For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সেই পরিচিত নকশা - সর্বোচ্চ রান করলেন ধোনি, ভারতও হারল! অভিশাপ, না নিছকই কাকতালীয়

যতবারই টি২০আই ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনি ভারতের হয়ে সর্বোচ্চ রান করেছেন, ততবারই ভারত পরাজিত হয়েছে। 

  • |
Google Oneindia Bengali News

ভারতের বিরুদ্ধে ৪-১ ফলে একদিনের সিরিজ খোয়ানোর পর টি২০আই সিরিজের প্রথম ম্যাচেই রুখে দাঁড়াল নিউজিল্যান্ড। তাদের ২২০ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করে ১৯.২ ওভারে মাত্র ১৩৯ রানেই গুটিয়ে গেল ভারতীয় ইনিংস। ৮০ রানের বিশাল ব্যবধানে হার স্বীকার করতে হল। রেকর্ড বই বলছে টি২০ ক্রিকেটে এটাই ভারতের সবচেয়ে বড় পরাজয়।

শুরুতেই অধিনায়ক রোহিত শর্মা (১)-র উইকেট হারানোর পর প্রথমে শিখর (১৮ বলে ২৯) ও বিজয় শঙ্কর (১৮ বলে ২৭) ও পরে মহেন্দ্র সিং ধোনি (৩১ বলে ৩৯)। ও ক্রুণাল পাণ্ডিয়া (১৮ বলে ২০)। ছাড়া একজন ব্যাটসম্যানও দুই অঙ্কের ঘরে রান পেলেন না। অর্থাত এদিন ভারতের সর্বোচ্চ স্কোরার ধোনিই। প্রাক্তন অধিনায়ক একদিনের ক্রিকেটে বহু ম্যাচ একার হাতে ভারতকে জেতালেও ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে এক অদ্ভুত বিরুদ্ধ পরিসংখ্যান রয়েছে তাঁর।

বুধবারের ম্যাচ নিয়ে পঞ্চমবার এই ফর্ম্যাটে ভারতের হয়ে সর্বোচ্চ স্কোরার হলেন ধোনি। আর এই পাঁচবারই ভারত পরাজিত হল।

৪৮* বনাম অস্ট্রেলিয়া, হোমবুশ, ২০১২

৪৮* বনাম অস্ট্রেলিয়া, হোমবুশ, ২০১২

২০১২ সালের অস্ট্রেলিয়া সফরের টি২০ সিরিজের প্রথম ম্যাচে হোমবুশে আগে ব্যাট করে অস্ট্রেলিয়া ম্যাথু ওয়েড (৪৩ বলে ৭২) ও ডেভিড হাসি (৩০ বলে ৪২)-র ইনিংসের জোরে ৪ উইকেটে ১৭১ রান তুলেছিল। জবাবে ভারত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪০-এর বেশি তুলতে পারেনি। ধোনি করেছিলেন সর্বোচ্চ রান, ৪৩ বলে অপরাজিত ৪৮ রান। ভারত হেরেছিল ৩১ রানে

৩৮ বনাম ইংল্যান্ড, মুম্বই, ২০১২

৩৮ বনাম ইংল্যান্ড, মুম্বই, ২০১২

২০১২-১৩ সালে ইংল্যান্ডের ভারত সফরে টি২০আই সিরিজের দ্বিতীয় ম্যাচে মুম্বইতে ইংল্যান্ডের সামনে ১৭৮ রানের লক্ষ্যমাত্রা রেকেছিল ভারত। ধোনির ১৮ বলে ৩৮ রানের পাশাপাশি বিরাট কোহলি (২০ বলে ৩৮) ও সুরেশ রায়না (২৪ বলে ৩৫*)-ও রান পেয়েছিলেন। কিন্তু, লাম্ব (৩৪ বলে ৫০), হেলস (৩৩ বলে ৪২) ও ইয়ন মর্গান (২৬ বলে ৪৯*) একেবারে শেষ বলে রানটা তুলে দিয়েছিলেন।। ভারত হেরেছিল ৬ উইকেটে।

৩০ বনাম নিউজিল্যান্ড, নাগপুর, ২০১৬

৩০ বনাম নিউজিল্যান্ড, নাগপুর, ২০১৬

২০১৬ সালের বিশ্ব টি২০-এর সুপার টেন পর্বের ম্যাচে নাগপুরে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল টিম ইন্ডিয়া। কিউইরা আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১২৬ রান তুলেছিল। জবাবে ১৮.১ ওভারে মাত্র ৭৯ রানে গুটিয়ে গিয়েছিল ভারতীয় ইনিংস। একমাত্র বিরাট (২৭ বলে ২৩), ধোনি (৩০ বলে ৩০) ও অশ্বিন (২০ বলে ১০) দুই অঙ্কের ঘরে রান পেয়েছিলেন। ভারত পরাজিত হয় ৪৭ রানে।

৩৬* বনাম ইংল্যান্ড, কানপুর, ২০১৬-১৭

৩৬* বনাম ইংল্যান্ড, কানপুর, ২০১৬-১৭

কানপুরে ইংল্যান্ডের ২০১৬-১৭ ভারত সফরে বিরাট কোহলির ভারত আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৪৭ রান তুলেছিল। বিরাট (২৬ বলে ২৯) ও রায়না (২৩ বলে ৩৪) মোটামুটি রান পেলেও সর্বোচ্চ রান ছিল ধোনি (২৭ বলে অপরাজিত ৩৬)-রই। ইংল্যান্ড কিন্তু জো রুট (৪৬ বলে ৪৬) ও ইয়ন মর্গান (৩৮ বলে ৫১) ব্যাটে ভর করে নিশ্চিন্তে মাত্র ৩ উইকেট হারিয়ে রানটা তুলে দিয়েছিল। ভারত হারে ৭ উইকেটে।

৩৯ বনাম নিউজিল্যান্ড, ওয়েলিংটন, ২০১৯

৩৯ বনাম নিউজিল্যান্ড, ওয়েলিংটন, ২০১৯

তালিকার পঞ্চম ইনিংসটি ধোনি খেলেছেন বুধবার (৬ ফেব্রুয়ারি)। ম্যাচের প্রথমার্ধেই নিউজিল্য়ান্ড ২১৯ রান তুলে দেওয়ার পর ভারতের জেতাটা সহজ ছিল না। তার উপর রান তাড়া করতে নেমে একজন ব্য়াটসম্য়ানও ম্যাচ জেতানোর মতো ইনিংস খেলতে পারেননি। ধোনি ৩১ বলে ৩৯ রান করে চেষ্টা করলেও জেতার জন্য তা যথেষ্ট ছিল না। ৮০ রানে হেরে টি২০ ক্রিকেটে সবচেয়ে বড় পরাজয় দেখতে হল ভারতকে।

লক্ষ্যণীয় যে যে ম্যাচে ধোনি সর্বোচ্চ রান করেছেন, তার প্রত্যেকটিতেই প্রায় ভারতের ব্যাটিং বিপর্যয় ঘটেছে। সেই ধ্বংসস্তূপে একা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছেন ধোনি।

English summary
Whenever MS Dhoni scored the highest runs for India in T20I cricket, India has been defeated. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X