For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের বৃষ্টি বিশ্বকাপে, ব্রিস্টলে পরিত্যক্ত বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ

ফের বৃষ্টি বিশ্বকাপে, ব্রিস্টলে পরিত্যক্ত বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ।

  • |
Google Oneindia Bengali News

ইংল্যান্ড বিশ্বকাপের অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে বৃষ্টি। লাগাতার বৃষ্টির জেরে শ্রীলঙ্কা-পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের পর ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ডে বাংলাদেশ-শ্রীলঙ্কার গুরুত্বপূর্ণ ম্যাচও পরিত্যক্ত করে দেওয়া হয়েছে। দুই দলকেই এক পয়েন্ট ভাগাভাগি করে দেওয়া হয়েছে। সোম ও মঙ্গল, পরপর দুদিন বৃষ্টির জেরে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় হতাশ হয়েছেন ক্রিকেট প্রেমীরা।

ফের বৃষ্টি বিশ্বকাপে, ব্রিস্টলে পরিত্যক্ত বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ

উল্লেখ্য এই মাঠেই বৃষ্টির জন্য পাকিস্তানের বিরুদ্ধে শ্রীলঙ্কার বিশ্বকাপের ম্যাচ বাতিল হয়ে গিয়েছিল। এমন আবহাওয়ায় ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ডে নির্ধারিত টুর্নামেন্টের বাকি ম্যাচগুলিই বা কীভাবে অনুষ্ঠিত হবে, তা নিয়ে চিন্তায় পড়েছে আইসিসি। সেক্ষেত্রে ক্রিকেট প্রেমীদের তরফে ভেন্যু পরিবর্তনের দাবি উঠেছে। প্যাকড স্কেডিউলে তা সম্ভব নয় বলেই আইসিসির তরফে জানানো হয়েছে।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ হারার পর আফগানিস্তানের বিরুদ্ধে কষ্টার্জিত জয় পায় শ্রীলঙ্কা। এরপর পাকিস্তানের বিরুদ্ধে এই মাঠেই পয়েন্ট ভাগাভাগি হওয়ার পর মঙ্গলবার বাংলাদেশের মুখোমুখি হয়েছিল দিমুথ করুণারত্নের দল। বিশ্বকাপে ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকার মতো দলকে হারানো মাশরাফি মোর্তোজা একাদশের সঙ্গে দ্বীপরাষ্ট্রের দলের লড়াই হাড্ডিহাড্ডি হবে বলেই আশা করেছিলেন ক্রিকেট প্রেমীরা। সেই মতো দুপুর থেকেই টিভির পর্দায় চোখ ছিল সবার। কিন্তু সব আশায় জল ঢেলে দেন বর্ষাসুর।

মঙ্গলবারের ম্যাচ পরিত্যক্ত হওয়ায় বিশ্বকাপে চার ম্যাচে চার পয়েন্ট হল শ্রীলঙ্কার। অন্যদিকে, একই সংখ্যক ম্যাচ খেলে তিন পয়েন্ট নিয়েই খুশি থাকতে হচ্ছে বাংলাদেশকে।

English summary
Bangladesh-Sri Lanka World Cup match abandoned due to rain at Bristol.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X