For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২৭ বছর পর বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ড

লিগ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ১১৯ রানে হারিয়ে ২৭ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে উঠল ইংল্যান্ড। টুর্নামেন্টে তৃতীয় দল হিসেবে সেমির টিকিট পাকা করল ব্রিটিশরা।

  • |
Google Oneindia Bengali News

লিগ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ১১৯ রানে হারিয়ে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে উঠল ইংল্যান্ড। টুর্নামেন্টে তৃতীয় দল হিসেবে সেমির টিকিট পাকা করল ব্রিটিশরা। এর আগে অস্ট্রেলিয়া ও ভারত সেমিফাইনাল পাকা করেছে। উল্লেখ্য ২৭ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে উঠল থ্রি-লায়ান্সরা।

২৭ বছর পর বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ড

শেষবার ১৯৯২ সালে বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছিল ইংল্যান্ড। সেবার ফাইনালে পাকিস্তানের কাছে হেরে রানার্স হয়েছিল তারা। এরপর ২৭ বছর পর ফের বিশ্বকাপের সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করল ইংরেজরা। সেবার পঞ্চাশ ওভারের ক্রিকেট বিশ্বকাপ হয়েছিল রাউন্ড-রবিন ফর্ম্যাটে। কাকতালীয়ভাবে দীর্ঘ ২৭ বছর পর এবার বিশ্বকাপ খেলা হচ্ছে ফের রাউন্ড- রবিন ফর্ম্যাটে।

অন্যদিকে বিশ্বকাপের চতুর্থ সেমিফাইনালিস্ট কোন দল হবে, তার জন্য পাকিস্তান-বাংলাদেশের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। ইতিমধ্যেই ৯ ম্যাচ খেলে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ৪ নম্বরে রয়েছে নিউজিল্যান্ড।

এক ম্যাচ কম খেলে ৯ পয়েন্ট পাকিস্তান। তবে সরফরাজদের রান রেট অনেক কম। সেক্ষেত্রে শুক্রবার বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানকে শুধু জয় পেলেই চলবে না বড় ব্যবধানে হারাতে হবে।

বাংলাদেশের বিরুদ্ধে ৪৫০ রান তুলে সাকিবদের ১২৯ রানে অল-আউট করে অন্তত ৩২১ রানে ম্যাচ জিততে হবে সরফরাজদের। ফলে বলাই যায়, বিশ্বকাপ থেকে কার্যত বিদায় পাকিস্তানের।

English summary
England beat New Zealand by 119 runs, qualify CWC2019 semis after 27 years
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X