For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গুয়াহাটি কাণ্ডে পিচ কিউরেটরের রিপোর্ট তলব বিসিসিআই-র, ক্রিকেট প্রেমীদের জন্য দুঃখপ্রকাশ

গুয়াহাটি কাণ্ডে পিচ কিউরেটরের রিপোর্ট তলব বিসিসিআই-র, ক্রিকেট প্রেমীদের জন্য দুঃখিত

  • |
Google Oneindia Bengali News

বৃষ্টির জেরে পিচে জল ঢুকে যাওয়ায় গুয়াহাটিতে বন্ধ হয়ে যায় ভারত ও শ্রীলঙ্কার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। এর জন্য বর্শাপাড়া ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ট স্টাফদের গাফলতিকে দায়ী করেছেন নেটিজেনরা। বিসিসিআই-র দিকেও অভিযোগের আঙুল তুলেছেন। সে ব্যাপারেই কী উত্তর দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, তা এক নজরে দেখে নেওয়া যাক।

টসে জেতে ভারত

টসে জেতে ভারত

শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। খেলা শুরু হওয়ার ঠিক পনেরো মিনিট আগে গুয়াহাটিকে বৃষ্টি শুরু হয়। পরে বৃষ্টি থামলেও মাঠ ও পিচের খারাপ অবস্থার জেরে এক বলও খেলা হয়নি।

তিন বার মাঠ প্রদক্ষিণ

তিন বার মাঠ প্রদক্ষিণ

বৃষ্টি থামার পর তিন বার গুয়াহাটির বর্শাপাড়া স্টেডিয়ামের মাঠ ও পিচ পরিদর্শন করেন আম্পায়ারা। কিন্তু প্রতিবারই তাঁদের হতাশ হতে হয়। রাত সাড়ে ১০টা নাগাদ আম্পায়াররা জানাতে বাধ্য হন যে স্যাঁতস্যাঁতে পিচের জন্য বন্ধ করা হয়েছে খেলা।

পিচে জল!

পিচে জল!

বৃষ্টি নামার সঙ্গে গুয়াহাটি স্টেডিয়ামের পিচ ঢেকে দেওয়া সত্ত্বেও, কভারের ফাঁক-ফোকর দিয়ে জল বাইশ গজে প্রবেশ করে। বিশেষ করে বোলিং এন্ডের পপিং ক্রিজে অনেকটা জল ঢুকে যায়। ফলে পুরোপুরি ভিজে যায় পিচ। এরপর পিচ শুকনোর আপ্রাণ চেষ্টা করেন গুয়াহাটি স্টেডিয়ামের গ্রাউন্ড স্টাফরা। আয়রন থেকে হেয়ার ড্রায়ার দিয়ে পিচ শুকনোর চেষ্টা হলেও, তা সম্ভব হয়নি। ফলে বন্ধ করে দিতে হয় খেলা।

ক্রিকেট ফ্যানদের কাছে দুঃখপ্রকাশ

ক্রিকেট ফ্যানদের কাছে দুঃখপ্রকাশ

গুয়াহাটিতে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ ভেস্তে যাওয়ার জন্য দেশের ক্রিকেট প্রেমীদের কাছে দুঃখপ্রকাশ করেছে বিসিসিআই। স্বীকার করেছে যে যা ঘটেছে, তা সত্যিই হতাশাজনক।

রিপোর্ট তলব

রিপোর্ট তলব

গুয়াহাটির বর্শাপাড়া ক্রিকেট স্টেডিয়ামের পিচ কিউরেটর আশিষ ভৌমিকের কাছে ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে বিসিসিআই। কেন এমন ঘটনা ঘটল, তার জবাব তলব করা হয়েছে। সেই রিপোর্ট আসার পরেই এ ব্যাপারে তাঁরা নিজেদের বক্তব্য পেশ করবে বলে জানিয়েছেন বিসিসিআই-র এক কর্তা।

লোধা প্যানেলের সংবিধান

লোধা প্যানেলের সংবিধান

গুয়াহাটি কাণ্ডের জন্য প্রাথমিক ভাবে আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনভিজ্ঞতাকে কারণ হিসেবে দেখাচ্ছে বিসিসিআই। এর জন্য দেশের প্রাক্তন প্রধান বিচারপতি আরএম লোধা প্যানেলের তৈরি করে দেওয়া সংবিধানকে কাঠগড়া দাঁড় করিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই সংবিধান অনুযায়ী বিসিসিআই তো দূর, রাজ্য ক্রিকেট সংস্থার আধিকারিকরা দীর্ঘকালীন দায়িত্ব পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে তাঁরা অভিজ্ঞতা সঞ্চয় করতে ব্যর্থ হচ্ছেন বলে দাবি বিসিসিআই-র এক কর্তার। তাঁর কথায়, পরিস্থিতি এমন যে দেশের ক্রিকেটের শ্রীবৃদ্ধি নিয়ে প্রাক্তন ক্রিকেটারদের পরামর্শ নিতেও ভয় পান তাঁরা।

সৌরভের নেতৃত্বে পরিবর্তন

সৌরভের নেতৃত্বে পরিবর্তন

বিসিসিআই-র বর্তমান সভাপতি তথা ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে পরিস্থিতির পরিবর্তন হবে বলে বিশ্বাস করেন বোর্ডের ওই কর্তা। দেশের অন্য কোনও মাঠে ক্রিকেট প্রেমীদের যাতে এই অবস্থার মধ্যে পড়তে না হয়, তা সৌরভ নেতৃত্বাধীন বিসিসিআই কমিটি দেখবে বলেও বিশ্বাস ওই বোর্ড কর্তার।

English summary
BCCI demands reports of Guwahati's pitch curator
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X