For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্যাপ্টেন রোহিতের বিশ্বরেকর্ড! বিরাটের বদলে ভারতের দায়িত্ব কি তাঁরই পাওয়া উচিত

অধিনায়ক হিসেবে সর্বোচ্চ টি২০আই জয়ের বিশ্বরেকর্ড করলেন রোহিত শর্মা! তিনি কি বিরাট কোহলির থেকে ভাল অধিনায়ক, আবার প্রশ্ন উঠেছে।

Google Oneindia Bengali News

রবিবার (১১ নভেম্বর) চেন্নাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ উইকেটে জয় পাওয়ার সঙ্গে সঙ্গে অধিনায়ক হিসেবে বিশ্বরেকর্ড করে ফেললেন ভারতের অস্থায়ী অধিনায়ক রোহিত শর্মা। ১২টি আন্তর্জাতিক টি২০ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়ে তিনি ১১টিতে জয় পেয়েছেন। রোহিত ছাড়া বিশ্বের আর কোন অধিনায়কের এতগুলি টি২০আই ম্যাচ জেতার রেকর্ড নেই।

একই সঙ্গে ভারত অধিনায়ক হিসেবে তিনি এই নিয়ে দুটি টি২০ সিরিজে ৩-০ ব্যবধানে জয় পেলেন। যে কৃতিত্ব প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বা ভারতীয় নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি কারোর নেই। ব্যাটসম্যান হিসেবে বিরাট কোহলির শ্রেষ্ঠত্ব নিয়ে কোনও প্রশ্নই নেই। কিন্তু তাঁর পাশাপাশি অধিনায়ক রোহিতকে দেখে অনেকেই মনে করছেন বিরাটের থেকে অধিনায়কত্বে রোহিত অনেকটাই এগিয়ে আছেন। তাঁদের এই বক্তব্যের যুক্তিগুলি মাইখেল বেঙ্গলি এখানে উপস্থাপন করলো।

দল নির্বাচন

দল নির্বাচন

ভারতের একদিনের দলে চার নম্বরের রায়ডুর নিজের জায়গা পাকা করার জন্য অনেকেই অধিনায়ক রোহিত শর্মাকে কৃতিত্ব দেন। এশিয়া কাপের অনেকেই লোকেশ রাহুলকে খেলানোর কথা বললেও রোহিত ম্যাচের পর ম্যাচ রায়ডুকে খেলিয়ে তাঁকে প্রয়োজনীয় আত্মবিশ্বাস দিয়েছিলেন। একই ছবি দেখা গেল অফ ফর্মে থাকা শিখর ধাওয়ানের ক্ষেত্রেও। টি২০ সিরিজে ৩ ম্যাচ ধরে তাঁর উপর আস্থা রাখলেন, শেষ ম্যাচে রানে ফিরলেন গব্বর। যা অস্ট্রেলিয়া সফরের আগে ভারতকে স্বস্তি দেবে।

অপরপক্ষে দক্ষিণ আফ্রিকা থেকে পর পর তিন সিরিজে কোহলির দল নির্বাচনে অধৈর্যের ছাপ দেখা গিয়েছে। কেউ এক ম্যাচ ব্য়র্থ হলেই তাঁকে সরিয়ে নতুন কাউকে পরের ম্যাচে খেলিয়েছেন কোহলি। ইংল্যান্ডে ভারতের হতশ্রী পারফরম্যান্সের পিছনে এটাকে বড় কারণ ধরা হয়।

