For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইডেনে দিন-রাতের টেস্টের প্রথম চার দিনের টিকিট শেষ বলে জানালেন সৌরভ

ইডেনে দিন-রাতের টেস্টের প্রথম চার দিনের টিকিট শেষ বলে জানালেন সৌরভ

  • |
Google Oneindia Bengali News

২২ নভেম্বর ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে দেশের প্রথম দিন-রাতের টেস্টের আসর বসতে চলেছে। গোলাপি বলে মুখোমুখি হচ্ছে ভারত ও বাংলাদেশ। ম্যাচ ঘিরে উন্মাদনা সর্বত্র। বিসিসিআই-র মাথায় বসেই দেশের ক্রিকেট প্রেমীদের জন্য এমন একটি মুহূর্ত উপহার দিতে পেরে খুশি ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও। কমবেশি তাঁরই উদ্যোগে কলকাতায় দিন-রাতের টেস্টের প্রচার হয়েছে দুর্দান্ত। টেস্ট ম্যাচের প্রথম চার দিন, দুই দলের ক্রিকেটাররা জ্যাম প্যাকড ইডেনে খেলবেন বলেই আশ্বাস দিয়েছেন মহারাজ।

ইডেনে দিন-রাতের টেস্টের প্রথম চার দিনের টিকিট শেষ বলে জানালেন সৌরভ

বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাবি, দিন-রাতের টেস্টের জন্য ইডেনে প্রথম চার দিনের কোনও টিকিট আর অবশিষ্ট নেই। আর একদিনের মধ্যে পঞ্চম দিনের টিকিটও শেষ হয়ে যাবে বলে মনে করেন মহারাজ। তাঁর কথায়, বিরাট কোহলি, রোহিত শর্মাদের জন্য ফুল হাউস ইডেন অপেক্ষা করছে। টেস্ট ক্রিকেটে ফের এত দর্শক সমাগম ঘটাতে পেরে খুশি বিসিসিআই সভাপতি সৌরভ। তাঁর দাবি, এই ফর্ম্যাট দেশে টেস্ট ক্রিকেটের কৌলিন্য ফিরিয়ে আনতে বড় ভূমিকা নেবে।

সেই এক লাখি ইডেন আর না থাকলেও, ৬৭ হাজারই বা কম কী। দেশের অন্যতম বৃহত্তম ইডেন গার্ডেন্সে আরও একবার পরিপূর্ণতা পেতে চলেছে ক্রিকেটে। দর্শক পূর্ণ মায়াবী ইডেন, ফ্র্য়াড লাইটে গোলাপি বলের ঠোকাঠুকি দেখতে মুখিয়ে। ম্যাচ উপলক্ষ্যে গোলাপি রঙ ও বিভিন্ন কার্টুনে মুড়ে দেওয়া হয়েছে মাঠের দেওয়াল। কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, গলি এবং রাস্তায় প্ল্যাকার্ড-ব্যানারের পাশাপাশি গোলাপি দেওয়াল লিখনে শোভা বিকিরিত। ইন্ডিয়ান আর্ট কলেজের ২০ জন শিল্পী দিন রাত এক করে কার্টুন আঁকার কাজ করে চলেছেন।

আলোকিত গোলাপি রঙের বেলুন ইডেন গার্ডেন্সের মাথায় টাঙানো হয়েছে। ভারত ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক দিন-রাতের টেস্ট শেষ না হওয়া পর্যন্ত সেটি আকাশে উড়বে বলে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা সিএবি সূত্রে জানানো হয়েছে। ঐতিহ্যমণ্ডিত শহিদ মিনার, ফর্টি-টু (শহরের উচ্চতম বহুতল) সহ কলকাতার গুরুত্বপূর্ণ স্থানগুলি গোলাপি আলো দিয়ো সাজানো হয়েছে। কলকাতা পুরসভার কয়েকটি পার্কও গোলাপি আলোয় রঞ্জিত করা হয়েছে। কলকাতায় শুরু হতে চলা দিন-রাতের টেস্টে উন্মাদনা জানান দিচ্ছে গোলাপি আলোয় আলোকিত ভেসেল, টাটা স্টিল বিল্ডিং-র থ্রি-ডি ম্যাপিং।

English summary
Eden Gardens is packed tell 4th day of the day-night test, says Sourav Ganguly
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X