For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হর্ষ ভোগলের নাম শুনলে প্রথমেই কী মনে হয় সঞ্জয় মঞ্জরেকরের? ফের বিতর্কের গন্ধ!

হর্ষ ভোগলের নাম শুনলে প্রথমেই কী মনে হয় সঞ্জয় মঞ্জরেকরের? ফের বিতর্কের গন্ধ!

  • |
Google Oneindia Bengali News

গত বছরের নভেম্বরে, কলকাতার ইডেন গার্ডেন্সে ভারত বনাম বাংলাদেশের গোলাপি বলে টেস্ট চলার সময় কমেন্ট্রি বক্সে, ধারাভাষ্যকার হর্ষ ভোগলেকে আক্রমণ করে বিতর্কে জড়িয়েছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর। পরে বিসিসিআই-র ধারাভাষ্যকারের প্যানেল থেকেও বাদ দেওয়া হয় মুম্বইকরকে। সেই সঞ্জয় মঞ্জরেকরই আরও একবার হর্ষ ভোগলে সম্পর্কে মুখ খুলে কী বলতে চাইলেন, জেনে নেওয়া যাক।

সঞ্জয় বনাম হর্ষ

সঞ্জয় বনাম হর্ষ

গত নভেম্বরে দেশের প্রথম গোলাপি বলের টেস্টের আসর বসেছিল কলকাতার ইডেন গার্ডেন্সে। ওই ম্যাচ চলাকালীন কমেন্ট্রে বক্সে, ভারতীয় ধারাভাষ্যকার হর্ষ ভোগলেকে অপমান করার অভিযোগ উঠেছিল দেশের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকরের। দুই ব্যক্তিত্ব কমেন্ট্রি বক্সেই তর্কাতর্কিতে জড়িয়েছিলেন বলে শোনা যায়।

কী হয়েছিল সেদিন

কী হয়েছিল সেদিন

সেই ম্যাচ চলাকালীন হর্ষ ভোগলে বলেছিলেন, ক্রিকেটারদের ফ্রাড লাইটে গোলাপি বল দেখতে অসুবিধা হচ্ছে কিনা, তা তাঁদের জিজ্ঞাসা করা উচিত। তাঁর পাল্টা হিসেবে সঞ্জয় মঞ্জরেকর নাকি হর্ষ ভোগলেকে বলেছিলেন, সেই প্রশ্ন প্রশ্নকর্তাকেই করা উচিত। ক্রিকেটারদের বল দেখতে কোনও সমস্যা হচ্ছে না, তা পরিস্কার বলেও দাবি তুলেছিলেন মঞ্জরেকর।

সমালোচিত মঞ্জরেকর

সমালোচিত মঞ্জরেকর

ধারাভাষ্যকার হর্ষ ভোগলের সঙ্গে এই আচরণের জন্য সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচিত হয়েছিলেন সঞ্জয় মঞ্জরেকর। পরবর্তী কালে তাঁকে বিসিসিআই-র ধারাভাষ্যকারের প্যানেল থেকেও বাদ দেওয়া হয়। যদিও এ ব্যাপারে সেরকম কোনও মন্তব্য করেন দেশের প্রাক্তন ক্রিকেটার।

হর্ষ নিয়ে ফের সরব

হর্ষ নিয়ে ফের সরব

পুরনো বিতর্ক উস্কে ধারাভাষ্যকার হর্ষ ভোগলে সম্পর্কে ফের মন্তব্য করেছেন দেশের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর। তবে এবার হর্ষের সুখ্যাতি করেছেন মুম্বইকর। হর্ষ ভোগলের নাম শুনলে তাঁর কী মনে হয়? প্রশ্নের উত্তরে সঞ্জয় মঞ্জরেকর বলেছেন ভারতের সেরা ধারাভাষ্যকার। যা নেট দুনিয়ায় ফের সাড়া ফেলেছে।

English summary
Former cricketer Sanjay Manjrekar speaks on commentator Harsha Bhogle again
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X