For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সন্ত্রাসের বিরুদ্ধে জোটবদ্ধ ক্রিকেট মহল! কাশ্মীরের ঘটনার নিন্দা, সমবেদনা শহীদদের, উঠল যুদ্ধের দাবিও

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলায় নিহত সিআরপিএফ সৈন্যদের পরিবারের প্রতি ভারতীয় ক্রিকেটাররা তাদের সমবেদনা জানালেন।

Google Oneindia Bengali News

বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় সন্ত্রাসবাদী হামলার ঘটনায় সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে। কাশ্মীরের ইতিহাসে এই ভযঙ্কর ঘটনাকে সবচেয়ে বড় সন্ত্রাসবাদী হামলা বলা হচ্ছে। শ্রীনগর জম্মু হাইওয়ের এউপর দিয়ে সিআরপিএফ -জওয়ানদের একটি কনভয় যাওয়ার পথে ওই জঘন্য আক্রমণের ঘটনা ঘটে। অন্তত ৪৪ জন জওয়ান শহীদ হয়েছেন বলে খবর রয়েছে।

এই ভয়াবহ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সারা বিশ্বের শান্তিকামী মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বাদ যায়নি ক্রিকেট মহলও। বহু ক্ষেত্রে শান্তি ফেরাতে প্রধান ভূমিকা নিয়েছে ক্রীড়া। তবে ক্রীড়াক্ষেত্রও সন্ত্রাসের হাত থেকে ছাড় পায়নি। মিউনিখ অলিম্পিকে সন্ত্রাসের শিকার হতে হয়েছিল ইসরাইলি ক্রিড়াবিদদের। এমনকী লাহোরে শ্রীলঙ্কার ক্রিকেটারদের টিম বাসেও হয়েছিল হামলা।

জম্মু-কাশ্মীরের এই ভয়ঙ্কর ঘটনার পর সন্ত্রাসের বিরুদ্ধে একযোগে সরব হয়েছে ভারতীয় ক্রিকেট মহল। ঘটনার নিন্দার পাশাপাশি শহীদ জওয়ানদের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন প্রত্যেকে।

বিরাট কোহলি

ভারত অধিনায়ক জানিয়েছেন, এই ঘটনায় তিনি মর্মাহত। শহীদ পরিবারদের সমবেদনা জানানোর পাশাপাশি তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

মিতালী রাজ

ভারত মহিলা দলের অধিনায়িকা মিতালী রাজ জানিয়েছেন এই তীব্র শোকের দিনে তাঁর হৃদয় রয়েছে শহীদ ও তাদের পরিবারের সঙ্গে। একই রকম ব্যথিত তিনি।

রোহিত শর্মা

ভারতীয় দলের সহঅধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন যে দিনটিতে সবাই ভালবাসা উদযাপন করে, সেই দিনেই 'ভীতু'রা ঘৃণা ছড়াল।

শিখর ধাওয়ান

এই হামলার ঘটনার তীব্র নিন্দা করেছেন ভারতীয় ওপেনার।

কুলদীপ যাদব

ভারতীয় দলের তরুণ স্পিনারও এই ঘটনার পর চুপ থাকতে পারেননি। পুলওয়ামার ঘটনায় শহীদ জওয়ানদের আত্মার শান্তি কামনা করেছেন তিনি।

গৌতম গম্ভীর

ক্রিকেট মহলে সবার আগে প্রতিক্রিয়াটি এসেছিল গৌতম গম্ভীরের তরফে। তিনি জানিয়েছেন, এই ঘটনার পর বিচ্ছিন্নতাবাদী বা পাকিস্তানের সঙ্গে আলোচনার টেবিলে নয়, কথা বলা উচিত যুদ্ধক্ষেত্রে।

মহম্মদ কাইফ

গম্ভীরের সুরেই আরেক প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ বলেছেন 'ভীরু হামলাকারী'দের যত দ্রুত সম্ভব উচিত শিক্ষা দিতে হবে।

ইরফান পাঠান

প্রাক্তন এই জোরে বোলার জানিয়েছেন সিআরপিএফ জওয়ানদের উপর আক্রমনের ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।

বীরেন্দ্র সেওয়াগ

প্রাক্তন ভারতীয় ওপেনার জানিয়েছেন বেদনা প্রকাশের ভাষা তিনি হারিয়ে ফেলেছেন।

সুরেশ রায়না

পুলওয়ামার ঘটনায় তিনি আতঙ্কিত বলে জানিয়েছেন এই ভারতীয় ব্যাটসম্যান।

হর্ষ ভোগলে

এই ধারাভাষ্যকার জানিয়েছেন মানুষ মারাই যাদের লক্ষ্য তারা কোনোদিন এগোতে পারে না। ভারতের অগ্য়গতির মূলে য়েছে শান্তি ও অর্থনৈতিক সম্বৃদ্ধি। তাকে সন্ত্রাসবাদ দিয়ে আটকানো যাবে না।

জয়দেব উনাদকাট

সৌরাষ্ট্র রঞ্জি দলের অধিনায়ক ও ভারতীয় দলের জোরে বোলার জানিয়েছেন , আর সতর্কবাণী নয়, এই বার সন্ত্রাসবাদকে নিকেষ করার সময় এসেছে।

হরভজন সিং

ভাজ্জি জানিয়েছেন এই ঘটনার শোক দেশের একতাকে আরো দৃঢ় করবে।

মায়াঙ্ক আগরওয়াল

ভারতীয় দলে সদ্য সুযোগ পাওয়া ওপেনার জানিয়েছেন পুলওয়ামার ঘটনার ছবি তাঁকে বিধ্বস্ত করেছে।

সুধীর কুমার চৌধুরি

জাতীয় পতাকার তেরঙ্গা রঙে সেজে টিম ইন্ডিয়ার প্রত্যেক ম্যাচে হাজির থাকা সমর্থক সুধীর কুমার চৌধুরিও কামনা করেছেন, হামলার পিছনে থাকা অপরাধীদের যাতে কড়া সাজা হয়।

English summary
Indian cricketers have offered their condolences to the families of the CRPF soldiers who were killed in a terror attack in Jammu and Kashmir on Thursday (14 Feb).
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X