For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজি বাংলাদেশ, দেশে প্রথম দিন-রাতের টেস্ট হবে কলকাতার ইডেনে

বাংলাদেশ রাজি হওয়ায় দেশে প্রথম দিন-রাতের টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে কলকাতার ইডেন গার্ডেন্সে। ভারত ও বাংলাদেশের এই টেস্ট ম্যাচ ঘিরে পারদ ইতিমধ্যেই চড়তে শুরু করেছে মহানগরীতে।

  • |
Google Oneindia Bengali News

বাংলাদেশ রাজি হওয়ায় দেশে প্রথম দিন-রাতের টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে কলকাতার ইডেন গার্ডেন্সে। ভারত ও বাংলাদেশের এই টেস্ট ম্যাচ ঘিরে পারদ ইতিমধ্যেই চড়তে শুরু করেছে মহানগরীতে। মায়াবী ইডেনে দেশে প্রথমবার গোলাপী বলে টিম ইন্ডিয়াকে খেলতে দেখার আকর্ষণ আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। সৌজন্যে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

 রাজি বাংলাদেশ, দেশে প্রথম দিন-রাতের টেস্ট হবে কলকাতার ইডেনে

এর আগে ভারতে দিন-রাতের টেস্ট ম্যাচ আয়োজন করার বিপক্ষে দাঁড়িয়েছিল বিসিসিআই। কিন্তু তৎকালীন বোর্ডের বর্তমান সভাপতি তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বরাবারই দেশে গোলাপী বলে ক্রিকেট খেলানোর পক্ষে মত দিয়ে এসেছেন। এমনকী বিসিসিআই-র আপত্তি সত্ত্বেও ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা সিএবি-র সভাপতি থাকাকালীন, ২০১৬ সালে স্থানীয় লিগের একটি ম্যাচ গোলাপী বলে খেলিয়েছিলেন মহারাজ। সেই ম্যাচ খেলেছিলেন ঋদ্ধিমান সাহা, মহম্মদ শামির মতো জাতীয় দলের ক্রিকেটাররা।

সিএবি-র দেখাদেখি ২০১৬-র দলীপ ট্রফিতে গোলাপী বলে দিন-রাতের ম্যাচ অন্তর্ভূক্ত করে বিসিসিআই। মায়াঙ্ক আগরওয়াল, রবীচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, ইশান্ত শর্মার মতো ভারতীয় তারকারা সেই টুর্নামেন্ট খেলেন। এক-দুই জন ছাড়া কোনও ক্রিকেটারই ওই নতুন ফর্ম্যাট নিয়ে অসুবিধার কথা বলেননি। তা সত্ত্বেও এতদিন ঠাণ্ডা ঘরেই পড়েছিল দেশের আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট আয়োজনের ভাবনা।

বিসিসিআই-র সভাপতির আসনে বসার পর দিন-রাতের টেস্ট আয়োজন করতে উদ্যোগী হন সৌরভ গঙ্গোপাধ্যায়। আগামী নভেম্বরে ইডেনে ভারত ও বাংলাদেশের মধ্যে টেস্ট ম্যাচ দিয়ে তার শুভ উদ্বোধন ঘটাতে বদ্ধপরিকর হন মহারাজ। এ ব্যাপারে প্রথমে ভারত অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে কথা বলেন বিসিসিআই সভাপতি। মহারাজকে সবুজ সংকেত দেন ভিকে। এরপরেই দিন-রাতের টেস্ট নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলেন মহারাজ। বিসিবি ইডেনে দিন-রাতের টেস্ট খেলতে রাজি হয়েছে বলে বিসিসিআই সূত্রে খবর।

২২ নভেম্বর থেকে ইডেন গার্ডেন্সে ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে। তার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি সভাপতি নাজমুল হাসানের সঙ্গে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ফোনে কথা বলেন বলে সূত্রের খবর। মহারাজ জানান, ইডেন গার্ডেন্সে ফ্রাড লাইটে গোলাপী বলে টেস্ট ক্রিকেট খেলতে প্রতিবেশী দেশ রাজি।

ম্যাচের উদ্বোধনী দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইডেনে উপস্থিত থাকতে পারেন। সবকিছু ঠিকঠাক এগোলে ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়ন পিভি সিন্ধু ও বক্সিং-এ ছয় বারের বিশ্বজয়ী মেরি কমকে ইডেনে আমন্ত্রণ জানানো হবে বলেও জানিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। মায়াবী ইডেনে গোটা দেশকে তুলে আনতে বদ্ধপরিকর মহারাজ।

English summary
Eden Gardens will host first ever day-night test of India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X