For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপে ভারতের শেষ ম্যাচেই অবসর নিচ্ছেন ধোনি! জোর জল্পনা ক্রিকেটমহলে

মহেন্দ্র সিং ধোনি, নিসন্দেহে বিশ্বের অন্যতম সেরা ফিনিশার। ক্রিকেট কেরিয়ারে শেষটায় দাঁড়ি টানার ক্ষেত্রে অবশ্য দারুণভাবে ফিনিশ করতে পারছেন না।

  • |
Google Oneindia Bengali News

মহেন্দ্র সিং ধোনি, নিসন্দেহে বিশ্বের অন্যতম সেরা ফিনিশার। ক্রিকেট কেরিয়ারের শেষটায় দাঁড়ি টানার ক্ষেত্রে অবশ্য দারুণভাবে ফিনিশ করতে পারছেন না। তাঁর থেকে প্রত্যাশা অনেক বেশি বলেই বিশ্বকাপে একের পর এক ম্যাচে তাঁর রান রেট নিচের দিকে নামতে থাকায় সমালোচনার ঝড় উঠেছে। সেই সঙ্গে আরও একটা প্রশ্ন ঘোরাফেরা করছে ক্রিকেটমহলে।

ব্যাট হাতে পুরনো ধোনি আর নেই। আইপিএলে চেন্নাইয়ের হয়ে যে ঝলকটা দেখাতে পেরেছিলেন, ইংল্যান্ডের মাটিতে সেই যাদু চলছে না। তবে কী, রানির দেশে ভারতের শেষ ম্যাচই নীল জার্সিতে ধোনির শেষ ম্যাচ হতে চলেছে!

-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
ধোনিকে নিয়ে কিছুই প্রেডিক্ট করা যায় না

ধোনিকে নিয়ে কিছুই প্রেডিক্ট করা যায় না

ধ্রুবসত্য, ধোনিকে নিয়ে সত্যিই কিছু প্রেডিক্ট চলে না। তা সে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ ওভারে যোগিন্দার শর্মার হাতে বল তুলে দেওয়াই হোক বা ২০১১ বিশ্বকাপে ফর্ম থাকা যুবিকে বসিয়ে মুরলীর বিরুদ্ধে নিজে ব্যাট করতে আসার ঝুঁকি নেওয়াই হোক!

নিঃশব্দেই গুডবাই !!! এটাই মাহির নিজস্ব কায়দা

নিঃশব্দেই গুডবাই !!! এটাই মাহির নিজস্ব কায়দা

টেস্ট ক্রিকেটকে গুডবাই জানানো থেকে ভারতের অধিনায়কত্ব থেকে নিজেকে সরিয়ে নেওয়া। দুই ক্ষেত্রেই নিঃশব্দেই গুডবাই জানিয়েছেন ধোনি। অজিদের ডেরায় ২০১৪ সালে টেস্ট সিরিজ হারের পর সিরিজের এক ম্যাচ বাকি থাকতেই সাদা জার্সিকে গুডবাই জানিয়েছিলেন। পরে ২০১৭ সালের শুরুতে দুবছর পর ২০১৯ বিশ্বকাপের কথা মাথায় রেখে নিজেই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন।

ফ্যানেদের হৃদয়ে আবারও নিঃশব্দেই ধাক্কা দেবেন ধোনি

ফ্যানেদের হৃদয়ে আবারও নিঃশব্দেই ধাক্কা দেবেন ধোনি

বোর্ডের এক সিনিয়র অফিশিয়াল এই মন্তব্যের সঙ্গে একমত। পিটিআইকে দেওয়া প্রতিক্রিয়ায় বোর্ডের এক সূত্র জানিয়েছেন, 'ধোনিকে নিয়ে আগাম আন্দাজ করা যায় না, ওর মাথায় কী চলছে ও নিজেই বলতে পারবে। তবে বিশ্বকাপের পরই সম্ভবত অবসর।'

অবসর নিয়ে দিনভর মুখে মুখে জল্পনা

অবসর নিয়ে দিনভর মুখে মুখে জল্পনা

বুধবার ক্রিকেটমহলে জোর জল্পনা, বিশ্বকাপে ভারতের শেষ ম্যাচ খেলেই অবসরের সিদ্ধান্ত জানিয়ে দেবেন ধোনি। তবে এখনও সরকারি ভাবে এই নিয়ে টিমের পক্ষ থেকে কোনও ঘোষণা করা হয়নি। অন্যদিকে উনিশের বিশ্বকাপ শেষ হলেই ২০২০ সালে অস্ট্রেলিয়ার মাটিতে হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপ ভাবনায় ঢুকে পড়বে ভারত। তখন ৩৭ এর ধোনির, কোহলির দলে জায়গা হওয়াও কঠিন। তাই মনে করা হচ্ছে বিশ্বকাপ খেলেই অবসর নিয়ে নেবেন ধোনি।

বিশ্বকাপে ৭ ম্যাচে এখনও পর্যন্ত ধোনির রান কত?

বিশ্বকাপে ৭ ম্যাচে এখনও পর্যন্ত ধোনির রান কত?

চলতি বিশ্বকাপে ৭ ম্যাচে খেলে ৯০ প্লাস স্ট্রাইক রেট রেখে ২২৩ রান করেছেন।

[আরও পড়ুন:বিশ্বকাপের সমস্ত খবর দেখুন একনজরে]

English summary
Dhoni Likely To be retire on india's last match in CWC2019
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X