For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মর্গ্যান ঝড়ে কার্যত ধুয়েমুছে সাফ আফগানিস্তান, ইংল্যান্ড তুলল ৩৯৭

১৭টি ছয় এবং চারটি চার সম্বলিত মর্গ্যানের ৭১ বলে ১৪৮, জনি বেয়ারস্টোর ৯৯ বলে ৯০ ও জো রুটের ৮২ বলে ৮৮ রানের দৌলতে আফগানিস্তানের বিরুদ্ধে পাহাড় প্রমাণ চারশো থেকে তিন রান আগে থামলেন ইংরেজরা।

  • |
Google Oneindia Bengali News

যতক্ষণ ক্রিজে ছিলেন ঝড়ের মতো ছয়ের বন্যা বইয়ে গেলেন। যখন আউট হলেন তখন বিশ্বকাপের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রেকর্ড ভেঙে আচকাই নিজের দিকে ক্রিকেট বিশ্বের নজর ঘুরিয়ে নিলেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যান। এক কথায় মাঠে যাকে বলে রোলার চালালেন বাঁ-হাতি।

মর্গ্যান ঝড়ে কার্যত ধুয়েমুছে সাফ আফগানিস্তান, ইংল্যান্ড তুলল ৩৯৭

১৭টি ছয় এবং চারটি চার সম্বলিত মর্গ্যানের ৭১ বলে ১৪৮, জনি বেয়ারস্টোর ৯৯ বলে ৯০ ও জো রুটের ৮২ বলে ৮৮ রানের দৌলতে আফগানিস্তানের বিরুদ্ধে পাহাড় প্রমাণ চারশো থেকে তিন রান আগে থামলেন ইংরেজরা। ৬টি উইকেট নিতে সক্ষম হলেও ইংল্যান্ড ব্যাটসম্যানদের দাপট থামাতে ব্যর্থ হন আফগানিস্তানের বোলাররা। বিশেষ করে এতদিন নিশ্চুপ থাকা ইংরেজ অধিনায়ক ইয়ন মর্গ্যানের ব্যাট যে এই ম্যাচে এভাবে জ্বলে উঠবে, তা হয়তো কেউই ভাবতে পারেননি।

মঙ্গলবার ওল্ড ট্রাফোর্ডে আফগানিস্তানের বিরুদ্ধে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যান। জেসন রয়ের পরিবর্তে খেলতে নামা ওপেনার জেমস ভিন্স (২৬) একটু আগে ফিরে গেলে অন্য ওপেনার জনি বেয়ারস্টোর সঙ্গে জুটি বাঁধেন জো রুট। দুই ব্যাটসম্যান দলের টোটালে ১২০ রান যোগ করেন। বেয়ারস্টো আউট হলে ক্রিজে নামেন অধিনায়ক মর্গ্যান। জো রুটের সঙ্গে তাঁর ১৮৯ রানের পার্টনারশিপ হয়। শেষের দিকে মইন আলির বিধ্বংসী ব্যাটিংয়ের দৌলতে ৩৯৭-এ পৌঁছয় ইংল্যান্ডের স্কোর।

আফগানিস্তানের হয়ে ৩টি করে উইকেট নেন দৌলত জারদান ও অধিনায়ক গুলবাদিন নাইব। মিস্ট্রি স্পিনার রশিদ খান ৯ ওভারে দিলেন ১১০ রান।

English summary
England wash Afghanistan with their bat in World, captain Morgan lead from the front.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X