For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফিরে দেখা ২০১৯: ওডিআইয়ে এবছর সবচেয়ে বেশি রান হাঁকানোয় প্রথম দশে কারা

ফিরে দেখা ২০১৯: ওডিআইয়ে এবছর সবচেয়ে বেশি রান হাঁকানোয় প্রথম দশে কারা

  • |
Google Oneindia Bengali News

শেষ হতে চলেছে আরও একটি বছর। ২০১৯ পেরিয়ে আসছে ২০২০। একনজের এবছর ওডিআই ক্রিকেটে রান হাঁকানোর তালিকায় প্রথম দশে কারা রয়েছেন দেখে নিন।

শীর্ষে রোহিত শর্মা

শীর্ষে রোহিত শর্মা

ওডিআই ক্রিকেটে এবছর সাতটি সেঞ্চুরি হাঁকিয়েছেন হিটম্যান রোহিত শর্মা। যার মধ্যে ইংল্যান্ডের মাটিতে পঞ্চাশ ওভারের বিশ্বকাপের ম্যাচে পাঁচটি সেঞ্চুরি হাঁকিয়েছেন। এক বিশ্বকাপে সবচেয়ে বেশি ৫টি সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড গড়েছেন হিটম্যান। সব মিলিয়ে ওডিআইয়ে ২৮ম্যাচের ২৭ ইনিংসে খেলে রোহিতের সংগ্রহ ১৪৯০ রান।

বিরাট কোহলি

বিরাট কোহলি

আন্তর্জাতিক রানের বিচারে শীর্ষে থেকে বছর শেষ করলেও ওডিআইয় ক্রিকেটে রান হাঁকানোয় এবছর রোহিতের পরে দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট কিং কোহলি। এবছর ২৬ ম্যাচে ২৫ ইনিংস খেলেছেন বিরাট। এই ২৫ ইনিংসে ৫টি সেঞ্চুর হাঁকিয়েছেন। ওডিআইয়ে এবছর বিরাটের মোট রান ১৩৭৭।

সাই হোপ

সাই হোপ

২৮ ম্যাচের ২৬ ইনিংসে ৪টি সেঞ্চুরি হাঁকিয়েছেন হোপ। ওডিআই ক্রিকেটে এবছর তাঁর সংগ্রহ ১৩৪৫ রান। ২০১৯ সালে ওডিআইয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় ৩ নম্বরে রয়েছেন ওয়েস্ট ইন্ডিয়ান এই ওপেনার।

অ্যারন ফিঞ্চ

অ্যারন ফিঞ্চ

বিশ্বকাপে এবছর শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৫৩ রান হাঁকিয়েছিলেন। ওডিআইয়ে এবছর ২৩ ইনিংস খেলে ফিঞ্চের সংগ্রহ ১১৪১ রান।৪টি সেঞ্চুরি হাঁকিয়েছেন ফিঞ্চ।

বাবর আজম

বাবর আজম

২০টি ওডিআই ম্যাচে পাকিস্তানের বাবর আজমের সংগ্রহ ১০৯২ রান। ৩ টি সেঞ্চুরি হাঁকিয়েছেন বাবর।

উসমান খোয়াজা

উসমান খোয়াজা

অজি বাঁ-হাতি এই ব্যাটসম্যান ২০১৯ সালে ২২ ম্যাচে ১০৮৫ রান করেছেন। সংগ্রহ ২টি সেঞ্চুরি।

কেন উইলিয়ামসন

কেন উইলিয়ামসন

নিউজিল্যান্ড অধিনায়ক এবছর ১৯ ইনিংস খেলে ৯৪৮ রান করেছেন। সংগ্রহে ২টি সেঞ্চুরি।

রস টেলার

রস টেলার

২০ টি ওডিআই ইনিংস খেলে সংগ্রহ ৯৪৩ রান। সংগ্রহ ১টি শতরান।

জো রুট

জো রুট

ইংল্যান্ডের মিডল অর্ডারের নির্ভরযোগ্য এই ডানহাতি এবছর ২০ ইনিংস খেলে ৯১০ রান করেছেন। ৩টি সেঞ্চুরি করেছেন রুট।

ইমাম উল হক

ইমাম উল হক

২০১৯ সালে ওডিআই ক্রিকেটে সর্বোচ্চ রান প্রাপকদের তালিকায় সেরা দশের মধ্যে দশ নম্বরে রয়েছেন পাকিস্তানের ইমান উল হক। ২১ ইনিংসে তাঁর সংগ্রহ ৯০৪ রান। ৩টি সেঞ্চুরি হাঁকিয়েছেন ইমাম।

English summary
flashback 2019: most ODI run scorer in 2019, top 10 batsmens in odi in 2019
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X