For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপের জন্য সম্প্রচারকদের দেওয়া কথা রাখতে চান সৌরভ


 বিতর্ক সত্ত্বেও বিশ্বকাপের জন্য টিভি সম্প্রচারকদের দেওয়া কথা রাখতে চান ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক।

  • |
Google Oneindia Bengali News

বিতর্ক সত্ত্বেও বিশ্বকাপের জন্য টিভি সম্প্রচারকদের দেওয়া কথা রাখতে চান ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। এর অর্থ, বিশ্বকাপে যে তিনি যে কোনও মূল্যে ধারাভাষ্যকারের ভূমিকা পালন করতে চান, তা-ই বোঝাতে চেয়েছেন মহারাজ। একাধারে সৌরভ আইপিএলেও দিল্লি ক্যাপিটালসের টেকনিক্যাল অ্যাডভাইজারের দায়িত্ব পালন করবেন কিনা, তা অবশ্য স্পষ্ট নয়।

বিশ্বকাপের জন্য সম্প্রচারকদের দেওয়া কথা রাখতে চান সৌরভ

'এক ব্যক্তি এক পদ', সুপ্রিম কোর্ট নিযুক্ত লোধা প্যানেলের বেঁধে দেওয়া এই নিয়মে আটকে পড়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর, ভিভিএস লক্ষ্মণের মতো ভারতীয় ক্রিকেটের কিংবদন্তিরা। বিসিসিআইয়ের এথিক্স অফিসার ডিকে জৈন সাফ জানিয়ে দিয়েছেন, হয় টিভি সত্ত্ব বা কমেন্ট্রি নয় আইপিএলের দায়িত্ব, ভারতের প্রাক্তন ক্রিকেটারদের যে কোনও একদিক বাছতে হবে।

উল্লেখ্য, সুনীল গাভাস্কর, হরভজন সিং, অনিল কুম্বলে, সঞ্জয় মঞ্জেরেকর, বীরেন্দ্র শেহবাগ, গৌতম গম্ভীর, ইরফান পাঠানদের মতো ভারতের প্রাক্তন ক্রিকেটারদের সঙ্গে ইংল্যান্ড বিশ্বকাপে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যাচ্ছে সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, ভিভিএস লক্ষ্মণকেও। একাধারে মাস্টার ব্লাস্টার আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের পরামর্শদাতা, মহারাজ দিল্লি ক্যাপিটলসের টেকনিক্য়াল অ্যাডভাইজার এবং ভেরি স্পেশাল সাইরাইজার্স হায়দরাবাদের মেন্টরও বটে।

অন্যদিকে, টার্বুনেটর ভাজ্জিকে ভারতীয় দলের জার্সিতে দেখা না গেলেও চেন্নাই সুপার কিংসের জার্সিতে তাঁকে এবারও আইপিএল কাঁপাতে দেখা গেছে। কিন্তু এখন থেকে তা আর করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট প্রদত্ত লোধা প্যানেলের গড়ে দেওয়া বিসিসিআইয়ের এথিক্স কমিটি। তবে এখনও পর্যন্ত যা খবর, আপাতত টিভি সত্ত্বকেই আঁকড়ে ধরতে চাইছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

ইংল্যান্ড বিশ্বকাপের প্রথম পর্বের ধারাভাষ্যের কাজ শেষ হওয়ায় এই মুহূর্তে কলকাতায় আছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। ২৫ জুন তিনি ফের ইংল্যান্ডে ফিরবেন সৌরভ। ২৭ জুন ভারত-ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে তাঁকে ফের মাইক হাতে দেখা যায়।

English summary
Despite of row Sourav set to complete his World Cup Broadcast commitments
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X