For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিএবি-তে ভোট দিতে পারবেন প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটাররাও! কী বলছেন মহারাজ

সিএবি-তে ভোট দিতে পারবেন প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটাররাও!

  • |
Google Oneindia Bengali News

সুপ্রিম কোর্টের রায়ের উপর ঝুলে রয়েছে বাংলার প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটাররা সিএবি-র নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা।

ভারতের ক্রিকেটীয় সংবিধান পরিবর্তন নিয়ে ৮ অগাস্ট রায় দিতে পারে সুপ্রিম কোর্ট। সেই রায় অনুযায়ী রাজ্যের প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটাররা ভোটাধিকার পাবেন কিনা, তা ঠিক করবে সিএবি। সেই সিদ্ধান্ত কার্যকর হলে সুপ্রিম কোর্ট মনোনিত বিচারপতি আরএম লোধা কমিটির সব সুপারিশই মেনে নেবে বাংলার ক্রিকেট সংস্থা।

সিএবি-তে ভোট দিতে পারবেন প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটাররাও! কী বলছেন মহারাজ

বুধবার সিএবি-র বিশেষ সাধারণ সভায় উপরোক্ত সিদ্ধান্ত নেওয়ার কথা বাইরে বেরিয়ে জানিয়েছেন সংস্থার প্রেসিডেন্ট তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। বলেছেন, ভারতের ক্রিকেটীয় সংবিধান পরিবর্তন নিয়ে সুপ্রিম কোর্ট যে রায় দেবে তা মেনে নেবে সিএবি। এরপর সিএবি-তে নতুন গঠনতন্ত্র তৈরির কথাও জানিয়েছেন সৌরভ। বলেছেন, সিএবি-র বার্ষিক সাধারণ সভার দিন নির্বাচনী অফিসার নিয়োগ করা হবে।

সুপ্রিম কোর্ট নিযুক্ত বিসিসিআই-র কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরের নির্দেশে ১৪ সেপ্টেম্বরের মধ্যে প্রতিটি রাজ্যের ক্রিকেট সংস্থার নির্বাচন শেষ করতে হবে। তবে নির্বাচন প্রক্রিয়া হুট করে সম্পন্ন হবে না বলেই জানিয়েছেন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। সুপ্রিম কোর্টের রায়ের উপর নির্ভর করে সংস্থার নতুন গঠনতন্ত্র নথিভূক্ত হওয়ার পর ভোট প্রক্রিয়া শুরু হবে।

এই মুহূর্তে সিএবি-র ভোটার সংখ্যা ১২১। সুপ্রিম কোর্টের রায়ে রাজ্যের প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটাররা ভোটাধিকার পেলে পুরুষ-মহিলা মিলিয়ে সেই সংখ্যা বাড়বে বলেই জানিয়েছেন সংস্থার যুগ্ম সচিব অভিষেক ডালমিয়া।

English summary
Ex International Cricketers of Bengal will get voting rights in CAB
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X