For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হার্দিক-শিখর-ভুবি ইন, শামি আউট, দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দলে নেই রোহিতও

হার্দিক-শিখর-ভুবি ইন, শামি আউট, দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দলে নেই রোহিতও

  • |
Google Oneindia Bengali News

নতুন প্রধান নির্বাচক সুনীল যোশীর নেতৃত্বে প্রথমবার ভারতীয় দল ঘোষণা করল নির্বাচন কমিটি। প্রত্যাশামতোই জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটল চোট সারিয়ে নিজেদের ফিট প্রমাণ করা অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়া, ওপেনার শিখর ধাওয়ান ও পেসার ভুবনেশ্বর কুমারের। বিশ্রাম দেওয়া হল বাংলার পেসার মহম্মদ শামিকে। এই সিরিজেও খেলছেন না ভারতীয় ওপেনার রোহিত শর্মা।

অভিনয় পা

অভিনয় পা

১৯৬১ সালে ইংরাজি নাটক এপিসেল দিয়ে অভিনয় জীবনের শুরু জয়ললিতার।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা

১২ মার্চ ধর্মশালায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে খেলবে ভারতীয় ক্রিকেট দল। দুই দলের মধ্যে দ্বিতীয় ওয়ান ডে হবে ১৫ মার্চ। লখনৌ-র একানা স্টেডিয়ামে হবে খেলা। তৃতীয় তথা সিরিজের শেষ ওয়ান ডে হবে কলকাতার ইডেন গার্ডেন্সে।

প্রথম ছবি

প্রথম ছবি

জয়ললিতার প্রথম তামিল ছবির নাম ভেন্নিরা আদাই। ১৯৬৫ সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। ১৯৫১ সাল থেকে শুরু করে এটাই প্রথম ছবি যা শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য ছিল। নাবালিকা হওয়ায় নিজের ছবিই দেখতে পারেননি তখন জয়া।

দুর্দান্ত হার্দিক

দুর্দান্ত হার্দিক

ইংল্যান্ডে ৫০ ওভারের বিশ্বকাপ খেলার সময় পিঠে চোট পান হার্দিক পান্ডিয়া। সেই অবস্থায় দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি খেলতে গেলে ভারতীয় অল-রাউন্ডারের চোটের অবস্থা আরও গম্ভীর হয়ে যায়। লন্ডনে তাঁর পিঠে অস্ত্রোপচার হয়। বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে হার্দিকের ফিটনেস ট্রেনিং চলে। ফিট হয়ে দীর্ঘদিন পর ক্রিকেটে ফিরেই রীতিমতো বিস্ফোরণ ঘটান পান্ডিয়া। ডিওয়াই পাটিল টি-টোয়েন্টি টুর্নামেন্টে দুটি শতরান হাঁকিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দেন ভারতীয় অল-রাউন্ডার। সেই হার্দিক ফের অন্তর্ভূক্ত হওয়ায় ভারতীয় দলের শক্তি বৃদ্ধি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সফল ছবি

সফল ছবি

একাধিক বক্স অফিস হিট ছায়াছবিতে অভিনয় করেছেন জয়ললিতা। তার মধ্যে অন্যতম আইরাথিল ওরুভান, কুডি ইরুন্থা কোভিল, গল্লাটা কল্যানাম, আদিমাই পেন, অলি ভিল্লাকু, দেইভা মগন।

ফের কামব্যাক শিখরের

ফের কামব্যাক শিখরের

ইংল্যান্ডে বিশ্বকাপ খেলার সময় চোট পান শিখর ধাওয়ান। ওই টুর্নামেন্ট থেকেও ছিটকে যান ভারতের বাঁ-হাতি ওপেনার। দেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে তাঁর প্রত্যাবর্তন ঘটে। সেই সিরিজ শেষের পর ঘরোয়া ক্রিকেট খেলতে গিয়ে ফের চোটগ্রস্ত হন শিখর। ফের তাঁকে জাতীয় দলের বাইরে ছিটকে যেতে হয়। ডিওয়াই পাটিল টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলে নিজেকে ফিট প্রমাণ করার পরই ধাওয়ানকে ফের টিম ইন্ডিয়ায় সুযোগ দেওয়া হয়েছে।

