For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপ না পাওয়া জিনিয়াসদের নেতা সৌরভকে বাছলেন বিশেষজ্ঞরা

১৯৭৫ সালে ইংল্যান্ডের মাটিতে প্রথম শুরু হয় ক্রিকেট বিশ্বকাপ। ৪৪ বছর পর ফের টেমসের পারের দেশেই শুরু হবে ক্রিকেটের সেই মহাযজ্ঞ। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা।

  • |
Google Oneindia Bengali News

১৯৭৫ সালে ইংল্যান্ডের মাটিতে প্রথম শুরু হয় ক্রিকেট বিশ্বকাপ। ৪৪ বছর পর ফের টেমসের পারেই শুরু হবে এবারের ক্রিকেটের মহাযজ্ঞ। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা।

এই চার দশকে বিশ্বকাপের মঞ্চ এমন কিছু অল-টাইম-গ্রেট ক্রিকেটারদের বিক্রম দেখেছে, যাঁরা কোনোদিন এই ট্রফি তুলতে পারেননি। তাঁদেরই মধ্যে সেরা এগারো জনকে নির্বাচন করে সেই সব খেলোয়াড়দের সম্মান জানিয়েছেন ক্রিকেট প্রেমী ও বিশেষজ্ঞরা। সৌরভ গাঙ্গুলী ছাড়াও সেই দলে রয়েছেন আরো দুই ভারতীয়।

অধিনায়ক সৌরভ

অধিনায়ক সৌরভ

প্রাক্তন ক্রিকেটারদের এই দলের নেতা বাছা হয়েছে ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক তথা বাঁ-হাতি ব্যাটসম্যান সৌরভ গাঙ্গুলীকে। বিশ্বকাপের ২১টি ম্যাচে ৫৫.৮৮-র গড়ে ১০০৬ রান করা বাংলার মহারাজকেই দলের অন্যতম ওপেনারও বেছেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

দ্বিতীয় ওপেনার দিলসান

দ্বিতীয় ওপেনার দিলসান

বিশ্বকাপের ২৫টি ম্যাচে ৫২.৯৫-র গড়ে ১১১২ রান করা শ্রীলঙ্কার তিলকরত্নে দিলসানকে এই দলে অধিনায়ক সৌরভের ওপেনিং পার্টনার বাছা হয়েছে।

তিনে সাঙ্গা

তিনে সাঙ্গা

তিন নম্বরে নামবেন শ্রীলঙ্কার সর্বকালের সেরা উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। বিশ্বকাপের ৩৫টি ম্যাচে ৫৬.৭৪-র গড়ে ১৫৩২ রান করেছেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক।

চারে লেজেন্ড

চারে লেজেন্ড

টেস্টে ক্রিকেটে এক ইনিংসে ৪০০ রানের রেকর্ডের মালিক, বিশ্বের সর্বকালের সেরা ও স্টাইলিস্ট বাঁ-হাতি ব্যাটসম্যান ব্রায়ান লারাকে সেকেন্ড ডাউন নামাতে চান বিশেষজ্ঞরা। বিশ্বকাপ ৩৩ ম্যাচ খেলে ৪২.২৪-র গড়ে ১২২৫ রান করেছেন এই ক্যারিবিয়ান লেজেন্ড।

পাঁচে এবিডি

পাঁচে এবিডি

মোস্ট ডেস্ট্রাকটিভ ক্রিকেটার অফ অল টাইম ইন অল ফর্ম্যাট এবি ডিভিলিয়ার্স নামবেন পাঁচে। বিশ্বকাপে ২২টি ম্যাচ খেলে ১২০৭ রান করেছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক।

ছয়ে কালিস

ছয়ে কালিস

বিশ্বের সর্বকালের সেরা অল-রাউন্ডার জ্যাক কালিসকে এই দলে ফোর্থ ডাউন নামোনোর কথা ভেবেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। বিশ্বকাপে ১১৪৮ রান করার পাশাপাশি ২১টি উইকেটও নিয়েছেন এই দক্ষিণ আফ্রিকান লেজেন্ড।

সাতে ক্লুজনার

সাতে ক্লুজনার

প্রোটিয়াসদের দলের আরো এক অল-রাউন্ডার লান্স ক্লুজনারকে প্রাক্তন বিশ্বকাপারদের একাদশে সাতে নামানোর কথা ভাবা হয়েছে। নিজের বিশ্বকাপ ক্যারিয়ারে ১২৪-র গড়ে ৩৭২ রান করার পাশাপাশি ২২টি উইকেটও নিয়েছেন এই দক্ষিণ আফ্রিকান।

আটে ভিত্তোরি

আটে ভিত্তোরি

নিউজিল্যান্ডের সর্বকালের সেরা বাঁ-হাতি স্পিনার ড্যানিয়েল ভিত্তোরিকে এই দলের অন্যতম সদস্য বাছা হয়েছে। যিনি বিশ্বকাপে ৩৬টি উইকেট নিয়েছেন।

নয়ে জাম্বো

নয়ে জাম্বো

ক্রিকেটের সব ফর্ম্যাটে ভারতের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক (৯৫৩ উইকেট) অনিল কুম্বলেকে এই দলের অন্যতম লেগ স্পিনার বেছেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। বিশ্বকাপে ৩১টি উইকেট পেয়েছেন জাম্বো।

দশে অ্যালেন ডোনাল্ড

দশে অ্যালেন ডোনাল্ড

বিশ্বকাপে ৩৮ উইকেট পাওয়া দক্ষিণ আফ্রিকান পেস ব্যাটারি অ্যালেন ডোনাল্ডকে অল টাইম গ্রেটদের এই দলে জায়গা দেওয়া হয়েছে।

একাদশে শ্রীনাথ

একাদশে শ্রীনাথ

১৯৯২, ১৯৯৬ ও ২০০৩-র বিশ্বকাপ মিলিয়ে মোট ৪৪ উইকেট জেতা জাভাগাল শ্রীনাথকে দলের এগারোতম সদস্য বেছেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

English summary
Greatest eleven of all-time that never won Cricket World Cup
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X