For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শতরানের পরেও বিদ্রুপের শিকার স্মিথ, দুর্ভাগ্যজনক বললেন ম্যাকগ্রা


 এজবাস্টনে ৭১তম অ্যাসেজের প্রথম টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি করে অস্ট্রেলিয়াকে সম্মানজনক জায়গায় পৌঁছে দিয়েছেন স্টিভ স্মিথ।

  • |
Google Oneindia Bengali News

এজবাস্টনে ৭১তম অ্যাসেজের প্রথম টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি করে অস্ট্রেলিয়াকে সম্মানজনক জায়গায় পৌঁছে দিয়েছেন স্টিভ স্মিথ। এক বছরেরও বেশি সময় পর সাদা জার্সিতে ব্যাট হাতে বাইশ গজে নেমে সমালোচকদের চুপ করিয়েছেন প্রাক্তন অজি অধিনায়ক। তবু বল বিকৃতির কলঙ্ক গা থেকে ঝেড়ে ফেলতে পারেননি ডান হাতি। এজবাস্টনে ১৪৪ রানের ঝকঝকে ইনিংস খেলেও বিদ্রুপের শিকার হলেন স্মিথ। এমনটা হওয়া উচিত নয় বলেই মনে করেন অস্ট্রেলিয়ান লেজেন্ড গ্লেন ম্যাকগ্রা।

কী ঘটেছিল

কী ঘটেছিল

প্রায় ষোলে মাস আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট খেলার সময় অস্ট্রেলিয়ার তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ, ওপেনার ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফ্টের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ ওঠে। দোষ প্রমাণ হওয়ায় তিন খেলোয়াড়কে এক বছরের জন্য ক্রিকেট থেকে নির্বাসন দেওয়া হয়।

ফিরে আসা

ফিরে আসা

বিশ্বকাপের ঠিক আগে অস্ট্রেলিয়ার একদিনের দলে ফিরে আসেন স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার। টুর্নামেন্ট চুটিয়ে ব্যাটিংও করেন তাঁরা। ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাসেজ সিরিজেই ১৬ মাস পর সাদা জার্সি গায়ে চাপান স্মিথ ও ওয়ার্নার। তাঁদের সঙ্গে অস্ট্রেলিয়ার টেস্ট দলে ফিরেছেন বল বিকৃতি কাণ্ডের অন্য অভিযুক্ত ক্যামেরন ব্যানক্রফ্টও।

বিদ্রুপের শিকার

বিদ্রুপের শিকার

সদ্য শেষ হওয়া বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ সহ টুর্নামেন্টের লিগের ম্যাচ ও সেমিফাইনালে ইংল্যান্ডের ঘরের মাঠে তাদের মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া। সবকটি ম্যাচেই বল বিকৃতি কাণ্ডের রেশ টেনে স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে বিদ্রুপ করেন ইংরেজ দর্শকরা। হাই-ভোল্টেজ অ্যাসেজ সিরিজেও যে একই রকম কিছু ঘটবে, তেমনটাই আশা করেছিলেন ক্রিকেট প্রেমীরা। শেষ পর্যন্ত হলও তাই। এজবাস্টন টেস্টের প্রথম দিন ডেভিড ওয়ার্নার আউট হওয়ার পর তাঁকে স্যান্ড পেপার (বল বিকৃতিতে ব্যবহৃত) দেখিয়ে ব্যঙ্গ করেন ব্রিটিশ দর্শকরা।

একই ভাবে স্মিভ স্মিথ ব্যাট করার সময়ও ইংরেজ দর্শকরা তাঁকে লক্ষ্য করে চিটার সহ নানা কটূক্তি করেন। এমনকী ১৪৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে আউট হওয়ার পরেও ক্রন্দনরত স্মিথের মুখোশ পরে নানা ধরনের কটূক্তি করে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ককে উত্যক্ত করা হয়।

কী বললেন স্মিথ

কী বললেন স্মিথ

১১৮টি টেস্ট ইনিংসে ২৪তম শতরান করে ভারতের বিরাট কোহলি (১২৫ ইনিংস) ও সচিন তেন্ডুলকরকে (১২৫ ইনিংস) টপকে গেছেন অস্ট্রেলিয়ার স্মিভ স্মিথ। এটা তাঁর কাছে অনন্য পাওনা বলে জানিয়েছেন অজি ব্যাটসম্যান। ব্যাটিংয়ের সময় বা পরে কে তাঁকে বিদ্রুপ করছেন, তা নিয়ে তিনি বিশেষ চিন্তিত নন বলেই জানিয়েছেন স্টিভ স্মিথ। কিছু দর্শকের আন-স্পোর্টিং আচরণ তাঁকে ভিতর থেকে আরও তাঁতিয়ে দেয় বলেও জানিয়েছেন স্মিথ।

কী বললেন ম্যাকগ্রা

কী বললেন ম্যাকগ্রা

১৪৪ রানের অসাধারণ ইনিংস খেলার পরেও যদি কোনও ব্যাটসম্যানকে বিদ্রুপ শুনতে হয়, তবে তা দুর্ভাগ্যজনক বলে দাবি করেছেন প্রাক্তন অজি লেজেন্ড গ্লেন ম্যাকগ্রা। ইংল্যান্ড দর্শকদের আর একটু সহানুভূতিশীল হওয়ার আবেদন জানিয়েছেন গ্লেন।

English summary
Boos for Steve Smith after hundred is disappointing, says Glenn McGrath
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X