For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নারী দিবসের উদযাপন ২২ গজেও! ডায়নার হাতে স্পিন খেল টসের কয়েন

২২ গজে যে মহিলারা দাপট দেখাতে পারেন ,তা ডায়ানা থেকে মিতালী কিম্বা স্মৃতি মন্দানারা এতদিনে বুঝিয়ে দিয়েছেন। ধীরে ধীরে ক্রিকেট মাঠেও পুরুষদের সঙ্গে সমান তালে ভারতীয় মহিলারা নিজেদের দাপট জমাতে শুরু করেন

  • |
Google Oneindia Bengali News

২২ গজে যে মহিলারা দাপট দেখাতে পারেন ,তা ডায়ানা থেকে মিতালী কিম্বা স্মৃতি মন্দানারা এতদিনে বুঝিয়ে দিয়েছেন। ধীরে ধীরে ক্রিকেট মাঠেও পুরুষদের সঙ্গে সমান তালে ভারতীয় মহিলারা নিজেদের দাপট জমাতে শুরু করেন। এবার ফের ২২ গজ কুর্ণিশ জানাল মহিলাদের। 'ভারতীয় পুরুষদের ক্রিকেটে' এদিন টস করতে আসেন প্রাক্তন মহিলা ক্রিকেটার তথা বিসিসিআই সদস্য ডায়ানা এদুলজি।

নারী দিবসের উদযাপন ২২ গজেও! ডায়নার হাতে স্পিন খেল টসের কয়েন

এদিন রাঁচিতে অস্ট্রেলিয়া-ভারত ম্যাচের সময় টস করার জন্য আমন্ত্রণ জাননো হয়। আর এই অসামান্য অধ্যায়ের মাধ্যমে বিসিসিআই কুর্ণিশ জানিয়েছে মহিলাদের। বিশ্ব নারীদিবসে এইভাবেই করতালি কুড়িয়ে নিয়েছে বিসিসিআইয়ের এই অভিনব উদ্যোগ।

এর আগে , রাঁচির ম্যাচে টসে জিতে বোলিং নেয় কোহলির ভারত। টসের পাশাপাশি আরও এক ঐতিহাসিক অধ্যায় এদিনের রাঁচির জেএসসিএ দেখে ঘরের ছেলে ধোনির এক অসামান্য কীর্তি। পুলওয়ামায় শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে এক বিশেষ ক্যাপ ক্রিকেটারদের এদিন দেন দলের ক্যাপ্টের ধোনি।

English summary
Diana Edulji presented coin at toss during 3rd ODI in Ranchi to celebrate women's day.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X