For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'পাবলিক সব জানতি হ্যায়', তেলাঙ্গানা এনকাউন্টার নিয়ে মঞ্জরেকরের রহস্যজনক টুইট!

'পাবলিক সব জানতি হ্যায়', তেলাঙ্গানা এনকাউন্টার নিয়ে মঞ্জরেকরের রহস্যজনক টুইট

  • |
Google Oneindia Bengali News

তেলাঙ্গানায় তরুণী চিকিৎসককে ধর্ষণ করে পুড়িয়ে খুনের ঘটনার দশ দিনের মধ্যে অভিযুক্ত চার জনেরই পুলিশের গুলিতে ঝাঝরা হয়ে মৃত্যু হয়েছে। তা নিয়ে গোটা দেশ যখন উত্তাল, তখন প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকরের এ সংক্রান্ত এক রহস্যজনক টুইটকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় জোর আলোচনা শুরু হয়েছে।

পাবলিক সব জানতি হ্যায়, তেলাঙ্গানা এনকাউন্টার নিয়ে মঞ্জরেকরের রহস্যজনক টুইট!

তেলাঙ্গানার যে স্থানে তরুণী চিকিৎসককে ধর্ষণ করার পর খুন করা হয়েছিল, সেখানেই ঘটনার চার অভিযুক্তকে গুলি করে খুন করে সাইবারাবাদ পুলিশ। কমিশনার ভিসি সাজ্জানার বলেন, ঘটনার পুনর্নিমাণ ও কিছু তথ্য মেলানোর জন্য মহম্মদ আরিফ, নবীন, শিবা ও চেন্নাকেশাভুলুকে কালভার্টের নিচে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সেই সময় অভিযুক্তরা পুলিশের বন্দুক ছিনিয়ে পালানোর চেষ্টা করলে তাদের বাধ্য হয়ে গুলি করে হত্যা করা হয় বলে জানানো হয়।

যদিও পুলিশের এই এনকাউন্টারকে সাজানো হিসেবে দেখছে দেশের একটা মহল। অনেকে আবার তেলাঙ্গানায় তরুণী চিকিৎসককে ধর্ষণ করে পুড়িয়ে খুনের ঘটনার অভিযুক্তদের এভাবে হত্যা করার বিপক্ষেও কথা বলেছেন। সেসবের মধ্যে এই ঘটনা নিয়ে দেশের প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকরের রহস্যজনক টুইট ঘিরে সোশ্যাল মিডিয়ায় জোর আলোচনা শুরু হয়েছে।

<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">There is a famous Kishore Kumar song ‘Yeh public hai yeh sab jaanti hai’. Public ain’t so naive.<a href="https://twitter.com/hashtag/RapistEncounter?src=hash&ref_src=twsrc%5Etfw">#RapistEncounter</a></p>— Sanjay Manjrekar (@sanjaymanjrekar) <a href="https://twitter.com/sanjaymanjrekar/status/1203195070888808449?ref_src=twsrc%5Etfw">December 7, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

ইংল্যান্ড বিশ্বকাপ চলাকালীন ভারতীয় অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজাকে 'ক্ষুদ্র ও টুকরো' ক্রিকেটার বলে বিতর্কে জড়ানো মঞ্জরেকর তেলাঙ্গানা এনকাউন্টার নিয়ে টুইটারে প্রতিক্রিয়া দিতে গিয়ে কিশোর কুমারের জনপ্রিয় গানের লাইন তুলে ধরেছেন। লিখেছেন, 'ইয়ে পাবলিক হ্য়ায় ইয়ে সাব জানতি হ্যায়'। এমন মন্তব্য করে মঞ্জরেকর সাইবেরাবাদ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বলে মনে করছেন নেটিজেনরা। এর জন্য দেশের প্রাক্তন ক্রিকেটারকে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখেও পড়তে হয়েছে।

English summary
Sanjay Manjrekar left cryptic tweet on Telangana encounter
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X