For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্রিকেট বিশ্বকাপে দ্রুততম অর্ধশতরান রয়েছে যাঁদের

চলতি বিশ্বকাপে দ্রুততম অর্ধশতরান করেছেন অস্ট্রেলিয়ান উইকেটকিপার ব্যাটসম্যান অলেক্স ক্যারি।

  • |
Google Oneindia Bengali News

চলতি বিশ্বকাপে দ্রুততম অর্ধশতরান করেছেন অস্ট্রেলিয়ান উইকেটকিপার ব্যাটসম্যান অলেক্স ক্যারি। ওভালে ভারতের বিরুদ্ধে মাত্র ২৫ বলে অর্ধশতরান হাঁকান ক্যারি। ম্যাচে শেষ পর্যন্ত ৫৫ রান করে অপরাজিত থাকলেও ভারতের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিতে ব্যার্থ হন অ্যালেক্স।

ক্রিকেট বিশ্বকাপে দ্রুততম পাঁচ অর্ধশতরান রয়েছে যাঁদের

একনজরে দেখে নেওয়া যাক, পঞ্চাশ ওভারের ক্রিকেট বিশ্বকাপে দ্রুততম অর্ধশতরানের মালিক কারা

৫)মার্ক বাউচার- দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার ব্যাটসম্যান মার্ক বাউচার ২০০৭ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২২ বলে অর্ধশতরান হাঁকিয়েছিলেন। ২০০৭ বিশ্বকাপের সুপার আটের লড়াইয়ের সেই ম্যাচে ৪ উইকেট হারিয়ে ৩৫৬ রান তুলেছিল প্রোটিয়ারা। ক্যারিবিয়নদের ৬৭ রানের হারিয়ে ম্যাচ জিতেছিল দক্ষিণ আফ্রিকা।

৪) মার্ক বাউচার-২০০৭ বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে নেদারল্যান্ডের বিরুদ্ধে ২১ বলে অর্ধশতরান করেছিলেন প্রোটিয়াদের প্রাক্তন উইকেটকিপার মার্ক বাউচার। ম্যাচে ৩১ বল খেলে ৭৫ রানে অপরাজিত ছিলেন তিনি। ৪০ ওভার ব্যাট করে নেদারল্যান্ডের বিরুদ্ধে ৩ উইকেট হারিয়ে প্রোটিয়াদের ইনিংস শেষ হয়েছিল ৩৫৩ রানে। জবাবে ডাচদের ১৩২ রানে বেঁধে রেখে দক্ষিণ আফ্রিকা ম্যাচ জিতেছিল ২২১ রানে।

৩)অ্যাঞ্জেলো ম্যাথিউস- ২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিরুদ্ধে ২০ বলে অর্ধশতরান হাঁকানোর কীর্তি রয়েছে শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক ম্যাথিউসের। ম্যাচে ৯ উইকেট হারিয়ে ৩৬৩ রানের পাহাড় গড়ছিল শ্রীলঙ্কা। স্কটল্যান্ডকে ২১৫ রানে আউট করে, ১৪৮ রানে ম্যাচ জিতে নেয় শ্রীলঙ্কা।

২)ব্রেন্ডন ম্যাকুলাম- বিশ্বকাপের মেগা মঞ্চে ২০ বলে অর্ধশতরান করার নজির রয়েছে নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়কের। ২০০৭ বিশ্বকাপে কানাডার বিরুদ্ধে ২০ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন ম্যাকুলাম। ৫২ রানে অপরাজিত থেকে কিউয়িদের ৩৬৩ রানে পৌঁছে দিয়েছিলেন ব্রেন্ডন। কানাডাকে ১১৪ রানে হারিয়ে ম্যাচ জিতেছিল কিউয়িরা।

১) ব্রেন্ডন ম্যাকুলাম- বিশ্বকাপে সবচেয়ে কম বলে হাফ সেঞ্চুরি হাঁকানোর বিশ্বরেকর্ড রয়েছে ম্যাকুলামের। ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ১৮ বলে হাফ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন কিউয়ি অধিনায়ক। লো স্কোরিং প্রথমে ম্যাচ করে ৩৩.২ ওভারে ১২৩ রানে গুটিয়ে গিয়েছিল ইংল্যান্ড। রান তাড়া করতে নেমে ২৫ বলে ৭৭ রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচ জয়ের ভিত গড়ে দেন ম্যাকুলাম। কিউয়িরা ম্যাচ জিতেছিল ৮ উইকেটে।

[আরও পড়ুন:বিশ্বকাপ ফ্যান্টাসি প্রোমো ক্যাম্পেন, ভবিষ্যদ্বাণী করুন ও নগদ জিতুন ][আরও পড়ুন:বিশ্বকাপ ফ্যান্টাসি প্রোমো ক্যাম্পেন, ভবিষ্যদ্বাণী করুন ও নগদ জিতুন ]

English summary
fastest half-centuries in icc cricket world cup
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X