For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ক্ষুদ্র ও টুকরো' জাদেজাই করে দেখালেন, ব্যাট ঘুরিয়ে সমালোচকদের দিলেন উত্তর

'ক্ষুদ্র ও টুকরো' জাদেজাই করে দেখালেন, ব্যাট ঘুরিয়ে সমালোচকদের দিলেন উত্তর

  • |
Google Oneindia Bengali News

সমালোচকদের চোখে 'ক্ষুদ্র ও টুকরো' ক্রিকেটার। সেই তিনিই তখন স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তরোয়াল সদৃশ ব্যাট ঘোরালেন যেন নিঃশ্বাস পড়ল ভারতে। ফালা ফালা করলেন তাঁর দিকে ছুটে আসা সব সমালোচনা। ক্ষুদ্র এবং টুকরোকে জুড়লেন যত্ন করে।

ক্ষুদ্র ও টুকরো জাদেজাই করে দেখালেন, ব্যাট ঘুরিয়ে সমালোচকদের দিলেন উত্তর

তিনি রবীন্দ্রাশীষ জাদেজা। ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্রাফোর্ডে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের সেমি-ফাইনালে শুরুর ধাক্কা কাটিয়ে যে লড়াইটা তিনি করলেন তাতে কোনও প্রশংসাই যথেষ্ট নয়। হাতের থেকে বেরিয়ে যাওয়া ম্যাচ কব্জায় আনলেন শুধু নয়, ভারতকে জয়ের দোড়গোড়ায় দাঁড় করিয়ে সমালোচকদের দিলেন স্পষ্ট বার্তা। বোঝালেন, ক্রিকেটটা মাঠে নেমে খেলতে হয়। আর সেই মাঠের রাজা তিনি।

বিশ্বকাপের শুরু থেকে ভারতীয় দলে জায়গা না পাওয়া বাঁ-হাতি অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজাকে'ক্ষুদ্র ও টুকরো' ক্রিকেটার বলে কটাক্ষ করেছিলেন কেউ। তাঁকে মুখে জবাব দিতে ছাড়েননি জাদু। একই সঙ্গে মনে মনে সঙ্কল্পও করেছিলেন ফিরে আসার, জবাব দেওয়ার। অবশেষে এল সেই দিন।

শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজেদের শেষ লিগের ম্যাচে বাঁ-হাতিকে খেলার সুযোগ করে দিয়েছেল টিম ইন্ডিয়া। ১টি উইকেট ও কম রান দিয়ে তিনি ফিরে এসেছিলেন। কিন্তু জবাব দেওয়া তখনও ছিল বাকি। বিশ্বকাপের সেমি-ফাইনালকেই তার মঞ্চ বেছে নিলেন জাদেজা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বল হাতে উইকেট নিলেন। আউট ফিল্ডে দুরন্ত রান আউটের পাশাপাশি অসাধারণ একটি ক্যাচও নিলেন। সবশেষে ব্যাট হাতে ৫৯ বলে ৭৭ রানের ঝড়ো ইনিংস খেলে প্রমাণ করলেন যে তিনি বিগ ম্যাচ প্লেয়ার।

৪টি চার ও ছয়ে বাঁধা জাদেজার এই ইনিংস ভারতকে জয়ের দোড়গোড়ায় দাঁড় করাল। গুরু এমএস ধোনির সঙ্গে ১১৬ রানের পার্টনারশিপ করেও শেষ পর্যন্ত আর পারলেন না। তবু বীরের মর্যাদা তাঁর প্রাপ্য এবং পেলেনও।

ওয়ান ডে ক্রিকেটে ৩০.৬০ গড়ে রান করা রবীন্দ্র জাদেজা ১৭৬ জন ব্যাটসম্যানকেও আউট করেছেন। নিয়েছেন অসাধারণ কিছু ক্যাচ। বাঁচিয়েছেন প্রচুর নিশ্চিত বাউন্ডারি। তা সত্ত্বেও বিশ্বকাপের শুরু থেকে কেন তাঁকে ভারতীয় দলে খেলার সুযোগ দেওয়া হল না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন জাদুর ভক্তরা। তবে বাঁ-হাতি সতীর্থের লড়াইকে বাহবা দিতে ছাড়েননি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি।

English summary
Bits and pieces Jadeja shown a masterclass in World Cup semi final
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X