For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধোনির সবকটি ডাকনাম আপনি জানেন কি? দেখুন তো মেলে কিনা?

ধোনির সবকটি ডাকনাম আপনি জানেন কি? দেখুন তো মেলে কিনা?

  • |
Google Oneindia Bengali News

বিশ্বের অন্যতম সেরা ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ৩৯তম জন্মদিনে দেশজুড়ে শুভেচ্ছার ঝড় বয়ে গিয়েছে। একই সঙ্গে ক্রিকেট প্রেমীদের প্রশ্ন, কবে ফের বাইশ গজে নামবেন এমএস। সেসবের মধ্যেই দেখে নেওয়া যাক কোন কোন ডাকনামে বিশ্ব ক্রিকেটে সর্বাধিক জনপ্রিয় ধোনি।

ক্যাপ্টেন কুল

ক্যাপ্টেন কুল

ভারতকে ২০০৭-এর টি-টোয়েন্টি এবং ২০১১-এর ৫০ ওভারের বিশ্বকাপ দেওয়া মহেন্দ্র সিং ধোনি, চেন্নাই সুপার কিংসের জার্সিতে তিন বার আইপিএল খেতাব জিতেছেন। বিশ্বের হেন কোনও ট্রফি নেই, যাতে হাত পৌঁছয়নি ধোনির। উইকেট পিছনে দাঁড়িয়ে হিমশীতল এবং ইস্পাত কঠিন মানসিকতাকে হাতিয়ার করে তিনি এই সাফল্য পেয়েছেন বলে দেশের ক্রিকেট প্রেমীদের দাবি। ধোনির 'ক্যাপ্টেন কুল' নাম এসেছে সেই ভাবনা থেকেই।

মাহি

মাহি

মহেন্দ্র সিং ধোনির শৈশবের ডাকনাম 'মাহি'। পরিবারের সদস্য এবং বন্ধুরা তাঁকে এই নামেই ডাকেন। ধোনির সেই নাম বিখ্যাত হয়েছে বাইশ গজেও।

এমএসডি

এমএসডি

মহেন্দ্র সিং ধোনিকে সংক্ষেপে এমএসডি বলে ডাকতে শুরু করেছিলেন তাঁর সতীর্থরা। তা জেনে গিয়েছে বিশ্ব।

বেস্ট ফিনিশার

বেস্ট ফিনিশার

টিম ইন্ডিয়ার জার্সিতে তিন নম্বরে ব্যাট করতে নেমে প্রথম সফল হয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। বিশাখাপত্তনমে পাকিস্তানের বিরুদ্ধে তিনি ১৪৮ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন। যদিও কেরিয়ারের বেশিরভাগ সময়ে পাঁচ, ছয় কিংবা সাত নম্বরে ব্যাট করেছেন মাহি। চাপের মুহূর্তে টিম ইন্ডিয়ার জার্সিতে একাধিক কঠিন ম্যাচ তিনি ঠান্ডা মাথায় বের করেছেন। ধোনিকে একই কাজ করতে দেখা গিয়েছে আইপিএলেও। তাই তাঁকে বেস্ট ফিনিশারও বলে থাকেন ক্রিকেট প্রেমীরা।

থালা

থালা

চেন্নাই সুপার কিংসের জার্সিতে তিন বার আইপিএল খেতাব জিতেছেন মহেন্দ্র সিং ধোনি। তাই বহিরাগত হয়েও চেন্নাইয়ের মানুষের কাছে তিনি 'থালা' বা বড় দাদা।

সৌরভকে ছাড়াই ভারতের সর্বকালের সেরা ওয়ান ডে দল বাছা নিয়ে বিতর্ক, অধিনায়ক ধোনিসৌরভকে ছাড়াই ভারতের সর্বকালের সেরা ওয়ান ডে দল বাছা নিয়ে বিতর্ক, অধিনায়ক ধোনি

English summary
Do you know the nicknames of legend Mahendra Singh Dhoni
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X