For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিএবি'র বিশেষ সম্মান পাচ্ছেন অরুণ লাল

ভারতের প্রাক্তন ক্রিকেটার অরুণ লালকে এবার আজীবন স্বীকৃতি সম্মান দিতে চলেছে সিএবি। ৩ অগাস্ট নেতাজি ইন্দোরে সিএবি'র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জীবনকৃতি পুরস্কারে ভূষিত করা হবে তাঁকে।

  • |
Google Oneindia Bengali News

ভারতের প্রাক্তন ক্রিকেটার অরুণ লালকে এবার আজীবন স্বীকৃতি সম্মান দিতে চলেছে সিএবি। ৩ অগাস্ট নেতাজি ইন্দোরে সিএবি'র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জীবনকৃতি পুরস্কারে ভূষিত করা হবে তাঁকে।

সিএবির বিশেষ সম্মান পাচ্ছেন অরুণ লাল


নয়ের দশকে বাংলা দলের হয়ে রঞ্জি জিতেছেন অরুণ লাল। এই সম্মানের জন্য বিবেচিত হয়ে অরুণ লাল বলেন, 'বাংলার হয়ে খেলার সুযোগ পেয়েছিলাম। সেটাই বড় পাওনা। এবার বাংলা থেকে জীবনকৃতি সম্মানের জন্য বিবেচিত হতে পেরে গর্বিত।' প্রসঙ্গত বর্তমানে মনোজদের কোচ হিসেবে বাংলা দলের সঙ্গে কাজ করছেন তিনি। বিশেষ সম্মান পাওয়ার ঘোষণার পর অরুণ লাল বলেন, 'ক্রিকেট জীবনে বাংলাকে সেবা করেছি, এবার কোচ হিসেবে বাংলাকে রঞ্জি চ্যাম্পিয়ন করতে চাই। আমার দীর্ঘ লড়াইয়ের স্বীকৃতি এই পুরস্কার, যা ভবিষ্যতে তরুণ প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে। '

প্রসঙ্গত অরুণ লালের সঙ্গে সিএবি'র এই পুরস্কারের দৌড়়ে বেশ কিছু প্রাক্তন ক্রিকেটারেরও নাম ছিল। শেষ পর্যন্ত অরুণ লালকেই জীবনকৃতি সম্মানের জন্য বেছে নেওয়া হয়।

উল্লেখ্য ১৯৮২-১৯৮৯ সাল পর্যন্ত দেশের হয়ে ১৬টি টেস্ট, ১৩টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন অরুণ লাল। বাংলার হয়ে ১৯৮৯ সালে রঞ্জি জেতেন এই ক্রিকেটার। বাইশ গজের পাশাপাশি জীবনযুদ্ধে ক্যান্সারকে হারিয়েছেন তিনি।

English summary
Formar Indian cricketer Arun Lal will be conferred CAB’s Lifetime Award
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X