
৪৮* বনাম অস্ট্রেলিয়া, হোমবুশ, ২০১২
২০১২ সালের অস্ট্রেলিয়া সফরের টি২০ সিরিজের প্রথম ম্যাচে হোমবুশে আগে ব্যাট করে অস্ট্রেলিয়া ম্যাথু ওয়েড (৪৩ বলে ৭২) ও ডেভিড হাসি (৩০ বলে ৪২)-র ইনিংসের জোরে ৪ উইকেটে ১৭১ রান তুলেছিল। জবাবে ভারত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪০-এর বেশি তুলতে পারেনি। ধোনি করেছিলেন সর্বোচ্চ রান, ৪৩ বলে অপরাজিত ৪৮ রান। ভারত হেরেছিল ৩১ রানে।

৩৮ বনাম ইংল্যান্ড, মুম্বই, ২০১২
২০১২-১৩ সালে ইংল্যান্ডের ভারত সফরে টি২০আই সিরিজের দ্বিতীয় ম্যাচে মুম্বইতে ইংল্যান্ডের সামনে ১৭৮ রানের লক্ষ্যমাত্রা রেকেছিল ভারত। ধোনির ১৮ বলে ৩৮ রানের পাশাপাশি বিরাট কোহলি (২০ বলে ৩৮) ও সুরেশ রায়না (২৪ বলে ৩৫*)-ও রান পেয়েছিলেন। কিন্তু, লাম্ব (৩৪ বলে ৫০), হেলস (৩৩ বলে ৪২) ও ইয়ন মর্গান (২৬ বলে ৪৯*) একেবারে শেষ বলে রানটা তুলে দিয়েছিলেন।। ভারত হেরেছিল ৬ উইকেটে।

৩০ বনাম নিউজিল্যান্ড, নাগপুর, ২০১৬
২০১৬ সালের বিশ্ব টি২০-এর সুপার টেন পর্বের ম্যাচে নাগপুরে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল টিম ইন্ডিয়া। কিউইরা আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১২৬ রান তুলেছিল। জবাবে ১৮.১ ওভারে মাত্র ৭৯ রানে গুটিয়ে গিয়েছিল ভারতীয় ইনিংস। একমাত্র বিরাট (২৭ বলে ২৩), ধোনি (৩০ বলে ৩০) ও অশ্বিন (২০ বলে ১০) দুই অঙ্কের ঘরে রান পেয়েছিলেন। ভারত পরাজিত হয় ৪৭ রানে।

৩৬* বনাম ইংল্যান্ড, কানপুর, ২০১৬-১৭
কানপুরে ইংল্যান্ডের ২০১৬-১৭ ভারত সফরে বিরাট কোহলির ভারত আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৪৭ রান তুলেছিল। বিরাট (২৬ বলে ২৯) ও রায়না (২৩ বলে ৩৪) মোটামুটি রান পেলেও সর্বোচ্চ রান ছিল ধোনি (২৭ বলে অপরাজিত ৩৬)-রই। ইংল্যান্ড কিন্তু জো রুট (৪৬ বলে ৪৬) ও ইয়ন মর্গান (৩৮ বলে ৫১) ব্যাটে ভর করে নিশ্চিন্তে মাত্র ৩ উইকেট হারিয়ে রানটা তুলে দিয়েছিল। ভারত হারে ৭ উইকেটে।

৩৯ বনাম নিউজিল্যান্ড, ওয়েলিংটন, ২০১৯
তালিকার পঞ্চম ইনিংসটি ধোনি খেলেছেন বুধবার (৬ ফেব্রুয়ারি)। ম্যাচের প্রথমার্ধেই নিউজিল্য়ান্ড ২১৯ রান তুলে দেওয়ার পর ভারতের জেতাটা সহজ ছিল না। তার উপর রান তাড়া করতে নেমে একজন ব্য়াটসম্য়ানও ম্যাচ জেতানোর মতো ইনিংস খেলতে পারেননি। ধোনি ৩১ বলে ৩৯ রান করে চেষ্টা করলেও জেতার জন্য তা যথেষ্ট ছিল না। ৮০ রানে হেরে টি২০ ক্রিকেটে সবচেয়ে বড় পরাজয় দেখতে হল ভারতকে।