For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিগ স্টেজ প্লেয়ার শিখর ধাওয়ান আবারও খেল দেখালেন

বিগ ম্যাচ প্লেয়ার। নামটা যেন শিখর ধাওয়ানের সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িয়ে গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

বিগ ম্যাচ প্লেয়ার। নামটা যেন শিখর ধাওয়ানের সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িয়ে গিয়েছে। অজি ফাস্ট বোলার প্যাট কমিন্সের আচমকা উঠে আসা বলে বাঁ-হাতের বুড়ো আঙুলে চোট পেয়েও যে দাপট দেখিয়ে ১১৭ রান করে মাঠ ছাড়লেন, তাতে একটা কথাই বলা যায় যে গব্বর ইজ ব্যাক। ধাওয়ানের ওই ইনিংসের প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেট বিশ্ব।

শুরটা আহামরী নয়

শুরটা আহামরী নয়

বিশ্বকাপের দুটি প্রস্তুতি ম্যাচে শিখর ধাওয়ানের হতশ্রী পারফরম্যান্স সমালোচকদের মুখ খুলিয়েছিল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচেও মাত্র ৮ রান করে আউট হন ধাওয়ান। এরপর তাঁর ফর্ম নিয়ে কাটাছেঁড়া শুরু হয়। কিন্তু শিখর যে তাঁর সেরাটা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের জন্য জমিয়ে রেখেছিলেন, তা কে জানত।

আইসিসি টুর্নামেন্ট

আইসিসি টুর্নামেন্ট

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১১৭ রান করার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ও বিশ্বকাপ মিলিয়ে ১৯টি ম্যাচে ৬২.২৮ ব্যাটিং গড়ে মোট ১১২১ রানের মালিক হয়েছেন শিখর। এই রান সংখ্যায় বিরাট কোহলি, রোহিত শর্মাদের পিছনে ফেলে দিয়েছেন ধাওয়ান। তাই তাঁকে বিগ টুর্নামেন্ট প্লেয়ারও বলা হয়ে থাকে।

শতরানে চতুর্থ

শতরানে চতুর্থ

রবিবার লন্ডনের ওভালে অসাধারণ সেঞ্চুরির পর বিশ্বকাপে শতরান সংগ্রাহকের তালিকায় চার নম্বরে উঠে এলেন শিখর ধাওয়ান। তালিকায় শীর্ষে রয়েছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর (৬টি)। বিশ্বকাপে ৫টি সেঞ্চুরির মালিক শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ান লেজেন্ড যথাক্রমে কুমার সাঙ্গাকারা ও রিকি পন্টিং রয়েছেন তালিকায় দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে থাকা ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি এবি ডিভিলায়ার্সের সেঞ্চুরি সংখ্যা চার। বিশ্বকাপে সেঞ্চুরির তালিকার চতুর্থ স্থানে শিখর ধাওয়ানের সঙ্গে পাকিস্তানের রামিজ রাজা, সৈয়দ আনোয়ার, ওয়েস্ট ইন্ডিজের স্যর ভিভিয়ান রিচার্ডস, শ্রীলঙ্কার সনৎ জয়সূর্যও রয়েছেন।

ভারতের নজির

ভারতের নজির

শিখর ধাওয়ানের এই ইনিংসের দৌলতে বিশ্বকাপের ইতিহাসে দেশ হিসেবে সর্বাধিক ২৭টি সেঞ্চুরির মালিক হয়ে বিশ্বে এক নম্বর স্থান দখল করল ভারত। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে অস্ট্রেলিয়া (২৬টি) ও শ্রীলঙ্কা (২৩টি)।

স্বভাবোচিত ধাওয়ান

ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ শেষে শিখর ধাওয়ানের সাক্ষাৎকার নেন লেগ স্পিনার যুজবেন্দ্র চাহল। সেখানেও স্বভাবোচিত ভঙ্গিতে গোঁফে তা দিয়ে থাই চাপড়িয়ে মশকরা করতে ভোলেননি গব্বর।

[আরও পড়ুন:বিশ্বকাপ ফ্যান্টাসি প্রোমো ক্যাম্পেন, ভবিষ্যদ্বাণী করুন ও নগদ জিতুন ]

English summary
Big stage player Shikhar Dhawan makes different against Australia
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X