিং-র প্রস্তাব দেওয়া বুকির নামও চেপে যাওয়ার অভিযোগ ওঠে শাকিবের বিরুদ্ধে।

৩ নভেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে (ফিরোজ শাহ কোটলা) ভারতের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। তার আগে আন্দোলনের পর ক্রিকেটারদের ১১ দফা দাবির কিছুটা অংশ বাংলাদেশ ক্রিকেট বোর্ড মেনে নেওয়ার পরেও ব্যক্তিগত কারণে ভারত সফর থেকে নিজেকে সরিয়ে নেন অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম ইকবাল। এরই মধ্যে শাকিব আল হাসানের ছিটকে যাওয়াও বিসিবি-র কাছে বড় ধাক্কা বলা যেতে পারে। ভারতের বিরুদ্ধে সিরিজ শুরুর মুখে পরিস্থিতি মোকাবিলায় তড়িঘড়ি নতুন দল ঘোষণা করে সে দেশের ক্রিকেট বোর্ড।

বাংলাদেশের টি-টোয়েন্টি দল

মহম্মদুল্লা রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, মহম্মদ নইম, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, আমিনুল ইসলাম, আরাফত সানি, আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান, শাইফুল ইসলাম, মহম্মদ মিঠুন, তাইজুল ইসলাম ও আবু হায়দার।

বাংলাদেশের টেস্ট দল

মোমিনুল হক (অধিনায়ক), শাদমান ইসলাম, ইমরুল কায়েস, সইফ হাসান, লিটন দাস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মহম্মদুল্লা রিয়াদ, মহম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, মেহিদি হাসান, তাইজুল ইসলাম, নইম হাসান, মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন, আবু জায়েদ, এবাদত হোসেন।

English summary
Bangladesh announce revised t20 and test squad for India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X