For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'একত্রে লড়াই করব', ২১ দিনের লক ডাউনের স্বপক্ষে সৌরভ থেকে কোহলি, শেহওয়াগ থেকে শাস্ত্রী

'একত্রে লড়াই করব', ২১ দিনের লক ডাউনের স্বপক্ষে সৌরভ থেকে কোহলি

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের সঙ্গে মোকাবিলায় দেশব্যাপী ২১ দিনের লক ডাউনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি, স্পিনার রবীচন্দ্রন অশ্বিন থেকে টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী। কে কী বললেন, এক নজরে দেখে নেওয়া যাক।

সৌরভ গঙ্গোপাধ্যায়

করোনা ভাইরাসের সঙ্গে মোকাবিলায় কেন্দ্র আরোপিত ২১ দিনের লক ডাউনের সমর্থনে টুইটারে ভিডিও পোস্ট করেছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তাতে দেশের প্রত্যেক মানুষকে প্রশাসনের পাশে দাঁড়ানো ও একত্রে লড়াই করার বার্তা দিয়েছেন মহারাজ।

বিরাট কোহলি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষিত দেশজুড়ে ২১ দিনের লক ডাউনকে সমর্থন করেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। দেশের প্রত্যেক মানুষকে নিরাপদে ঘরে থাকার বার্তা দিয়েছেন ভিকে।

রবীচন্দ্রন অশ্বিন

ভারতীয় স্পিনার রবীচন্দ্রন অশ্বিন নিজের টুইটার অ্যাকাউন্টের নাম পরিবর্তন করে রেখেছেন, 'লেটস স্টে ইন্ডোরস ইন্ডিয়া'। এই ঘোর দুঃসময়ে দেশের মানুষকে সচেতন হওয়ার বার্তা দিয়েছেন রবি। এই ২১ দিন বা তিন সপ্তাহে ভারতের ভবিষ্যত গড়ে তোলা সম্ভব বলে জানিয়েছেন অশ্বিন।

হরভজন সিং

ভারতের প্রাক্তন অফ স্পিনার হরভজন সিং-র কথায়, আগামী ২১ দিন প্রত্যেক ভারতবাসীর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে। দেশের সহ নাগরিকদের দায়িত্বশীল হয়ে ঘরে থাকার আবেদন জানিয়েছেন ভাজ্জি।

রবি শাস্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রশংসা করেছেন টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী। তিনি মনে করেন, এই ২১ দিন পর ভারত সবদিক থেকে আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে।

বীরেন্দ্র শেহওয়াগ

এই ২১ দিন ভারতের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হতে চলেছে বলে মনে করেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহওয়াগ। প্রত্যেক দেশবাসীকে ঘরে থাকার আবেদন করেছেন বীরু।

English summary
Cricket personalities support Prime Minister Narendra Modi's 21 days lockdown
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X