For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গম্ভীরের মতে, ভারতীয় ক্রিকেটে ধোনির উত্তরসূরি হতে পারে যে তিন ক্রিকেটার

ছবিটা পরিষ্কার, চলতি বছরেই আন্তর্জাতিক ক্রিকেটকে অবসর জানাতে চলছেন এমএসডি। একনজরে দেখে নেওয়া যাক, কিপার ধোনি ক্রিকেট ছাড়লে কারা হতে পারেন তাঁর উত্তরসূরি

  • |
Google Oneindia Bengali News

ছবিটা পরিষ্কার, চলতি বছরেই আন্তর্জাতিক ক্রিকেটকে অবসর জানাতে চলছেন এমএসডি। এখন প্রশ্ন একটাই, আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেই কি অবসর নাকি,ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজে ফেয়ারওয়েল ম্যাচ খেলে বিশ্রামে যেতে চলেছেন। একনজরে দেখে নেওয়া যাক, কিপার ধোনি ক্রিকেট ছাড়লে সীমিত ওভারের ক্রিকেটে তাঁর জুতোয় পা গলিয়ে শূন্যস্থান ভরাট করতে পারেন কারা।

গম্ভীরের মতো, ভারতীয় ক্রিকেটে ধোনির উত্তরসূরি হতে পারে যে তিন ক্রিকেটার

ভারতীয় দলের বহু যুদ্ধের কাণ্ডারি ও ধোনির এক সময়ের সতীর্থ গম্ভীরের মতে, মাহির অবসরের এই সন্ধীক্ষণ থেকে ভবিষ্যতের স্থায়ী উইকেটকিপার তৈরি করার কাজে নেমে পড়তে হবে। সেক্ষেত্রে তিন নামকে বিকল্প বলছেন প্রাক্তন ওপেনার।

গম্ভীরের মতে, ৩৮ এর ধোনির অবসরের পর পাকাপাকিভাবে তিন ফর্ম্যাটেই কিপার ব্যাটসম্যান হিসেবে প্রথম পছন্দ ঋষভ পন্থ।প্রসঙ্গত বিশ্বকাপে ভারতের শেষ দিকের ম্যাচগুলিতে চার নম্বরে ব্যাট করেছেন পন্থ। সেখানে যদিও তাঁর ঝুঁকিপূর্ণ শট খেলা নিয়ে প্রশ্ন উঠেছে। এছাড়া টেস্টে তিনিই এখন কিপার হিসেবে কোহলির প্রথম পছন্দ।

দু'বারের বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেটার আরও বলেন, এছাড়াও ভারতের হাতে কিপার ধোনির বেশ কয়েকজন বিকল্প রয়েছে। এখন থেকেই তাঁদের স্কিলকে পরিচর্চা করতে হবে। সেক্ষেত্রে ধোনির উত্তরসূরি হিসেবে আরও দুই নামকে সাজেস্ট করেছেন তিনি। বিকল্প হিসেবে দুই ও তিন নম্বরে ঈশান কৃষাণ ও সঞ্জু স্যামসনকে রাখছেন গৌতম।

দুই উঠতি তারকাই আইপিএলে সাফল্যে পেয়েছেন। দেশের জার্সিতে অভিষেক না হলেও মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে শেষ কয়েক বছরে যতটুকু সুযোগ পেয়েছেন তাতে নজর কেড়েছেন ঈশান।অন্যদিকে
সঞ্জুকে নিয়েও ক্রিকেটমহলে প্রত্যাশা তুঙ্গে। আইপিএল কেরিয়ারে সঞ্জুর দুটি শতরান রয়েছে ডান হাতি এই ব্যাটসম্যানের। দেশের জার্সিতে ২০১৫ সালে অভিষেকে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সঞ্জু।

English summary
Gautam Gambhir reveals 3 young stars who can replace MS Dhoni
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X