For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লেজেন্ড এমএস ধোনির এক অবাঞ্ছিত আন্তর্জাতিক টি-টোয়েন্টি রেকর্ডের দিকে তাকানো যাক

লেজেন্ড এমএস ধোনির এক অবাঞ্ছিত আন্তর্জাতিক টি-টোয়েন্টি রেকর্ডের দিকে তাকানো যাক

  • |
Google Oneindia Bengali News

ভারতকে ২০০৭-র টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ ও ২০১১-র ৫০ ওভারের বিশ্বকাপ দেওয়া মহেন্দ্র সিং ধোনিকে এ দেশ তথা বিশ্বের সফলতম অধিনায়কের মর্যাদা দেওয়া হয়। এহেন ব্যক্তির ক্রিকেট কেরিয়ারেও যে ব্যর্থতা নেই, তা কিন্তু বলা যায় না। দেখে নেওয়া যাক মাহির সেরকমই এক অবাঞ্ছিত রেকর্ড।

ভারতের জার্সিতে মাহি

ভারতের জার্সিতে মাহি

২০০৭ থেকে ২০১৬ সাল পর্যন্ত ভারতীয় দলকে নেতৃত্ব দেন মহেন্দ্র সিং ধোনি। এই সময়ে ক্রিকেটের সবকটি ফর্ম্যাটে ৮২৯ জন ব্যাটসম্যানকে আউট করার পাশাপাশি ওয়ান ডে-তে ১০ হাজারেরও বেশি রান করেছেন। ভারতের হয়ে ৯৮টি ওয়ান ডে ম্যাচও খেলেছেন এমএস। যা দেশের মধ্যে দ্বিতীয় সর্বাধিক।

অবাঞ্ছিত টি-টোয়েন্টি রেকর্ড

অবাঞ্ছিত টি-টোয়েন্টি রেকর্ড

ভারতের হয়ে ৯৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মহেন্দ্র সিং ধোনি। একটি ম্যাচেও তিনি ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পাননি বলে জানিয়েছেন পরিসংখ্যানবিদরা। যা বিশ্বে রেকর্ড বলা চলে।

তালিকায় আর কারা

তালিকায় আর কারা

এই তালিকায় মহেন্দ্র সিং ধোনির পরেই ওয়েস্ট ইন্ডিজের উইকেটরক্ষক দীনেশ রামদিন। তিনি দেশের হয়ে ৭১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে একবারও ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার জেতেননি। তৃতীয় স্থানে রয়েছেন আফগানিস্তানের আজগর আফগান। দেশের হয়ে ৬৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেও তাঁর পুরস্কারের ভাঁড়ার শূণ্য।

টি-টোয়েন্টি বিশ্বকাপ

টি-টোয়েন্টি বিশ্বকাপ

আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ার অনুষ্ঠিত হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওই টুর্নামেন্টে মহেন্দ্র সিং ধোনি ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটাতে পারেন কিনা, সেদিকে তাকিয়ে বিশ্ব।

English summary
Check out MS Dhoni's unwanted T20 international record
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X