For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইডেনে গোলাপি বলে মাঠে নামার আগে ভারতের এই ক্রিকেটারের থেকে টিপস নিলেন বাংলাদেশের জায়েদ

২২ নভেম্বর ভারতের মাটিতে প্রথম দিন রাতের টেস্ট। দিন রাতের টেস্ট ঘিরে কলকাতা জুড়ে এখন উন্মাদনার পারদ তুঙ্গে।

  • |
Google Oneindia Bengali News

২২ নভেম্বর ভারতের মাটিতে প্রথম দিন রাতের টেস্ট। দিন রাতের টেস্ট ঘিরে কলকাতা জুড়ে এখন উন্মাদনার পারদ তুঙ্গে। এর মাঝে ইন্দোরে শেষ দুদিন প্রস্তুতি সেরেছে ভারত-বাংলাদেশ।সেই প্রস্তুতির ফাঁকেই ভারতীয় পেসার মহম্মদ শামির থেকে গোলাপি বলে খেলার টিপস নিলেন বাংলাদেশের আবু জায়েদ।

প্রথম টেস্টে নজর কেড়েছেন জায়েদ

ভারত সফরে এসে প্রথম টেস্ট ম্যাচে বল হাতে নজর কেড়েছেন জায়েদ।ইন্দোর ম্যাচের দ্বিতীয় দিন বিরাট কোহলির উইকেট তুলে নিয়ে ডানহাতি পেসার শিরোনামে উঠে আসেন। বিরাটকে ইনসুইংয়ে পরাস্ত করে এলবিডব্লিউ আউট করে ০ রানে সাজঘরে ফেরান।

ম্যাচে ভারতের বিরুদ্ধে সব মিলিয়ে ৪টি উইকেট নিয়েছেন জায়েদ। বিরাট কোহলি ছাড়া রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক রাহানেকে আউট করেন বঙ্গ পেসার।

শামির থেকে টিপস

এক সাক্ষাৎকারে আবু জায়েদ বলেছেন, 'ইন্দোরে ম্যাচের পর শামি ভাইয়ের সঙ্গে কথা বলি। ওর থেকে টিপসও নিয়েছি। শামি ভাইয়ের মতো আমিও সিম বোলার। সেক্ষেত্রে ওর পরামর্শ আমার বোলিংয়ে ধার আনবে।আমি শামির বোলিং খুটিয়ে দেখেছি। শামির সঙ্গে আমার উচ্চতার খুব একটা পার্থক্য নেই।ভবিষ্যতে ওর মতো ভালো মানের পেস বোলার হতে চাইব।'

বিধ্বংসী ফর্মে শামি

বিধ্বংসী ফর্মে শামি

এই মুহূর্তে বল হাতে বিধ্বংসী ফর্মে রয়েছেন শামি। ইন্দোর টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট তুলে নিয়েছেন। যার মধ্য়ে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট পেয়েছেন। এরপর ইডেন টেস্টে মাঠে নামবেন শামি। ইডেনের পিচে ঘরোয়া ক্রিকেটে অতীতে গোলাপি বলে খেলেছেন, সেক্ষেত্রে চেনা মাঠে চেনা পরিবেশে শামি আরও ভয়ংকর হয়ে উঠতে পারে বলে মনে করছে ক্রিকেটমহল।

English summary
Eden day night test: Ban pacer Abu Jayed takes tips from india's Mohammed Shami
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X