For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএলে এমএস ধোনির দুর্দান্ত অধিনায়কত্বের কয়েকটি উদাহরণ তুলে ধরা হল

আইপিএলে এমএস ধোনির দুর্দান্ত অধিনায়কত্বের কয়েকটি উদাহরণ তুলে ধরা হল

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের জন্য আইপিএল স্থগিত না হলে এই টুর্নামেন্টেই দীর্ঘ আট মাস পর প্রত্যাবর্তন ঘটার সম্ভাবনা রয়েছে লেজেন্ড এমএস ধোনির। তাঁরই নেতৃত্বে তিন বার আইপিএলের খেতাব জিতেছে চেন্নাই সুপার কিংস। দেখে নেওয়া যাক এই টুর্নামেন্টে মহেন্দ্র সিং ধোনির মাথা থেকে বেরনো কিছু মাস্টারস্ট্রোক।

২০১০

২০১০

২০১০ সালের আইপিএলের ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস। ম্যাচে আগে ব্যাট করেছিল সিএসকে। দ্বিতীয় ইনিংসের ১৮তম ওভারে ২২ রান নেন ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটসম্যান কাইরন পোলার্ড। ম্যাচ এবং ফাইনাল জিততে ১২ বলে ৩৩ রান করতে হত মুম্বই-কে। সেই সময় অস্ট্রেলিয়ার দীর্ঘদেহী ক্রিকেটার ম্যাথু হেডেনকে মিড অফে দাঁড় করিয়েছিলেন এমএস ধোনি। দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার আলবে মর্কেলের বলে হেডেনের হাতে ক্যাচ দিয়েই সাজঘরে ফিরেছিলেন পোলার্ড। ট্রফি জিতেছিল সিএসকে।

গেইলের বিরুদ্ধে অশ্বিন

গেইলের বিরুদ্ধে অশ্বিন

চিপকে হওয়া ২০১১-র আইপিএলের ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস। আগে ব্যাট করে বিরাট কোহলিদের সামনে ২০৬ রানের লক্ষ্যমাত্রা খাড়া করেছিল হলুদ ব্রিগেড। সেই টুর্নামেন্টে ১২ ম্যাচে ৬০৮ রান করা বিধ্বংসী ক্রিস গেইল, ফাইনালেও আরসিবি-র হয়ে ওপেন করতে নেমেছিলেন। তাঁকে জব্দ করতে ইনিংসের প্রথম ওভারেই স্পিনার রবীচন্দ্রন অশ্বিনের হাতে বল তুলে দিয়েছিলেন সিএসকে অধিনায়ক এমএস ধোনি। যে গেইলের ব্যাট চললে বিরাটরা ম্যাচ জিততে পারতেন, তাঁকে ওই ওভারের চতুর্থ বলেই সাজঘরে ফিরিয়ে দিয়েছিলেন অশ্বিন। ফাইনাল জিতেছিল চেন্নাই সুপার কিংস।

ওপেনে রায়ডু

ওপেনে রায়ডু

লাগাতার খারাপ পারফরম্যান্সের জন্য ২০১৮-র আইপিএল মরশুমে ব্যাটসম্যান আম্বাতি রায়ডুকে ছেঁটে ফেলেছিল মুম্বই ইন্ডিয়ান্স। সেই ক্রিকেটারকেই লুফে নিয়েছিল চেন্নাই সুপার কিংস। দলে নেওয়া শুধু নয়, ওই মরশুমে রায়ডুকে দিয়ে ইনিংস শুরু করার চ্যালেঞ্জ নিয়েছিলেন সিএসকে অধিনায়ক এমএস ধোনি। সফল হয়েছিলেন রায়ডু। সেই আইপিএলে তাঁর ব্যাট থেকে এসেছিল ৬০২ রান। স্পট ফিক্সিং কাণ্ডে দুই বছর পর আইপিএলের আঙিনায় ফিরেই চ্যাম্পিয়ন হয়ে দারুণ জবাব দিয়েছিল সিএসকে।

পাওয়ার প্লে-তে চাহার

পাওয়ার প্লে-তে চাহার

খুব বেশি পেস না থাকলেও তরুণ দীপক চাহারের সুইং খেলতে গিয়ে বিপদে পড়েন ব্যাটসম্যানরা। দীপকের এই গুনকে শুরুর দিকের পাওয়ার প্লে-তে কাজে লাগান এমএস ধোনি। নতুন বলে কামাল দেখান চাহার। ২০১৯-র আইপিএল মরশুমে চেন্নাই সুপার কিংসের হয়ে ২২ উইকেট নেন দীপক।

English summary
Examples of MS Dhoni's brilliance captaincy in IPL 2020
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X