মায়ের প্রেরণা

মায়ের প্রেরণা

মা সন্ধ্যার প্রেরণাতেই তামিল ছবিতে অভিনয়কে কেরিয়ার হিসাবে বেছে নেন জয়ললিতা।

সুস্থ কি ভুবি

সুস্থ কি ভুবি

ইংল্যান্ডে ৫০ ওভারের বিশ্বকাপ চলার সময় চোট পেয়েছিলেন ভুবনেশ্বর কুমারও। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর চোট সারিয়ে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে তাঁর ফিটনেস ট্রেনিং চলে। সুস্থ হয়ে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের সীমিত ওভারের সিরিজে ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটে ভুবির। কিন্তু সেই সিরিজেই তাঁর পুরনো চোট ফের চাগাড় দিয়ে ওঠে। তাঁকেও ডিওয়াই পাটিল টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে হয়েছে।

পিয়ানো

পিয়ানো

খুব অল্প বয়স থেকে পিয়ানো বাজাতে শিখেছিলেন জয়ললিতা। মোহিনীআট্টম, মণিপুরী এবং কত্থকের তালিমও নিয়েছিলেন।

বিশ্রামে শামি

বিশ্রামে শামি

নিউজিল্যান্ডের বিরুদ্ধে মিশ্র পারফরম্যান্স দেওয়া বাংলার পেসার মহম্মদ শামিকে কেন ফের বিশ্রামে পাঠানো হল, তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। সেক্ষেত্র শামি অনায়াসে সৌরাষ্ট্রের বিরুদ্ধে বাংলার হয়ে রঞ্জি ট্রফি খেলতে পারতেন বলেও বক্তব্য অনেকের। কেন শামিকেই বারবার বলির পাঁঠা বানানো হচ্ছে, সে প্রশ্নও তুলছে ক্রিকেট মহলের একটা অংশ।

অভিনয়ের প্রতিভা

অভিনয়ের প্রতিভা

জনপ্রিয় অভিনেতা শিবাজি গণেশন তিলক ১২ বছর বয়সী জয়ললিতাকে একটি অনুষ্ঠানে দেখেন। তখনই তাঁর মনে হয় এই মেয়ে অভিনয়ের জগতে নাম করবে। জয়াকে অভিনেত্রী বানানোর ইচ্ছাও প্রকাশ করেন শিবাজি গণেশন।

নেই রোহিত

নেই রোহিত

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলার সময় চোট পান ভারতীয় তারকা রোহিত শর্মা। ফলে কিউয়ি গড়ে ওয়ান ডে ও টেস্ট খেলতে পারেননি তিনি। এখনও পুরোপুরি সুস্থ না হওয়ায় তাঁকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দলে রাখা হয়নি বলে বিসিসিআই সূত্রে খবর। আবার অনেকের মতে, আইপিএল শুরুর আগে হয়তো কোনও ঝুঁকি নিতে চাননি হিটম্যান নিজেই।

পারিশ্রমিক

পারিশ্রমিক

শিশু অভিনেত্রী হিসাবে অভিনয়ের শুরু জয়ার। প্রথম ছবিতে মাত্র ১৬ বছর বয়সে ৩ হাজার টাকা পারিশ্রমিক নিয়েছিলেন তিনি।

ভারতীয় দল

বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, কেএল রাহুল, পৃথ্বী শ, শ্রেয়স আইয়ার, মনীশ পান্ডে, হার্দিক পান্ডিয়া, শুভমান গিল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরাহ, নভদীপ সাইনি, যুজবেন্দ্র চাহল, কুলদীপ যাদব।

বলিউডে আম্মা

বলিউডে আম্মা

ধর্মেন্দ্র ও তনুজার সঙ্গে বলিউডের ইজ্জত ছবিতে দেখা গিয়েছে আম্মাকে। এই একমাত্র বলিউড ছবি যেখানে জয়ললিতা অভিনয় করেছিলেন।

মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী

১৯৯১ সালে প্রথমবার মুখ্যমন্ত্রীর পদে শপথ নেওয়ার সময় জে জয়ললিতা।

জয়া থেকে আম্মা

জয়া থেকে আম্মা

অভিনয়ের জগতে যত জনপ্রিয় ছিলেন রাজনৈতিক জীবনে নিজের কাজ দিয়ে তার চেয়েও বেশি জনপ্রিয়তা কুড়িয়েছেন এই জননেত্রী।

English summary
Hardik, Shikhar and Bhuvneswar back in India squad for South Africa ODI series
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X