For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্রিকেটারদের আন্দোলনে অন্তর্ঘাত দেখছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান

ভারত সফর বাতিল করার জন্যই দেশের ক্রিকেটাররা আন্দোলনের আড়ালে অন্তর্ঘাতের ষড়যন্ত্র করেন বলে অভিযোগ তুলে বিস্ফোরণ ঘটালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান (পাপন)।

  • |
Google Oneindia Bengali News

ভারত সফর বাতিল করার জন্যই দেশের ক্রিকেটাররা আন্দোলনের আড়ালে অন্তর্ঘাতের ষড়যন্ত্র করেন বলে অভিযোগ তুলে বিস্ফোরণ ঘটালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান (পাপন)। এই বক্তব্যের পিছনে নিজের মতো করে যুক্তিও সাজিয়েছেন বিসিবি প্রধান।

 শাকিবদের আন্দোলন

শাকিবদের আন্দোলন

দিন কয়েক আগে বেতন বৃদ্ধি সহ মোট এগারো দফা দাবিতে আন্দোলন শুরু করেন অধিনায়ক শাকিব আল হাসান, অভিজ্ঞ তামিম ইকবাল সহ বাংলাদেশের প্রায় ৫০ জন ক্রিকেটাররা। দাবি পূরণ না হলে আর ক্রিকেট না খেলার হুমকিও দেন বাংলাদেশের আন্দোলনরত ক্রিকেটাররা।

নমনীয় বিসিবি

নমনীয় বিসিবি

নভেম্বরে ভারতে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলতে আসার কথা বাংলাদেশের। ক্রিকেটারদের আন্দোলনে সিরিজ ভেস্তে যাওয়ার আশঙ্কায় নমনীয় হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি। ১১ দফা না হলেও বেতন বৃদ্ধি সহ বাংলাদেশী ক্রিকেটারদের কিছু দাবি মেনে নেয় সেদেশের ক্রিকেট বোর্ড। সঙ্গে সঙ্গে আন্দোলন তুলে নেন শাকিব আল হাসান, তামিম ইকবালরা।

সরে দাঁড়ান তামিম

সরে দাঁড়ান তামিম

আন্দোলন প্রত্যাহার করে নেওয়ার কয়েকদিন পরেই ভারতের বিরুদ্ধে ক্রিকেট সিরিজে না খেলার কথা জানিয়ে দেন বাংলাদেশের অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। আর এখানেই অন্তর্ঘাতের গন্ধ পাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হক।

বিসিবি প্রধানের যুক্তি

বিসিবি প্রধানের যুক্তি

বিসিবি প্রধান নাজমুল হকের বক্তব্য, তাঁর সঙ্গে যখন আগে তামিম ইকবালের কথা হয়েছিল, তখন বাংলাদেশের ওপেনার ভারতের বিরুদ্ধে কেবল দ্বিতীয় টেস্ট খেলতে পারবেন না বলে জানিয়েছিলেন। আদতে দ্বিতীয়বার বাবা হতে চলেছেন তামিম। তাই ওই সময় তিনি স্ত্রীর পাশে থাকবেন বলে জানিয়েছিলেন। কিন্তু তামিম যে ভারতের বিরুদ্ধে পুরো সিরিজ খেলতে পারবেন না, তা ঘুনাক্ষরেও তাঁকে জানাননি বলে দাবি বিসিবি প্রধানের।

আশঙ্কিত নাজমুল

আশঙ্কিত নাজমুল

৩০ অক্টোবর নয়াদিল্লিতে পৌঁছনোর কথা বাংলাদেশ ক্রিকেট দলের। অবশিষ্ট কিছু ঘণ্টায় তামিম ইকবালের মতো বাংলাদেশ ক্রিকেট দলের অন্যান্য কিছু ক্রিকেটার যদি ভারত সফর থেকে সরে দাঁড়ান, তাতে তিনি অবাক হবেন না বলেই জানিয়েছেন বিসিবি প্রধান নাজমুল হক।

সরে দাঁড়াতে পারেন শাকিবও!

সরে দাঁড়াতে পারেন শাকিবও!

বিসিবি প্রধানের আশঙ্কা, ভারত সফর থেকে সরে দাঁড়াতে পারেন খোদ বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক শাকিব আল হাসান। নয়তো ফোনে একাধিকবার কথা হওয়া সত্ত্বেও কেন তাঁকে আন্দোলনের ব্যাপারে ঘুনাক্ষরেও কিছু জানালেন না শাকিব, সে প্রশ্নই ভাবাচ্ছে নাজমুল হককে।

কী করণীয়

কী করণীয়

শাকিব আল হাসান ভারত সফর থেকে সরে দাঁড়ালে তিনি কাকে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক বাছবেন, তা নিয়ে চিন্তায় পড়েছেন বিসিবি প্রধান নাজমুল হক। সেক্ষেত্রে ভারত সফররত গোটা দলকে নতুন করে সাজানোর পরিকল্পনা নেওয়ার আভাস দিয়েছেন নাজমুল হক।

English summary
BCB chief finds conspiracy on Bangladesh cricketers strike
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X