For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'নাম্বার ফোর'-ই পাখির চোখ, সমাধান কি এই 'টেস্ট ব্য়াটসম্য়ান' - আইপিএল-এই দেবেন প্রমাণ

আইপিএল ২০১৯-এ সাদা বলের ক্রিকেটে তাঁর দক্ষতা দেখাতে চান হনুমা বিহারি। তাঁর মতে ভারতের বিশ্বকাপের দলে তিনি 'নাম্বার ফোর' স্থানে ভাল খেলতে পারবেন।

Google Oneindia Bengali News

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর আগে ভারত অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছিলেন আইপিএল-পারফরম্যান্সকে বিশ্বকাপের দল বাছার সময় দেখা হবে না। কিন্তু অস্ট্রেলিয়া সিরিজ কেটে যাওয়ার পরও ভারতের 'নাম্বার ফোর' ধাঁধার সমাধান মেলেনি বলেই মনে করা হচ্ছে। এই অবস্থায় আইপিএল-এর পারফরম্যান্স দিয়েই ওই জায়গা দখল করবেন বলে জানাচ্ছেন ভারতের টেস্ট দলের সদস্য হনুমা বিহারী।

নাম্বার ফোর-ই পাখির চোখ, সমাধান কি এই টেস্ট ব্য়াটসম্য়ান

আইপিএল ২০১৯ শুরু হতে আর মাত্র ১ সপ্তাহ বাকি। তার আগে হনুমা বিহারি দাবি করছেন, ভারতের 'নাম্বার ফোর' ব্যাটসম্যান হিসেবে যা যা গুণাবলী দরকার তার সবই তাঁর ব্যাটে রয়েছে। তিনি জানিয়েছেন, 'নাম্বার ফোর' ব্যাটসম্যান-এর টেকনিক ভাল হওয়া চাই, যা তাঁর রয়েছে। এছাড়া যে কোনও পরিস্থিতিতে ব্য়াট করার জন্য তৈরি থাকতে হয়। এই প্রসঙ্গে হনুমা বলছেন অস্ট্রেলিয়া সফরে টেস্টে তাঁর হছঠাত ওপেন করার কথা।

তিনি জানিয়েছেন আসন্ন আইপিএল-এ ভাল পারফর্ম করার বিষয়ে তিনি আত্মবিশ্বাসী। বাকিটা টিম ম্যানেজমেন্চটের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। এবারের আইপিএল-এ দিল্লি ক্যাপিটাল্স দলের হয়ে খেলবেন হনুমা। এর আগেও আইপিএল খেলেছেন, কিন্তু বিশেষ সফল হননি। তবে হনুমা মনে করছেন, এখন যখন খুশি তখন কপিবুক শটেই চার-ছয় মারার মতো শক্তি অর্জন করেছেন তিনি। এই বিষয়ে তিনি শিক্ষা নিয়েছেন বিরাট কোহলি ও কেইন উইলিয়ামসনকে দেখে।

English summary
During IPL 2019 Hanuma Vihari wants to showcase his white-balls skills. He thinks he will fit perfectly in India's 'Number four' spot in World cup squad.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X