For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টনটনে ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশের কড়া টক্কর, সাকিবদের ৩২২ রানের লক্ষ্য দিলেন গেইলরা

টনটনে ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশের কড়া টক্কর, সাকিবদের ৩২২ রানের লক্ষ্য দিলেন গেইলরা।

  • |
Google Oneindia Bengali News

টনটনে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচের শুরুর ছয় ওভার যদি বাংলাদেশের হয় তবে পরের ৩৪ থেকে ৩৫ ওভার দাপট দেখাল ওয়েস্ট ইন্ডিজ। আবার শেষ আট ওভারে বাংলাদেশী বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ে স্লগে খুব বেশি মারমুখী হতে পারলেন না ক্যারিবিয়ান বোলাররা। উল্টে শেষ দশ ওভারে ৪ উইকেট হারাল জেসন হোল্ডারের দল।

টনটনে ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশের কড়া টক্কর, সাকিবদের ৩২২ রানের লক্ষ্য দিলেন গেইলরা

যদিও সব মিলিয়ে ৫০ ওভারে ৩২১ রান তুলতে সক্ষম হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। অর্থাৎ জিততে গেলে ফের পর্বত পেরোতে হবে বাংলাদেশকে। তবে টাইগারদের ব্যাটিং লাইপ-আপ শক্তিশালী হওয়ায় এই টোটাল তাদের পক্ষে চেজ করা সম্ভব বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তাই দ্বিতীয় অর্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা।

মেঘাচ্ছন্ন টনটনে টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করার জন্য আমন্ত্রণ করেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি মোর্তোজা। দলের ৬ রানের মাথায় ১৩ বল খেলে কোনও রান না করেই প্যাভিলিয়নে ফিরে যান ভয়ঙ্কর গেল। কিন্তু তারপর অন্য ওপেনার এভিন লুইসের সঙ্গে জুটি বেঁধে ক্যারিবিয়ানদের টোটালে ১১৬ রান যোগ করেন শাই হোপ। ৭০ রান করে আউট হন লুইস। সেঞ্চুরি থেকে মাত্র চার রান দুরে থেমে যায় হোপের দুর্দান্ত ইনিংস। তাঁদের পাশাপাশি নিকোলাস পুরান (২৫), শিমরোন হেটমের (৫০), জেসন হোল্ডাররা ওয়েস্ট ইন্ডিজের টোটাল তিনশো পার করান।

অন্যদিকে বাংলাদেশের হলে ৩টি করে উইকেট নিয়েছেন মহম্মদ সইফুদ্দিন ও মুস্তাফিজুর রহমান। ২ উইকেট নিয়েছেন সাকিব আল হাসান।

English summary
Desperate Bangldesh up against super West Indies, the match is on balance.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X