কঠিন পরিস্থিতির মোকাবিলা

কঠিন পরিস্থিতির মোকাবিলা

রবিবার রাতেও রোহিত শর্মা প্রমাণ করেছেন যে কঠিন পরিস্থিতি তিনি স্বচ্ছন্দে সামলাতে পারেন। আইপিএল-এ একাধীকবার দেখা গিয়েছে, ম্যাচের গুরুত্বপূর্ণ পর্যায়ে তার নেওয়া সিদ্ধান্ত ম্যাচের ভবিষ্যত পাল্টে দিয়েছে। অন্যদিকে, কোহলি প্রায়ই কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখতে পারেন না। ইংল্যান্ডের প্রবাদপ্রতীম অধিনায়ক মাইক ব্রিয়ারলি কোহলি সম্পর্কে বলেছেন দল বিপদের মুখোমুখি হলে কোহলির অধিনায়কত্ব থেকে আগ্রাসন চলে য়ায়। বর্তমান ভারত অধিনায়ক অবশ্য মাঠে ধোনিকে পান পরামর্শদাতা হিসেবে। কিন্তু ধোনি চিরকাল থাকবেন না।

বড় টুর্নামেন্ট জয়ের অভিজ্ঞতা

বড় টুর্নামেন্ট জয়ের অভিজ্ঞতা

রোহিত শর্মার অধিনায়কত্বে মুম্বই ইন্ডিয়ান্স ৩ বার আইপিএল ট্রফি জিতেছে। ভারতকে এশিয়া কাপেও চ্যাম্পিয়ন করেছেন। অন্যদিকে, নেতা হিসাবে কোহলি কিন্তু এখনও কোনও বড় টুর্নামেন্ট জিততে পারেননি। তার অধিনায়কত্বে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দুবার আইপিএল-এর ফাইনালে উঠেও ট্রফি জিততে পারেনি। আর চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৭-র ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ভারত জঘন্যভাবে হারে। রোহিতের কিন্তু কোহলির থেকে ট্রফি জয়ের রেকর্ড অনেক উন্নত।

খেলোয়াড়দের সুদক্ষ ব্যবহার

খেলোয়াড়দের সুদক্ষ ব্যবহার

বলা হয় একজন ভাল অধিনায়কই তাঁর দলের ক্রিকেটারদের থেকে সেরাটা বের করে আনতে পারেন। ২০০৭-এ একেবারে অপরিচিতদের নিয়ে গড়া ভারতীয় দলকে নিয়ে ধোনি কিভাবে টি২০ বিশ্বকাপ জিতেছিলেন মনে করুন। প্রত্যেকের উপর আস্থা রেখে তাদের শক্তি অনুযয়ী কাজে লাগিয়েছিলেন ধোনি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে, বিশ্বের অন্যতম সেরা কয়েকজন খেলোয়াড় নিয়েও কোহলি কিন্তু দলকে ট্রফি দিতে পারেননি। কোহলি সেরা ব্যাটসম্যান হলেও খেলোয়ারদের শক্তি বিচারে কিন্তু তাঁর দক্ষতার পরিচয় পাওয়া যায়নি। রোহিত শর্মা কিন্তু গড়পড়তা খেলোয়াড়দেরও দক্ষতার সঙ্গে ব্যবহার করে দেখিয়েছেন। এই কারণেই বেঙ্গালুরুর মতো বড় নাম না নিয়েও মুম্বই ইন্ডিয়ান্স তিনবার আইপিএল জিতেছে।

জয়ের হার

জয়ের হার

ক্রিস গেইল, মিচেল স্টার্ক, এবি ডিভিলিয়ার্স এবং বিরাট কোহলি নিজে থাকা সত্ত্বেও রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয়ে শতকরা হার মাত্র ৪৮.১৭। অন্যদিকে, মুম্বই ইন্ডিয়ান্স জয়ের শতকরা হারে আইপিএল-এ রয়েছে চেন্নাই সুপার কিংসের পরেই। তারা ৫৭.০১ শতাংশ ম্যাচে জয়ী হয়েছে। কাজেই জয়ের হারেও স্পষ্টতই ক্যাপ্টেন রোহিত এগিয়ে আছেন জাতীয় দলের নিয়মিত অধিনায়কের থেকে।

English summary
Rohit Sharma makes a world record of highest T20I winning as a captain. Is he a better captain than Virat Kohli, the question raises again.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X