For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশের হয়ে এই ক্রিকেটার একদিন টেস্টে ৫০ বলে সেঞ্চুরি করবে, স্বপ্ন দেখছেন গম্ভীর

দেশের হয়ে এই ক্রিকেটার একদিন টেস্টে ৫০ বলে সেঞ্চুরি করবে, স্বপ্ন দেখছেন গম্ভীর

  • |
Google Oneindia Bengali News

ইন অ্যান্ড আউট! ভারতীয় ক্রিকেটমহলে লোকেশ রাহুলকে নিয়ে এই বাক্য প্রচলিত। কোনও ক্রিকেটার চোট আঘাত পেলে পরিবর্ত হিসেবে দলে সুযোগ পান, ভালো খেললেও এরপর সেই ক্রিকেটার প্রত্যাবর্তন করলে দল থেকে বাদ পড়তে হয়। বিশ্বকাপ থেকে হালের ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। শিখর ধাওয়ান চোট পেতে তাঁর পরিবর্ত হিসেবে ওপেনিং নেমেছেন। আর নেমেই রোহিতের সঙ্গে দারুণ সফল লোকেশ রাহুল।

রাহুলের ব্যাটিং দেখে খুশি গম্ভীর

রাহুলের ব্যাটিং দেখে খুশি গম্ভীর

এই রাহুলই এবার আগামী দিনে পঞ্চাশ বলে টেস্ট সেঞ্চুরি হাঁকাতে পারেন বলে মনে করছেন গৌতম গম্ভীর। মঙ্গলবার রান তাড়া করতে নেমে, রাহুলের ব্যাটেই রানের ভিত গড়েছে ভারত। ৫ রানের জন্য রাহুল হাফ সেঞ্চুরি হাতছাড়া করেন। ৩২ বলে ৪৫ করে আউট হয়েছেন। রাহুলের ইনিংসের পর ১৪৩ তাড়া করতে নেমে অনায়াসেই ম্যাচ জিতেছে ভারত।

রাহুলকে নিয়ে কী বললেন গম্ভীর

রাহুলকে নিয়ে কী বললেন গম্ভীর

সাম্প্রতিক সময়ে সীমিত ওভারের ক্রিকেটে রাহুলের ব্যাটে রানের ধারাবাহিকতা দেখে খুশি গম্ভীর। বিশ্বকাপজয়ী দেশের প্রাক্তন এই ওপেনার বলেছেন, 'শুধু সাদা বলেই নয় রাহুলের যা প্রতিভা রয়েছে,তাতে টেস্টে ও রাহুল বিধ্বংসী ব্যাটিং করতে পারবে।ওর হাতে অনেক ধরনের শট রয়েছে। '

একনজরে রাহুলের ব্যাটে সাম্প্রতিক রান

একনজরে রাহুলের ব্যাটে সাম্প্রতিক রান

১) ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ৬২(প্রথম ম্যাচে) ও ৯১ রান(তৃতীয় ম্যাচে)
২) ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজে ১০২(দ্বিতীয় ম্যাচে) ও ৭৭ রান (তৃতীয় ম্যাচে)

 বিশ্বকাপের রাহুলের ব্যাটিং

বিশ্বকাপের রাহুলের ব্যাটিং

ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপের ম্যাচে ৯ ম্যাচ ব্যাটিং করে রাহুল ৩৬০ রান করেন।

বিশ্বকাপের সেঞ্চুরি

ইংল্যান্ডের মাটিতে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে কেরিয়ারের প্রথম বিশ্বকাপ সেঞ্চুরি হাঁকান রাহুল। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওপেনিংয়ে নেমে সেঞ্চুরি করেছিলেন রাহুল। বিশ্বকাপের লিগ পর্বের সেই ম্যাচে ১১১ রান করে রাহুল আউট হয়েছিলেন।

English summary
Gautam Gambhir believes KL Rahul Capable of Scoring 50-Ball Ton in test cricke
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X