For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওপেন করতে চেয়ে দলের কাছে একসময় অনুরোধ করেছিলেন সচিন

ভারতীয় ক্রিকেটে ওপেনিং নিয়ে এখন জোড় আলোচনা। সামনেই ২ অক্টোবর থেকে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে ওপেন করবেন রোহিত শর্মা। আর রোহিতের ওপেনিং নিয়ে চর্চায় ক্রিকেট মহল।
 

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় ক্রিকেটে ওপেনিং নিয়ে এখন জোড় আলোচনা। সামনেই ২ অক্টোবর থেকে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে ওপেন করবেন রোহিত শর্মা। আর রোহিতের ওপেনিং নিয়ে চর্চায় ক্রিকেট মহল।

প্রাক্তনদের মধ্যে সৌরভ গঙ্গোপাধ্যায় সীমিত ওভারের মতো টেস্টেও রোহিতকে ওপেনিং করানোর পরামর্শ দিয়েছেন। এবার লাল বলের ক্রিকেটে রোহিতের ওপেনিংয়ে নামার আগে ওপেনার হিসেবে নিজের জীবনের একটি স্মৃতি শেয়ার করলেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর।

ওপেনিং করতে নামা কেরিয়ারের টার্নিং পয়েন্ট বলছেন সচিন

ওপেনিং করতে নামা কেরিয়ারের টার্নিং পয়েন্ট বলছেন সচিন

লিটল মাস্টার সচিন জানিয়েছেন, 'একসময় টিম ম্যানেজমেন্টের কাছে ওপেনিং করতে চেয়ে অনুরোধ জুড়ে দিয়েছিলাম। ১৯৯৪ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে ওপেনিং করতে চাই।ওটাই আমার কেরিয়ারের টার্নিং পয়েন্ট। ' ব্যাটিং অর্ডারে এই পরিবর্তনই সচিনের পঞ্চাশ ওভারের ক্রিকেট কেরিয়ার পাল্টে দিয়েছিল। দেশের হয়ে ওডিআই ক্রিকেটে ৪৯টি শতরান হাঁকান সচিন।

ওপেনিংয়ে নেমে প্রথম ম্যাচে সচিনের সংগ্রহ

ওপেনিংয়ে নেমে প্রথম ম্যাচে সচিনের সংগ্রহ

প্রসঙ্গত ১৯৯৪ সালে দেশের হয়ে প্রথম ওপেনিং করেন মাস্টার ব্লাষ্টার। সেসময় অন্য দলের ওপেনাররা যখন উইকেট বাঁচিয়ে খেলত, স্ট্র্যাটেজি পরিবর্তন করে আউট অফ দ্য গেম গিয়ে ওপেনার হিসেবে আক্রমণাত্মক ক্রিকেট খেলা শুরু করেছিলেন সচিন। এই নিয়ে সচিন বলেছিলেন, 'আমার মনে হয়েছিল, বোলারদের পাল্টা চাপে ফেলে দিলে কেমন হয়? কিউয়িদের বিরুদ্ধে ওপেনিং করতে নেমে ৪৯ বলে ৮২ রান করেছিলাম। এরপরই আমায় আর টিমের কাছে গিয়ে ওপেনিং করার জন্য অনুরোধ করতে হয়নি।

সচিনের প্রথম ওডিআই শতরান

ওপেনিং ব্যাটসম্যান হিসেবে প্রথম পাঁচ ইনিংসে ৮২, ৬৩, ৪০, ৬৩ ও ৭৩ রান করেছিলেন সচিন। প্রসঙ্গত সেবছরই ওডিআইয়ের প্রথম সেঞ্চুরিটিও হাঁকান লিটল মাস্টার। ১৯৯৪ সালের সেপ্টেম্বরে কলম্বোয়, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওডিআই সেঞ্চুরি(১১০রান) করেন কিংবদন্তি এই ক্রিকেটার।

English summary

 Batting legend Sachin Tendulkar reveals once he had beg to open innings for Indian team
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X